বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসছালামুআলায়কুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু
প্রিয় সাথী বৃন্দ,
আজকে আমি আপনাদের সাথে তেলবাজি, চাটুকারিতা, মিথ্যা এবং সামনে প্রশংসা করা নিয়ে কিছু কথা শেয়ার করবো ইনশাল্লাহ।
তেলবাজি, চাটুকারিতা অযথা সামনে প্রশংসাকারী এই কাজগুলো ইসলাম ধর্ম একেবারে নিষিদ্ধ। চাটুকারিতা একটা নিন্দনীয় জঘন্য অপরাধ। যে অপরাধের কারণে আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র আজ অধঃপতনের সর্বনিম্ন স্তরে পৌছে গেছে। এমন কোন জায়গা নাই, যেখানে এই চাটুকারিঞ লোকের উপস্থিতি নেই।
source
চাটুকারিতার আবির্ভাবঃ এই তেলবাজি, চাটুকারিতা আজকে আমাদের পরিবার, সমাজ রাষ্ট্র, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন অফিস আদালতে, সম্প্রতিক সময় যে প্রাদুর্ভাব ঘটেছে তা নয়। এটি শুরু হয়েছে আদম হাওয়া সৃষ্টির কাল থেকেই। এখনো পৃথিবীতে আছে এবং ভবিষ্যতেও চাটুকারিতা,তেলবাজি শ্রেণীর লোকের উপস্থিতি থাকবেই। এরা আছে বলেই ভালো মানুষের মূল্যায়ন সহজে করা সম্ভব হয়।
তেলবাজি চাটুকারিতা করার উদ্দেশ্যঃ এই চাটুকারিতার উদ্দেশ্য হলো নিজের জায়গা, নিজের পদ, নিজের অবস্থান, বিভিন্ন পরিবেশে সেটা পরিবারের হোক, সমাজে হোক, কোন গোত্রে হোক, কোন অফিসে হোক, কোন শিক্ষাপ্রতিষ্ঠানে হোক, কোন মন্ত্রিসভায় হোক, ইত্যাদি স্থানে পাকাপোক্ত করার জন্য এবং নিজের অপকর্ম, নিজের জুলুম নির্যাতন, অর্থ আত্মসাৎ, বেশি সুবিধা ভোগ ইত্যাদি ঢাকার জন্য, আড়াল করার জন্য চালিয়ে যাওয়ার জন্য, নেতৃস্থানীয় বা প্রধানগণ বা সমাজপতি বা শাষকগনের কাছে গিয়ে চাটোকারিতা, অযথা প্রশংসা, তেলবাজি ,সত্য মিথ্যা, কথা বানিয়ে তাদের মনকে গলিয়ে পরিবেশ নিজের অনুকালে আনা। এই হলো চাটুকারিতার উদ্দেশ্য।
source
তেলবাজি চাটুকারিতার বাস্তব উদাহরণঃ পৃথিবী শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত, এমন কোন জায়গা নেই যেখানে চাটুকারিতা লোকের দেখা মেলে না। আদম (আঃ) এবং হাওয়া (আঃ) কে তৈরি করার পরে শয়তান সেখানে বিবি হাওয়া (আঃ) কে বিভিন্ন প্রশংসা, প্রলোভন, এবং চাটুকারিতা করে বিপথগামী করেছিল। এছাড়া ফেরাউনের মন্ত্রী হামান বিভিন্ন প্রকার চাটুকারিতা, তেলবাজির মাধ্যমে, সেই সময় ফেরাউনকে দিয়ে অনেক মানুষকে হত্যা, নির্যাতন, গুম, খুন করতে উৎসাহিত করেছিল এমনকি হযরত মুসা আলাইহিস সালামকে দেশ থেকে বিতাড়িত করেছিল। হামান এখানে চাটুকারিতা করার উদ্দেশ্য হলো তার মন্ত্রিত্ব ঠিক রাখার জন্য এবং তার জায়গা পাকাপোক্ত করার জন্য।
বর্তমানে অনেক দেশের প্রধানগন বিশ্ব মোড়লদের কাছে চাটুকারিতার মাধ্যমে নিজেদের ক্ষোমতা ধরে রেখেছে। এ ছাড়া আরও হাজার হাজার উদাহরণ বর্তমানে পৃথিবীতে রয়েছে।
source
চাটুকারিতার প্রভাবঃ এই শ্রেণী মানুষের প্রভাব সর্বত্র বিরাজমান। এদের কারণে পরিবারে বাবা, একজনকে বঞ্চিত করে অন্যজনকে জমি লিখে দেয়। সমাজে বিভিন্ন প্রকার প্রভাব, অপকর্ম, দুর্নীতি এদের কারণে চলতেই থাকে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, আদালত, মন্ত্রিপরিষদ, শিল্প প্রতিষ্ঠান, আয় রোজগারের যত জায়গা আছে সব জায়গায় যারা অদক্ষ, যারা অপকর্ম, অর্থ আত্মসাৎ, বেশি শ্রদ্ধাভাজন, হওয়ার জন্য তারা সেই পরিবেশে বসদের সাথে কর্তা ব্যক্তিদের সাথে চাটুকারিতা নামক জঘন্য কাজ করতে শুরু করে দেয়।
