সবুজ বৃক্ষ

in hive-119845 •  3 years ago 

IMG_20220401_114349.jpg

সবুজ বৃক্ষের ডাল পালায় যেনো ঢেকে যায় এই ধরণী । বিষাক্ত কালো ধোয়ায় পৃথিবীর আকাশ ঢেকে যাওয়ার আগে যেনো আমাদের বিবেক জেগে উঠে । আমরা যেনো জেগে উঠি এই চোখ মেলা জাগ্রত ঘুম থেকে । অবশ্যই জেগে উঠতে হবে । না হলে মানব জাতি পড়বে ভয়াবহ বিপর্যয়ের সামনে । যেই বিপর্যয়ের কথা অনেক জ্ঞানী গুণী অনেক বার বলেছেন অনেক আগেই । আসলে আমরা যে অন্ধ , এই অন্ধত্ব চোখে দেখতে না পারার অন্ধত্ব নয় ।

এই অন্ধত্ব হচ্ছে চোখে দেখতে পাওয়ার পরেও যেই অন্ধত্ব সেই অন্ধত্ব । আসলে আমাদের অন্ধ করে রেখেছে আমাদের স্বার্থ । আমাদের সবার স্বার্থের প্রশ্নে আমরা কখনো এক বিন্দুও ছাড় দেই না । সে হোক ক্ষতি পরিবেশের । পরিবেশের ক্ষতি হলে তো আমার ক্ষতি হচ্ছে না । তাই না ? হচ্ছে , আপনার চোখে না পড়লেও আপনিই ক্ষতিগ্রস্ত হচ্ছেন কোনো না কোনো ভাবে ।


Polish_20210609_172244341.jpg

I do use Polish to edit photos. So that my photos looks very nice and more gorgeous. You can do anything with your picture using polish. I do recommend you to use polish as your photo editor. You can easily download it from Below


For Android || For IOS


Earn Crypto for Publishing and Reading Join Now - Registration is Free and Instant. Publish0x is a Blogging website where you can earn money just by tipping peoples. You can also Create post there and earn by them. Join the awesome Website Today!




** TᕼᗩᑎK YOᑌ **

ʄօʟʟօա | Share | ʊքʋօȶɛ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!