অ্যান্ড্রু টেইট ফ্যান কমিউনিটি থেকে আয় করুন

in hive-120791 •  2 years ago  (edited)

আসসালামু আলাইকুম।
স্বাগত স্টিমইটে অ্যান্ড্রু টেইট ফ্যান কমিউনিটিতে। এখানে আমরা নিজেরা যেসব ব্যাপার নিয়ে কথা বলতে পছন্দ করি সেগুলো নিয়ে কথা বলবো, যেমন- নারীবাদ, ফিটনেস, লিবারেলিজম, ইসলাম, অ্যান্ড্রু টেইট।
এটা অনেকটা ফেইসবুক গ্রুপের মত, এখানে আপনি লেখা, ছবি বা ভিডিও পোস্ট করতে পারবেন।

কিন্তু ইন্টারেস্টিং ব্যাপারটা হলো, এখানে প্রতিটা পোস্টের জন্য আপনি টাকা পাবেন। মানে আপনার পোস্টে কেউ আপভোট (মানে লাইক) দিলে আপনি কিছু কয়েন আয় করবেন, যেগুলো বিক্রি করে আপনি রিয়েল ক্যাশ পাবেন। পুরো প্রসেসটাতে আপনাকে সাহায্য করবে অ্যান্ড্রু টেইটের বাংলাদেশি ফ্যানদের স্টিমইট কমিউনিটি।

4054450.png

ভাবতে পারেন এখান থেকে কত টাকা আয় করা সম্ভব? কিছুটা আইডিয়া পাবার জন্য স্টিমইটে আমার বাংলা ব্লগ ঘুরে আসতে পারেন। ওখানে অনেকেই একেকটা পোস্টে একটা মিড লেভেলের পুরো মাসের স্যালারির সমান কামাচ্ছে। আমরা চাইবো আমাদের মেম্বাররা তারচেয়েও বেশি আয় করুক।

*** মনে রাখা দরকার, আমরা এখানে সবধরনের আলোচনা করে টাকা তো পাবোই, কিন্তু আমাদের মূল ইনকাম আসবে প্রফেশলাল কাজ, যেমন অ্যাফিলিয়েট মার্কেটিং, ফ্রিল্যান্সিং, ড্রপশিপিং ডাটা সাইন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স,- মানে অনলাইনে ক্যারিয়ার গড়তে যা যা লাগবে, সমস্ত গাইড এখান থেকে পাবেন।

এখন আপনি কী করবেন?

  • প্রথমেই স্টিমইটে একটা অ্যাকাউন্ট খুলে ফেলুন। ঝামেলা মনে হলে ইউটিউবে দেখে নিন, হাজার হাজার ভিডিও আছে। ঠিকমত সাইন আপ করতে পারলে একটা পাসওয়ার্ড আর একটা পিডিএফ ফাইল পাবেন, দুটোই অনেক জরুরী।
  • পাসওয়ার্ড দুই তিন কপি করে রাখুন।
  • তারপর আমাদের ব্লগে সাবস্ক্রাইব করুন।

image.png

  • কোনো পোস্ট করতে চাইলে New Post এ ক্লিক করে পোস্ট করুন।

image.png

*** ব্লগে আপনি যেকোনো কিছু নিয়ে লিখতে পারেন। তবে অবশ্যই কপি-পেস্ট করবেন না, ধরা পড়ে যাবেন।

স্টিমইট কিভাবে কাজ করে, কিভাবে আয় করা যায়, আয় বাড়ানো যায়, এসব নিয়ে আমাদের এই পোস্টটি অবশ্যই পড়ে নিন।
আপভোট দিতে ভুলবেন না যেন। কোনো সাহায্য দরকার হলে কমেন্ট করুন।
ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...