এই চাটুকারিতার প্রভাবে সেখানকার পরিবেশ নষ্ট হয়, মানুষের কাজ করার মন মানসিকতা হারিয়ে ফেলে, একটা বাজে পরিবেশে সৃষ্টি হয়, সেখানকার কাজের পরিবেশ নষ্ট হয়ে যায়। এই শ্রেণীর লোককে কেউ পছন্দ করে না। সামনে মুখ বুঝে সহ্য করলেও অন্তরে তাদের প্রতি ঘৃণা জন্মে।
source
তাই আসুন আমরা চাটুকারিতা এই জঘন্য অপরাধ এর প্রতি ঘৃণা জানাই, ধিক্কার জানাই, এবং এর জঘন্য অপরাধ থেকে নিজেকে এবং নিজের আশেপাশে যারা আছে তাদেরকে এর ভয়াবহতা সম্পর্কে অবহিত করি। আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ।
কোনো দেশকে নির্দেশ করে আপনি বিদ্বেষ মূলক অনুভূতি এভাবে উপস্থাপন করতে পারেন না। এই ধরনের লেখা থেকে নিজেকে বিরত রাখুন।
কোনো নেতিবাচক লেখা উপস্থাপন করার সময় এটা মাথায় রেখে করা উচিত যেন কোনো দেশ, ব্যক্তি এই লেখার কারণে ছোট না হয়। পাশাপাশি, খারাপ দিক থেকে উত্তোরণের বিষয় ও উল্লেখ করতে হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক আছে আপা, আমি ঐ অংশ টা ঠিক করে দিয়াছি। আপনি পরামর্শ দিয়েছেন এই জন্য আপনাকে ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তেলবাজি চাটুকারিতা অতিরিক্ত প্রশংসা করে মাথায় উঠানো এগুলো কোনটাই ভালো কথা নয়। প্রথম দিকে যে কারো মনে হতে পারে যে কেউ আমাকে প্রশংসা করছে।অথবা আমাকে
অনেক বেশি ভালো মনে করছে।নিশ্চয়ই আমি এমন। কিন্তু আদতে হয়তো সে আপনার কাছে কোন স্বার্থসিদ্ধির আশায় এরকমটা করছে। তার অন্তরের আসল উদ্দেশ্য আপনি জানেন না। এ কারণে কোন ঠকবাজের পাল্লায় আপনি পড়ে যেতে পারেন। এগুলো ইসলামের যেমন সম্পূর্ণ নিষিদ্ধ তেমনি শান্তিপূর্ণ জীবন যাপনের জন্য এগুলো বর্জনীয়।আপনি চমৎকার একটি বিষয়
উপস্থাপন করেছেন এবং এর উপরে লিখেছেন। খুব ভালো লাগলো লেখাটি পড়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সর্বপ্রথম আপনাকে অনেক ধন্যবাদ কারন আপনি আমার পোস্টটি কষ্ট করে পড়ার জন্য। আপনার প্রতি শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকে আপনি আমাদের সাথে তেলবাজি, চাটুকারিতা, মিথ্যা এবং সামনে প্রশংসা করা নিয়ে কিছু কথা শেয়ার করেছেন।,, দিন দিন তেলবাজি, চাটুকারিতা মিথ্যা,, বেড়ে চলেছে, আপনি সত্যি অসাধারণ একটা শিক্ষানীয় পোস্ট করেছেন আমরা চাটুকারিতা এই জঘন্য অপরাধ এর প্রতি ঘৃণা জানাই, ধিক্কার জানাই, এবং এর জঘন্য অপরাধ থেকে নিজেকে এবং নিজের আশেপাশে যারা আছে তাদেরকে এর ভয়াবহতা সম্পর্কে অবহিত করি।. আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি আমার পোস্টটি সুন্দরভাবে এবং কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ। আপনাকে আরো ধন্যবাদ কারন আপনি একটা সুন্দর মন্তব্য করেছেন। আপনার প্রতি শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকে আপনি আমার খুব পছন্দের একটা বিষয় নিয়ে লিখেছেন। চারপাশে চাটুকার ব্যাক্তিদের দেখা পাই। এরা নির্লজ্জের মতো নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য চাটুকারীতা করে থাকেন।নিজের প্রশংসা শুনতে সবারই ভালো লাগে যার কারনে এই মানুষগুলো তাদের স্বার্থ উদ্ধার করে নিতে সক্ষম হয়ে থাকেন।
