বাংলাদেশ।

in hive-119845 •  3 years ago 

IMG_20220404_214152.jpg

খুবই ক্ষুদ্র এই দেশ আমাদের ! আয়তনে বিশাল বিশাল দেশগুলোর দিকে তাকালে আমরা নিতান্তই অনেক ছোট । আয়তন বিবেচনায় পৃথিবীর ৯৪ তম অবস্থানে রয়েছি আমরা । অর্থাৎ বেশ ছোটো । কিন্ত আমাদের জনসংখ্যা ছোট নয় । বলা হয়ে থাকে , জনসংখ্যায় আমরা পৃথিবীর অষ্টম বৃহত্তম দেশ । আয়তনে যেখানে আমরা ৯৪ তম অবস্থানে রয়েছি , জনসংখ্যায় সেখানে অষ্টম অবস্থানে রয়েছি । তাহলে ভাবুন আমাদের উপর এই জনসংখ্যার চাপ কত টুকু ! আমরা রীতিমত হিমশিম খাচ্ছি এত জনসংখ্যার চাপ সামলাতে গিয়ে ।

জনসংখ্যার একটা বড় অংশ দারিদ্র সীমার নিচে অবস্থান করছে । আর এই বিশাল জনগোষ্ঠীকে সমান সুযোগ দিতে চাইলেও সরকারের পক্ষে সম্ভব হচ্ছে না তা বাস্তবায়ন করা । জনসংখ্যার এই বাড়তি চাপ এর কারণ হিসাবে দেখা হচ্ছে মানুষের অসচেতনতা এবং অজ্ঞতা । মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা গেলে সামলানো সম্ভব হবে জনসংখ্যা বৃদ্ধির হার ।


Polish_20210609_172244341.jpg

I do use Polish to edit photos. So that my photos looks very nice and more gorgeous. You can do anything with your picture using polish. I do recommend you to use polish as your photo editor. You can easily download it from Below


For Android || For IOS


Earn Crypto for Publishing and Reading Join Now - Registration is Free and Instant. Publish0x is a Blogging website where you can earn money just by tipping peoples. You can also Create post there and earn by them. Join the awesome Website Today!




** TᕼᗩᑎK YOᑌ **

ʄօʟʟօա | Share | ʊքʋօȶɛ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!