আমাদের জীবনের আসল উদ্দেশ্য

in hive-120823 •  9 months ago  (edited)

pexels-simon-berger-1266810.jpg

source
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু।

প্রিয় সাথীবৃন্দ, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি।
আজকে আমি, আমাদের জীবনের আসল উদ্দেশ্য নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ।

উদ্দেশ্য ছাড়া কোন কিছু সৃষ্টি হয় না। মহান আল্লাহতালা এই দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছেন সবকিছুর মধ্যেই উদ্দেশ্য নিহীত রয়েছে। এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র এবং বৃহৎ থেকে বৃহৎ যাই সৃষ্টি করেছেন, সব কিছুরই সৃষ্টির মহান উদ্দেশ্য রয়েছে।

pexels-valdemar-traça-2030133.jpg
source

তেমনি ভাবে মহান আল্লাহতালা মানুষ সৃষ্টি করার পিছনে মহৎ উদ্দেশ্য নিহীত রয়েছে। মহান আল্লাহ তা'আলা কোরআনে বলেছেন যে "মানুষকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য" অন্য কোন কারণে নয় অর্থাৎ আমাদেরকে শুধু সৃষ্টি করা হয়েছে, তার আরাধনা, তার ইবাদত, তার বন্দেগী করার জন্য। এটাই মূল উদ্দেশ্য। এছাড়া অন্য কোন উদ্দেশ্য নেই।

মহান আল্লাহতালা মানুষকে শ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। আমরা সৃষ্টির সেরা জীব। একথা আল্লাহ নিজেই বলেছেন। তারপর আমরা এই সৃষ্টির সেরা জীব, কিভাবে কাজ করবে, তাও মহান আল্লাহতালা বলে দিয়েছেন।

pexels-dana-tentis-388459.jpg
source

আল্লাহ নিজেই বলেছেন, তোমাদেরকে বের করা হয়েছে, মানুষের কল্যাণের জন্য। মানুষকে ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজ হতে বিরত রাখবে। তবেই আমরা শ্রেষ্ঠ মাখলুকাতের পরিণত হতে পারব, কাজে ও কর্মে যদি আমরা মানুষকে ভালো কাজে আদেশ করি মন্দ কাজ হতে বিরত রাখি।

মহান আল্লাহতালা এই মানুষের জন্য পৃথিবীতে মানুষ বাদে যা কিছু সৃষ্টি করেছেন, সব কিছু মানুষের প্রয়োজনের জন্য সৃষ্টি করেছেন। অন্য কোন কারণে সৃষ্টি করা হয় নাই। আকাশ, বাতাস, পানি, নদনদী, খাল, বিল, ইত্যাদি যা কিছু আমরা দেখি আর না দেখি এই মাখলুকগুলোকে মহান আল্লাহতালা মানুষের সেবার জন্য সৃষ্টি করেছেন। আর মানুষকে সৃষ্টি করেছেন মহান আল্লাহ তাআলার ইবাদত ও বন্দেগির জন্য।

তাই আমাদের সর্বপ্রথম কাজ হবে, মহান আল্লাহ তাআলার হুকুম আহকাম ১০০ তে ১০০% পালন করা উচিত। মহান আল্লাহকে একক স্রষ্টা হিসেবে অন্তর দিয়ে বিশ্বাস করা। এরপর মহান আল্লাহ তাআলার যত গুণাবলী আছে সবার প্রতি ১০০ তে ১০০% বিশ্বাস আমাদের অন্তরে রাখতে হবে। একমাত্র আল্লাহ তায়ালা আমাদের পালনকর্তা, রক্ষা কর্তা, সৃষ্টিকর্তা হেফাজতকারী, রিজিক দানকারী, শেফা দানকারী, অভিভাবক, রব। আল্লাহ ছাড়া আমাদের আর কোন মাবুদ নেই।

মহান আল্লাহ তাআলার হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। কোন গাছের, কোন পাতা ঝরে পড়বে, কোন পাতা গজাবে, তাও মহান আল্লাহতালার নির্দেশমতেই হয়ে থাকে। এই বিশ্ব নভোমন্ডল সব জায়গায় একমাত্র আল্লাহর হুকুম এবং নির্দেশমতো সবকিছু পরিচালিত হচ্ছে।

আল্লাহর হুকুমের বাইরে কিছুই হয় না। আল্লাহ যদি কাউকে রক্ষা করে পৃথিবীর কোনো শক্তি নাই তাকে ধ্বংস করা আর আল্লাহ যদি কাউকে রক্ষা না করে পৃথিবীর কোন শক্তি নাই তাকে রক্ষা করা। এই বিশ্বাসগুলো অন্তরে অন্তস্থলে গেঁথে রাখতে হবে। একেই বলে ঈমান।

আমাদের দেখা হবে শুধু ঈমান এবং আমল। আমরা যদি এই পৃথিবীর বুক থেকে ঈমান আমল সংগ্রহ করে নিয়ে যেতে পারি তবে আমাদের পরপর কোন প্রকার দুঃখ কষ্ট ভোগ করতে হবে না। মহান আল্লাহ তা'আলা আমাদের প্রতি খুশি হবেন। আমাদেরকে স্বর্গের স্থান দিবেন।

সবার প্রতি উদার্ত আহ্বান জানাই আসুন আমরা পরকালীন জিন্দেগির জন্য ঈমান ও আমল সংগ্রহ করি। আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

মহান আল্লাহতালা এই দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছেন সবকিছুর মধ্যেই উদ্দেশ্য নিহত রয়েছে। এই মহাবিশ্ব ভ্রমন্ডে আল্লাহ ক্ষুদ্র থেকে ক্ষুদ্র

  • আপনার লেখা উপরোক্ত লাইনের মধ্যে আপনি নিহত শব্দটির ব্যবহার করেছেন, যার ফলে আপনার বাক্যের মানে সঠিকভাবে উপস্থাপিত হয়নি। এছাড়াও ব্রহ্মাণ্ড বানানটিও আপনি ভুল (ভ্রমন্ডে) লিখেছেন। লেখার সময় বানানের দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন

  • তাছাড়া আপনি নিশ্চয়ই জানেন, আমাদের কমিউনিটিতে তথা স্টিমিট প্ল্যাটফর্মে আপনি কেবলমাত্র কপিরাইট ফ্রি সাইট থেকে, সঠিক লিংক উল্লেখ করে ছবি ব্যবহার করতে পারবেন। তবে বিষয়টি আপনাকে অবগত করার পরেও, আপনি আপনার পোস্টে ছবিগুলো কপিরাইট ফ্রি সাইট থেকে ব্যবহার করেননি। তাই আপনার পোস্টের যথাযথ মূল্যায়ন করা সম্ভব নয়। পরবর্তীতে অবশ্যই বিষয়টির দিকে নজর দেবেন। ধন্যবাদ।

দিদি আমার পোস্টটি এডিট করেছি।

Loading...

আমাদের জীবন এর আসল উদ্দেশ্য কি হওয়া উচিত এই বিষয়টা নিয়ে আপনি খুব চমৎকার ভাবে লিখেছেন। এত সুন্দর ভাবে এই বিষয়টা তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ভালো এবং সুস্থ থাকবেন সবসময়।

Posted using SteemPro Mobile