কিন্তু যার চাটুকারিতা করে থাকেন তার সাময়িক ভালো লাগা ছাড়া আর কোন লাভই হয় না।
কারন এরা অনেকটা বিষবৃক্ষের মতোই। এদের চাটুকারিতার পরিমাণ দিন দিন বাড়তেই থাকে আরো সুবিধা পাওয়ার আশায়। কিন্তু এরা অন্য কোথাও লাভের সম্ভাবনা দেখলে রঙ পাল্টাতেও সময় নেয় না। টক্সিক এই মানুষগুলো সমাজের জন খুবই ক্ষতিকর।
এত চমৎকার একটা বিষয়বস্তু নিয়ে লেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
শুভকামনা রইলো আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একটা সুন্দর মন্তব্য করেছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কষ্ট করে পড়ার জন্য আপনাকে ধন্যবাদ সেই সাথে আপনার প্রতি শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রিয় ভাই আপনি যুতশই একটি বিষয় আজ আমাদের মাঝে উপস্থাপন করেছেন। চাটুকারিতায় আজ সবকিছুই ভরপুর। যেখানেই যাবেন দেখবেন এমন লোক বিদ্যমান যারা সব সময় অন্যের চাটুকারিতায় মগ্ন থাকে। এগুলো পরিহার করা অপরিহার্য্য।
ধন্যবাদ ভাই শিক্ষনীয় একটি বিষয় আমাদের মাঝে তুলে ধরার জন্য। ভালো থাকবেন। দোয়া রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার প্রতি শুভকামনা রইল। আপনি আমার পোস্টটি পড়ার জন্য এবং একটা সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে আবার ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তেলবাজি, চাটুকারিতা অযথা সামনে প্রশংসা করা জঘন্যতম অপরাধ । কিন্তু এটা মেনে চলে কয়জনে সবাই নিজের টাই নিয়ে পড়ে থাকলো কাকে কি বললো সেটা তারা এগুলো নিয়ে ভাবে না কাকে কটু কথা বা কাকে তেলবাজী করে চলা যায় তারা এগুলো ভাবে না তারা তাদের স্বার্থের জন্য এই সব কাজ গুলো করে থাকে ৷
যাই হোক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি শিক্ষনীয় পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সর্বপ্রথম আপনাকে ধন্যবাদ আপনি আমার পোস্টটি সুন্দরভাবে ও কষ্ট করে পড়ার জন্য এবং একটা সুন্দর মন্তব্য করেছেন। আপনার প্রতি শুভকামনা রইল। আল্লাহ হাফেজ
।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বর্তমান তোষামোদি একটা হাতিয়ার হয়ে দাড়িয়েছে।যে যত তোষামোদ করতে সক্ষম সে তার পরিকল্পনাতে সফল।বিভিন্ন অফিস, আদালত তথা রাজনীতির ময়দানে যদি খেয়াল করেন তাহলে এই জিনিসটা স্পষ্ট উপলব্ধি করতে পারবেন। এই একটা জায়গায় আমরা বেশিরভাগই হেরে যায়।আত্মসম্মান যার নাই তাকে মানুষ ভাবতে আমার ও গা গিন গিন করে! তবে আত্ম সম্মানহীন তোষামুদে শ্রেণির লোকদের কাছে হেরে যাওয়াটা এখন অভ্যাসে পরিনত হয়েছে তবে এতে বিন্দুমাত্র দুঃখ হয় না। ধন্যবাদ আপনাকে এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তেলবাজি ছাড়া আমাদের সমাজে এখন আর খাওন নেই। সত্য কথার কোন ভাত নেই। আপনি পোস্টের ভিতরে অনেক সুন্দর সুন্দর কিছু কথা উল্লেখ করেছেন যেটা পরে আমার অনেক ভালই লাগলো। আর তাই আমি আপনার পরবর্তী আকর্ষণীয় পোষ্টের জন্য অপেক্ষা করছি আশা করি খুব তাড়াতাড়ি আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit