টবে লাগানো একটি চারা ।

in hive-119845 •  3 years ago 

IMG_20220408_234740.jpg

সকাল বেলা সূর্যের প্রথম দিকের কিরণে যখন চারদিক আলোকিত তখন তোলা হয়েছে এই ফটোগ্রাফটি । আমার মায়ের ঘরের বেলকনিতে ছোটোখাটো বাগান করার বেশ শখ । তবে এটা আমার মতো ফুলের বাগান করার শখ নয় , আমার মায়ের সবজির বাগানের বেশ শখ রয়েছে । হোক সেটা ক্ষুদ্র পরিসরে । খাবার খেতে বসলে মাঝে মাঝে মায়ের মুখ থেকে শুনি এটা আমার বাগানের টাটকা সবজি , তখন মায়ের মুখের হাসিটা দেখে মনে হয় এটাই হয়তো মায়ের সবজির বাগান করার সার্থকতা ।

ঘরের সদস্যদের বাগান থেকে টাটকা টাটকা সবজি নিয়ে রান্না করে খাওয়ানোর মধ্যে হয়তো অনেক আনন্দ খোঁজে পান তিনি । তাই মাঝে মাঝে আমিও আম্মুর ছোট্ট বাগানটির যত্ন নিই । আমাকে বাগানের যত্ন নিতে দেখে আম্মু বেশ খুশি হয় ।


Polish_20210609_172244341.jpg

I do use Polish to edit photos. So that my photos looks very nice and more gorgeous. You can do anything with your picture using polish. I do recommend you to use polish as your photo editor. You can easily download it from Below


For Android || For IOS


Earn Crypto for Publishing and Reading Join Now - Registration is Free and Instant. Publish0x is a Blogging website where you can earn money just by tipping peoples. You can also Create post there and earn by them. Join the awesome Website Today!




** TᕼᗩᑎK YOᑌ **

ʄօʟʟօա | Share | ʊքʋօȶɛ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!