বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসছালামুআলায়কুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।
প্রিয় সাথী বৃন্দ,
আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি সুস্থ আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মানুষ ও জ্বীনদের জন্য জান্নাত, বাকি সব মাখলুকাত এর জন্য জান্নাত নেই কেন?
জান্নাত মহান আল্লাহতালার এক বিস্ময়কর সৃষ্টি। যাহা মহান আল্লাহতালা সৃষ্টি করে রেখেছেন। প্রত্যেকটি মানুষের জন্য এক একটি করে জান্নাত তৈরি করে রেখেছেন। এই জান্নাত শুধু জ্বীন এবং ইনসানদের জন্যই তৈরি করা হয়েছে, অন্য কাহারো জন্য নহে।
source
মহান আল্লাহ তায়ালা, জ্বীন এবং ইনসান বাদে বাকি যত মাখলুকাত সৃষ্টি করেছেন, সেটা আসমানের উপরে হোক, জমিনের নিচে হোক বা আসমান এবং জমিনের মাঝে হোক, কাউকেই জান্নাত- জাহান্নাম কোনটাই দান করা হবে না। এর প্রধান কারণ হলো, তাদেরকে ভালো মন্দ বোঝার ক্ষমতা, বিবেক বুদ্ধি দান করা হয় নাই। তাই তাদের কোন প্রকার হিসাব নিকাশ মহান আল্লাহতালার সামনে দিতে হবে না। তাই তাদের জন্য জান্নাত জাহান্নাম নেই।
মানুষ ওজ্বঈন বাদে সমস্ত মাখলুকাত আল্লাহর হেদায়েত প্রাপ্ত অর্থাৎ আল্লাহর অনুগত। মহান আল্লাহ তাআলার বিরুদ্ধচারণ করার কোন ক্ষমতাই তাদের দেওয়া হয় নাই। মহান আল্লাহ তা'আলা তাদের যে নির্দেশ দিয়ে দিয়েছেন, যে হেদায়েত করে দিয়েছেন, তাহা তারা অক্ষরে অক্ষরে অর্থাৎ ১০০ তে ১০০% পালন করে থাকে। কখনোই তার ব্যাতিক্রম করতে পারেনা, পারবেও না। তারা আল্লাহর হেদায়েত প্রাপ্ত।
source
যেমনঃ ধরুন আম গাছের কথা বলি। আম গাছকে নির্দেশ দেওয়া হয়েছে। তুমি মানুষের সেবা করবে। তুমি ফল ধরলে শুধু আম ফলই ধরতে হবে অন্য কোন ফল ধরতে পারবা না। এরকম জাম, কাঁঠাল, লিচু, আনারস, আঙ্গুর আপেল, যত ফল গাছ রয়েছে। সবাই শুধু যে ফল ধরার নির্দেশ দেওয়া হয়েছে শুধু সেই ফল ধরে থাকে। অন্য কোন ফল ধরার ক্ষমতা বা শক্তি তাদেরকে দেওয়া হয় নাই। অন্য কোন ফল যদি ধরত তবে মানুষ তাদের সেবা থেকে বঞ্চিত হয়ে যেত। তাহলে আল্লাহর মহামান্য নির্দেশ অমান্য করা হতো কিন্তু তাদের তো সেই ক্ষমতা দেওয়া হয়নি। তাই আজ পর্যন্ত পৃথিবীর বুকে, কোন ফল গাছ দেখা মেলে নাই যে, তার নিজের ফল বাদে অন্য কোন ফল ধরেছে।
source
যেমনঃ ফেরেশতাদের কথা বলা যাক। তারা মন্দ কাজ করার ক্ষমতা রাখেনা। আল্লাহ তাদের মন্দ কাজ করার ক্ষমতা, ইচ্ছা শক্তি, একেবারে নষ্ট করে দিয়েছেন। তারা সব সময় ভালো কাজ করবে অর্থাৎ তারা আল্লাহর বিরুদ্ধাচারণ কোন কাজ করতে পারে না। এইজন্য ফেরেশতাদের কোন হিসাব নেই, বেহেশত ও দোযখ নেই।
চন্দ্র সূর্যের কথা বলি, সূর্যকে নির্দেশ দেওয়া হয়েছে, তুমি শুধু পৃথিবীর বুকে তাপ দিয়ে যাবা, তাই সূর্য আলো ও তাপ ছাড়া আর কোন কিছু করা তার পক্ষে সম্ভব হয় না। কারণ মহান আল্লাহতালা তাকে যে নির্দেশ দিয়েছেন, তাই সে পালন করবে। এইজন্য চন্দ্র সূর্যের কোন হিসাব নেই।
