You look beautiful today , কথাটি আপনাকে কিছু ক্ষণের জন্য নরম করে দিবে । আপনাকে নরম করে দেওয়ার ট্রিক খাটানো হয়েছে , আর আপনি নরম হবেন না তা না হওয়ার সম্ভবনা অনেকটা কম । এটা "সাজগোজ" নামের একটি অনলাইন শপিং প্ল্যাটফর্ম থেকে আনা একটি প্যাকেজিং এর ভিতরে পাওয়া একটি টিস্যু প্যাকেটের ফটোগ্রাফ । তারা কাস্টমারকে আকৃষ্ট করতে বেশ ভালো ধরনের ট্রিক খাটিয়েছে । মূলত "সাজগোজ" প্লাটফর্মটির বেশির ভাগ ক্রেতা হচ্ছে নারীরা । আর নারীদের একটি বড় ধরনের বৈশিষ্ট্য হচ্ছে তাদের প্রশংসা করলে তারা অনেক খুশি হয় । হোক সে সুন্দর বা অসুন্দর । এই ধরনের মার্কেটিং ট্রিক আমার চোখে আগে তেমন একটা পড়ে নি । তাই বেশ ভালোই লেগেছে এই মার্কেটিং ট্রিকটি ।
I do use Polish to edit photos. So that my photos looks very nice and more gorgeous. You can do anything with your picture using polish. I do recommend you to use polish as your photo editor. You can easily download it from Below
For Android || For IOS