প্যারেড গ্রাউন্ডের ওয়াকওয়ে

in hive-119845 •  3 years ago 

IMG_20220412_002343.jpg

চট্রগ্রামের প্যারেড গ্রাউন্ডের ওয়াকওয়ে দিয়ে হাঁটার সময় এই ফটোগ্রাফটি ধারণ করা । মোবাইলেই ধারণ করা এই ফটোগ্রাফটি । চট্টগ্রাম কলেজ সংলগ্ন মাঠকে-ই আসলে প্যারেড গ্রাউন্ড বলা হয়ে থাকে । চট্রগ্রামের মধ্যে বেশ বড় একটি মাঠ বলা যায় একে । শহরের ছেলে মেয়েদের আমোদ প্রমোদের বিভিন্ন স্থান থাকলেও মূলত খেলাধুলা করার জন্য মাঠের বেশ সংকট রয়েছে । সংকট না হওয়াটা অস্বাভাবিক-ই বটে। কারণ যেই পরিমাণে মানুষ শহরমুখী হচ্ছে সেই পরিমাণে খেলার মাঠ একের পর এক উধাও হয়ে যাচ্ছে । অর্থাৎ আগে যেইসব স্থানে ছেলে মেয়েদের ক্রিকেট ব্যাট হাতে চেঁচামেচি করতে শোনা যেতো , সেইসব স্থানে এখন বড়ো কোনো দালান দাড়িয়ে দীর্ঘশ্বাস ফেলছে ।

এই সমস্যাটার সব থেকে বড় সাক্ষী বোধ হয় আমি নিজেই । আমাদের এলাকায় এক মাত্র খেলার মাঠ ছিল । যেই খেলার মাঠ সেনাবাহিনী ট্রেনিং এর জন্য ঘেরাও করে দেওয়া হয় , ছেলে মেয়েরা প্রথম কয়েকদিন মন খারাপ করে থাকলেও কিছুদিন পর ভুলে যায় । যার মারাত্মক প্রভাব পড়ে সবার উপর । যে ছেলে আগে পড়ালেখার পর ক্রিকেট ব্যাট নিয়ে মাঠে নেমে যেতো সেই ছেলে এখন চায়ের দোকানে আড্ডাবাজি করতে গিয়ে সিগারেট হাতে নিয়ে ফেলছে নিজের অজান্তেই ।


Polish_20210609_172244341.jpg

I do use Polish to edit photos. So that my photos looks very nice and more gorgeous. You can do anything with your picture using polish. I do recommend you to use polish as your photo editor. You can easily download it from Below


For Android || For IOS


Earn Crypto for Publishing and Reading Join Now - Registration is Free and Instant. Publish0x is a Blogging website where you can earn money just by tipping peoples. You can also Create post there and earn by them. Join the awesome Website Today!




** TᕼᗩᑎK YOᑌ **

ʄօʟʟօա | Share | ʊքʋօȶɛ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!