সকাল বেলা সূর্যের প্রথম দিকের কিরণে যখন চারদিক আলোকিত তখন তোলা হয়েছে এই ফটোগ্রাফটি । আমার মায়ের ঘরের বেলকনিতে ছোটোখাটো বাগান করার বেশ শখ । তবে এটা আমার মতো ফুলের বাগান করার শখ নয় , আমার মায়ের সবজির বাগানের বেশ শখ রয়েছে । হোক সেটা ক্ষুদ্র পরিসরে । খাবার খেতে বসলে মাঝে মাঝে মায়ের মুখ থেকে শুনি এটা আমার বাগানের টাটকা সবজি , তখন মায়ের মুখের হাসিটা দেখে মনে হয় এটাই হয়তো মায়ের সবজির বাগান করার সার্থকতা ।
ঘরের সদস্যদের বাগান থেকে টাটকা টাটকা সবজি নিয়ে রান্না করে খাওয়ানোর মধ্যে হয়তো অনেক আনন্দ খোঁজে পান তিনি । তাই মাঝে মাঝে আমিও আম্মুর ছোট্ট বাগানটির যত্ন নিই । আমাকে বাগানের যত্ন নিতে দেখে আম্মু বেশ খুশি হয় ।
I do use Polish to edit photos. So that my photos looks very nice and more gorgeous. You can do anything with your picture using polish. I do recommend you to use polish as your photo editor. You can easily download it from Below
For Android || For IOS