বাংলাদেশ ষড়ঋতুর দেশ । বাংলাদেশকে ষড়ঋতুর দেশ বলা হলেও তিনটি ঋতুই লক্ষ করা যায় । ঋতু তিনটি হচ্ছে - গ্রীষ্ম , বর্ষা ও শীত । আবার এই তিনটি ঋতুর মধ্যে বছরে বেশিরভাগ সময়ই গ্রীষ্মকাল বিরাজ করে । তাই আমাদের কাছে গ্রীষ্মকালই অতি পরিচিত । বর্ষা ও শীত বছরের কম সময়ই বিরাজ করে বলে এই সময়গুলো আমাদের কাছে অন্য রকম অনুভূতির আমেজ তৈরি করে । এইরকম এক ধরনের অন্য রকম অনুভূতির সময় হচ্ছে , শীতের সকাল । শীতের সকালে একেবারে আলাদা পরিবেশ তৈরি হয় । চারপাশে হাড় কাঁপানো শীতে কুয়াশার চাদরে ঢাকা থাকে । সূর্য উঠতে থাকলে এই পরিবেশ আস্তে আস্তে স্বাভাবিক হতে থাকে । এই ফটোগ্রাফটিতে দেখা যাচ্ছে যে , শীতের সকালে জলাভূমি থেকে বকদের দল শিকার ধরতে ব্যস্ত সময় পার করছে । যদিও কুয়াশার কারণে তাদের স্পষ্ট দেখা যাচ্ছে না । তবে ভালোভাবে খেয়াল করে দেখলেই বিষয়টি আপনার চোখে পড়বে ।
I do use Polish to edit photos. So that my photos looks very nice and more gorgeous. You can do anything with your picture using polish. I do recommend you to use polish as your photo editor. You can easily download it from Below
For Android || For IOS
nice story
vote to vote bro
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit