সাদা ফুল , তবে ধবধবে সাদা না । অফ হোয়াইট বলা যায় তার রংটিকে । তবে ফুলটির মূল আকর্ষণ তার সাদা রঙটি নয় । তার মূল আকর্ষণ হলো , মাঝখানের লাল রঙ । পুরো সাদা ফুলের মাঝখানে লাল রঙটি খুবই আকর্ষণ করবে যে কেউকে । ভালোভাবে লক্ষ করলে দেখতে পারবেন যে , মাঝখান থেকে সাদা রঙের একটি পরাগ দন্ডও দেখা যাচ্ছে । সাদার মাঝখানে লাল আবার লালের মাঝখানে সাদা পরাগ দন্ড । সব মিলিয়ে , ফুলটি সত্যিই অপরূপ । যদিও আমার চোখে কোনো ফুলই অসুন্দর নয় , তবে এই ফুলটি একটু অন্য রকমভাবে সুন্দর । অন্য রকম সুন্দর বলার পেছনেও একটি কারণ আছে । ভালোভাবে খেয়াল করলে দেখবেন , ফুলটির আশেপাশের পাতায় ময়লা , ধুলোবালিতে ভরপুর । তবে ফুলটি এতো ময়লার মধ্যে জন্মিয়েও খুবই পরিষ্কার , আর সুন্দর । আসলেই অসাধারণ!
I do use Polish to edit photos. So that my photos looks very nice and more gorgeous. You can do anything with your picture using polish. I do recommend you to use polish as your photo editor. You can easily download it from Below
For Android || For IOS