ছেড়া ছেড়া তুলোর মতো দেখতে সাদা মেঘ গুলো যেনো নীল কোনো চাঁদনির নিচে উড়ে বেড়াচ্ছে । আমরা সবাই জানি যে, আকাশের রং নীল । তবে পুরোপুরি নীল সবসময় দেখা যায় না । যখন আকাশ তার প্রকৃত বর্ণ নীল রং ধারণ করে তখন সব থেকে বেশি সুন্দর লাগে । তখন আকাশ মেঘ মুক্ত থাকার কারণে রৌদ্র উজ্জ্বলও থাকে চারদিকে । নীল আকাশের নিচে সোনালী গম্বুজ বেশ ভালো মানিয়েছে । ফটোগ্রাফটিকে আরো মনোরম করতে সবুজ ঝোপ ঝাড় গুলো কম ভূমিকা রাখে নি । দূরের উচুঁ দালান সাথে সোনালী গম্বুজবিশিষ্ট মসজিদ , এবং সবুজ গাছপালা ও ঝোপ ঝাড় সব মিলিয়ে ফটোগ্রাফীর সিনারিটি বেশ গোছালো । মনে হচ্ছে একপাশে গ্রামের সবুজ গাছপালা এবং পাখপাখালি আর অন্যদিকে শহুরে উচু দালানের ভিড় ।
I do use Polish to edit photos. So that my photos looks very nice and more gorgeous. You can do anything with your picture using polish. I do recommend you to use polish as your photo editor. You can easily download it from Below
For Android || For IOS