শীতের ভিজা সকাল

in hive-119845 •  3 years ago 

IMG_20220422_221305.jpg

শিশির ভেজা ঘাস , সাদা আবছা কুয়াশা । শীতের এই দৃশ্য প্রায় সকলেরই প্রিয় । শীত হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য অনেক মজার একটি ঋতু । কারণ এই ঋতুতে যেমন সূর্য মামার উত্তাপ কম থাকে ঠিক তেমনই শীতের প্রকৃতিও মানুষকে মুগ্ধ করে দিতে যথেষ্ট । বাংলাদেশে শীতের প্রকৃত আমেজ পেতে হলে আপনাকে অবশ্যই গ্রাম বাংলা একবার হলেও ঘুরে আসতে হবে । কারণ গ্রাম বাংলায় শীতে উপভোগ করার মতো সব উপাদান একসাথে পাবেন আপনি । সকাল সকাল উঠে পেয়ে যাবেন হাড় কাঁপানো ঠান্ডার সাথে ঘন কুয়াশার হাতছানি । সেই সাথে ঘুম থেকে যেই না আড়মোড়া দিয়ে উঠবেন । উঠে দেখবেন গ্রাম্য বধূ পিঠা তৈরিতে ব্যস্ত । আবার উঠানে এনে রাখা হয়েছে খেজুরের টাটকা রস । এই রসে যেই স্বাদ , তা আপনাকে নিমিষেই পাগল করে দিতে যথেষ্ট ।

Polish_20210609_172244341.jpg

I do use Polish to edit photos. So that my photos looks very nice and more gorgeous. You can do anything with your picture using polish. I do recommend you to use polish as your photo editor. You can easily download it from Below


For Android || For IOS


Earn Crypto for Publishing and Reading Join Now - Registration is Free and Instant. Publish0x is a Blogging website where you can earn money just by tipping peoples. You can also Create post there and earn by them. Join the awesome Website Today!




** TᕼᗩᑎK YOᑌ **

ʄօʟʟօա | Share | ʊքʋօȶɛ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!