সমুদ্রের নিচে প্রবালের প্রাচীর ঘেঁষে মাছের বাস । এমনটা মনে হলেও বাস্তবে এটি আসলে প্রবাল প্রাচীরও নয় , সমুদ্রের গভীর জলরাশি ও নয় । এটি আসলে একটি কৃত্রিমভাবে তৈরি মাছের বাসস্থান ; যেটিকে আমরা অ্যাকুরিয়াম বলে চিনি । সৌন্দর্য্য বিলাসী মানুষ নিজেদের সৌন্দর্যের শখ মিটানোর জন্য সমুদ্রের মাছকে কাচের খাচায় বন্দী করে রাখে । নিজেদের চোখের শান্তির জন্য , নিজেদের চোখের ক্ষুধা মিটানোর জন্য বনের প্রাণী লোহার খাঁচায় বন্দী করে রাখতে একটি বারও ভাবে না ।
এখানে তারা এটা বিবেচনা করার প্রয়োজন বোধ করে না যে , সেই প্রাণীটি আদৌ লোহার খাঁচায় ভালো আছে কিনা । একটা প্রবাদ বাক্য বেশ অনেকদিন ধরেই প্রচলিত । সেটা হচ্ছে বন্যরা বনে সুন্দর এবং শিশুরা মাতৃক্রোড়ে । হ্যা , কথাটি বিন্দু মাত্র মিথ্যা নয় , কারণ কেমন লাগবে তখন যখন আপনাকে একলা একটা বনের মধ্যে একা একা বন্দী করে রাখা হবে সব মানুষ থেকে আলাদা করে ?
I do use Polish to edit photos. So that my photos looks very nice and more gorgeous. You can do anything with your picture using polish. I do recommend you to use polish as your photo editor. You can easily download it from Below
For Android || For IOS