কিন্তু মানুষ এবং জ্বীন এই দুই জাতি মহান আল্লাহতালার হুকুম মানতেও পারে আবার নাও মানতে পারে। ভালো কথা বলতে পারে আবার না বলেও জীবন যাপন করতে পারে। আল্লাহর ইবাদত করতেও পারে আবার ইবাদত না করেও জীবন যাপন করতে পারে। অর্থাৎ তাদেরকে ইচ্ছাশক্তি দেওয়া হয়েছে। তারা ভাল কাজ করতে পারে আবার মন্দ কাজ করতে পারে। এইজন্য তাকে পৃথিবীর বুকে মহান আল্লাহ তা'আলা তাদেরকে কিছুই বলবেন না।
source
তাদেরকে ধরা হবে, মরনের পরে হাশরের ময়দানে। সেখানে তাদের জীবনের প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি সেকেন্ডের হিসাব করাই-গন্ডায় দিতে হবে। এই বিচার শেষে যদি কারো নেকীর পাল্লা ভারী হয়, তবে সে আল্লাহর সন্তুষ্টি পাবে এবং চির শান্তির জায়গা জান্নাত লাভ করবে। আর যদি পাপের পাল্লা ভারী হয়, তবে তার স্থান হবে জাহান্নামে। মানুষ ও জ্বীনদের জন্য বিচার আছে এবং জান্নাত জাহান্নাম রয়েছে। এর একটাই কারণ তাকে বিবেক-বুদ্ধি, আকল জ্ঞান দেওয়া হয়েছে।
তাই আসুন আমরা আমাদের বিবেক-বুদ্ধি, আকুল জ্ঞান দ্বারা মহান আল্লাহতালার আদেশ-নিষেধ পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করি এবং মহান আল্লাহতালা সন্তুষ্টি অর্জনের জন্য সদা সর্বদা চেষ্টা করতে থাকি। আজকের মত এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।
ঠিকই বলেছেন ভাই আপনি জান্নাত শুধু মানুষ এবং জ্বীনদের জন্য, অন্য কারো জন্য নহে। আপনার লেখার মধ্যে আপনি খুবই সুন্দর উদাহরণ দিয়েছেন। আপনার লেখার মধ্যে আম গাছের নিয়ে লেখাটি খুবই ভালো লাগল। আপনার লেখা পড়ে জান্নাত সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটা পোস্ট আমদের সাথে শেয়ার করার জন্য। আপনার পরবর্তী আকর্ষণীয় পোস্টের জন্য অপেক্ষায় থাকলাম ভালো থাকবেন আপনি সবসময় সেই কামনা করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে সর্বপ্রথম ধন্যবাদ কারন আপনি আমার পোস্টটি সুন্দরভাবে ও কষ্ট করে পড়ার জন্য। সেই সাথে একটা সুন্দর মন্তব্য করেছেন।
আপনার প্রতি শুভকামনা ও দোয়া রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জান্নাত আমাদের জন্য হলেও আমরা জান্নাতে যাওয়ার মত কাজ করি না। আমরা সর্বদাই মিথ্যা কথার মধ্যে দিয়েই থাকি। মিথ্যা কথাটা বাদ দিতে পারলে আমাদের জান্নাতটা লাভ করা খুবই সহজ হয়ে যায়। জ্বীন প্রতিনিয়ত আল্লাহর ইবাদত করে। আমাদের সৃষ্টিকর্তা ভালো পথে চলার তৌফিক দান করুক আমিন। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্বী ভাই আপনার প্রতি ও আপনার পরিবারের প্রতি শুভকামনা রইল। আপনার প্রতি ধন্যবাদ কারন আপনি আমার পোস্টটি সুন্দরভাবে ও কষ্ট করে পড়ার জন্য। এবং সেই সাথে একটা মুল্যবান মতামত পেশ করার জন্য।
আপনার প্রতি শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি কথা বলতে মানুষ এবং জ্বীন জান্নাতে যাওয়ার আদেশ থাকলেও আমরা অনেকে আছি যে এগুলো মেনে চলি না ইশ্বরকে ভয় করি না যে যার মত করে চলে যে যা মন চায় সেটাই করে কিন্তু উপরের একজন কে কখনই ভয় করে না ৷ আমাদের ভালো মন্দ কর্ম একদিন ঠিকি হিসাব দিতে হবে উপরের একজনের কাছে ৷ আমাদের সবকিছু দিয়েছে যেমন জ্ঞান বুদ্ধি বিবেক বোঝা পড়ার ক্ষমতা এগুলো দেওয়া সত্যেও যদি আমরা উপরের একজনের মন সন্তুষ্ট করতে না পারি তাহলে আমরা মানবজাতি হিসেবে কেমন ভূমিকা পালন করলাম ৷
যাই হোক ভাই আপনার লেখাটি আসলেই অনেক চমৎকার হয়েছে ৷ ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি লেখা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্বী ভাই, আসলে আমাদেরকে মরতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই জন্য আমাদের আল্লাহর হুকুম, নবী করীম সাল্লাল্লাহু আলাই সালাম এর তরিকা মতে জীবন যাপন করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ কারণ আপনি একটি সুন্দর মন্তব্য করেছেন এবং আমার পোস্টটি সুন্দরভাবে পড়েছেন।
আপনার প্রতি শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ! খুব চমৎকার একটি বিষয়ের আজকের অবতারণা করেছেন আপনি। আসলে এই বিষয়গুলো আমরা জানি। কিন্তু তারপরও কেন যেন মন থেকে ব্যাপার গুলো হারিয়ে যায়। মৃত্যুর সাথে সাথেই আমাদের যে কেয়ামত এটি আমরা ভুলে যাই।মানুষ ও জীন ছাড়া আর কারো হিসাব নেয়া হবে না। আর শেষ বিচারের দিনে হিসাব বড়ই কঠিন হবে। আপনি আরো একবার বিষয়গুলো স্মরণ করিয়ে দিলেন। আপনার লেখাগুলি এজন্যই পড়তে খুব ভালো লাগে। আপনার জন্য অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অনেক অনেক ধন্যবাদ কারণ আপনি আমার লেখাটা পড়ে সুন্দর একটা গঠনমূলক মন্তব্য করেছেন। আমার লেখাটিকে চমৎকার লেখা বলে উল্লেখ করেছে।
আপনার প্রতি শুভকামনা ও দোয়া রইল । আল্লাহ হাফেজ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর কিছু কথা বলেছেন। জান্নাত যে শুধু মানুষ ও জীন জাতিদের জন্যে বানানো হয়েছে তা অসংখ্য আয়াতের মাধ্যমে জানিয়ে দেয়া হয়েছে। আমাদের আসল ঠিকানা পরোকালের জীবন। পৃথিবীতে আমরা মেহমান হিসেবে এসেছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকে আপনি আমাদের সাথে শেয়ার করলেন মানুষ ও জ্বীনদের জন্য জান্নাত, বাকি সব মাখলুকাত এর জন্য জান্নাত নেই কেন, আপনি সত্যি অসাধারণ একটা পোস্ট করেছেন ইসলামিক পোস্ট,, যা আমাদের জন্য একটি বাস্তব অগ্রগতি বা বার্তা। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট করার জন্য। আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit