source
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারকাতুহু।
প্রিয় সাথী বৃন্দ,
আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি সুস্থ আছি। আজকে আমি আমাদের আপন কে সে বিষয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবো। এই পোস্টে আপনাদের সকলকে স্বাগতম।
আমরা যখন এই পৃথিবীতে আগমন করি, তখন আমরা সর্বপ্রথম মায়ের মুখ দেখতে পাই। তখন আমরা মনে করি, এই মা আমার সবচেয়ে বেশি আপন এরপর বাবাকে দেখি তাকেও আমরা আপন ভাবি। এরপর আপন ভাবি নিজের স্ত্রী ও সন্তানদের। এরপর আপন ভাবি আমাদের নিকট আত্মীয় সমূহ কে। এরপর আপন ভাবি বন্ধুবান্ধব যারা আছে তাদের।
source
আসলে আমাদের আপন কে সে বিষয়কে আমরা কখনো একটু ভেবে দেখেছি? উত্তর হবে না, কখনোই আমরা এ বিষয়টি ভেবে দেখি নাই। আসলে আমরা যাদের, যাদের আপন মনে করি, আসলে তারা কেউ আমার আপন নহে। আমার একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আপন হলো আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহতালা। তিনি ছাড়া আমাদের আর কেউ আপন নয়।
মা ও বাবা কথায় পরে আসছি। স্বার্থ ছাড়া কেউ আপনাকে ভালোবাসে না। আমি যদি ঘরের মধ্যে বিছানায় মারা যায় তবে আপন জনদের মনের ভিতরে দুইটা বিষয় ঘুরপাক খেতে থাকে। একটা বিষয় হলো-লাশটাকে তাড়াতাড়ি দাফন করতে হবে। লাশটা থেকে গন্ধ না ভেসে আসে। দ্বিতীয় বিষয়টি হলো - লাশটা ফেলে যাওয়া সম্পদের হিসাব এবং ভাগাভাগি। এবার আসুন মা-বাবার ভালবাসা। যতক্ষন জীবন আছে ততক্ষন এ পৃথিবীতে আল্লাহ ছাড়া সবচাইতে বেশি ভালোবাসে, মা এরপর বাবা। তবে তাদের ভালোবাসা আল্লাহর ভালোবাসার কাছে একেবারেই নগণ্য।
মহান আল্লাহ তা'আলা আমাদেরকে এতটাই ভালোবাসেন যে তাহা বর্ণনা করে শেষ করা যাবে না। তিনি সর্বপ্রথম আমাদেরকে রুহ জগতে বাছাই করে, দয়া করে, মায়া করে, মহব্বত করে, আমাদেরকে শ্রেষ্ঠ মাখলুকাত মানুষ বানাইছেন। শুধু মানুষ বানিয়ে ক্ষান্ত হন নাই। আমাদের জন্য শ্রেষ্ঠ স্থান জান্নাত তৈরি করেছেন। এই জান্নাতের বর্ণনা করা সম্ভব নয়। তবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বর্ণনা করতে করতে এক সময় বলেছেন যে, জান্নাতে এমন কিছু নিয়ামত আল্লাহ তৈরি করে রেখেছেন, যা কোন কান কোনদিন শুনে নাই, যা কোন চক্ষু কোনদিন দেখে নাই, কোন ব্রেন তা কল্পনাও করতে পারে না। এমন কিছু নেয়ামত আল্লাহতালা জান্নাতে রেখেছেন। আর এই জান্নাত মানুষের জন্য তৈরি করা হয়েছে।
source
আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইয়াছেন এবং সমস্ত মাখলুকাতকে আমাদের সেবক হিসেবে নিয়োগ করেছেন। এরপর মরনের সময় আমাদের শয়তানের থাবা হতে বাঁচবেন। এরপর হাশরের ময়দানে, পুলসিরাত পার হওয়া সময় , জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে, এবং জান্নাতে প্রবেশ করা পযন্ত। সমস্ত জায়গায় আল্লাহ তা'আলা তার দয়া,ক্ষোমা, মেহেরবানীর দ্বারা আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন। একমাত্র তিনিই আমাদের আপনজন।
source
তাই আমাদের উচিত, মহান আল্লাহ তাআলার হুকুম আহকাম সবার আগে পালন করা এবং দুনিয়ার জিন্দেগীতে মহান আল্লাহ তালাকে চেনা এবং জানা একান্ত দরকার। আগে তার হুকুম মানা এরপর সময় থাকলে অন্য কিছু করা। আসুন আমরা আল্লাহতালাকে চিনি, মানি, জানি এবং তার হুকুমসমূহ অক্ষরে অক্ষরে পালন করি। আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ।
মহান রাব্বুল আলামিন পরম করুনাময় ও অসীম দয়ালু। তিনি জানেন তার বান্দার ফিতরাত তিনি জানেন তাঁর কোন বান্দা কি করতে পারে। তাইতো তিনি রুহের জগত থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন।পরম দয়ায় পরম করুনায় পৃথিবীতে আমাদেরকে তার ভালোবাসার মাত্র এক ভাগ আমাদের মধ্যে বিলিয়ে দিয়েছেন। বাকি ৯৯ ভাগ ভালোবাসা তিনি তাঁর ভেতরে রেখেছেন ।এই এক ভাগ ভালোবাসাতে যদি আমরা সন্তানের প্রতি, মাতা পিতার প্রতি অথবা একে অপরের প্রতি এতটা ভালবাসা অনুভব করি। তাহলে না জানি আমাদের রব আমাদের জন্য কত ভালোবাসা অনুভব করেন।
এ কারণেই তো আমরা নাফরমানী করলেও তিনি আমাদের উপরে আযাব দেন না। তিনি আমাদের নেয়ামতগুলো কেড়ে নেন না। তিনি আমাদের জন্য জান্নাত তৈরি করেছেন। জান্নাতে এমন কোন নাজ নেয়ামত নেই যা তিনি আমাদের জন্য রাখেননি।বান্দা কে এত ভালোবাসেন বলেই তিনি বান্দার জন্য সমস্ত উপহার রেখেছেন।সেজন্য আমরা শুধু তারই এবাদত করি আর তাকে সবচেয়ে বেশি ভালোবাসি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি কষ্ট করে আমার পোস্টটি করেছেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে সুন্দর একটা মন্তব্য করেছেন। মন্তব্যটা পড়ে খুব ভালো লাগলো। আপনার প্রতি শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকে আমার পোস্ট পড়ে একটা কথা মনে পড়ে গেল। ফেরেশতারা আল্লাহ তায়ালাকে প্রশ্ন করেছিল। আপনার বান্দা ঠিক মত নামাজ পড়ে না ইবাদত করে না। তাহলে আপনি কেন তার প্রতিদিনের খাবার যোগান দেন। তখন আল্লাহ তা'আলা বলেছিল, সে আমার বান্দা তার খাবার যোগান দেয় আমার দায়িত্ব। সে নিশ্চয়ই একদিন আমার কাছে ফিরে আসবে।
আমাদের বাবা-মা আমাদের কাছ থেকে দূরে। কিন্তু আল্লাহ তায়ালা আমাদের কণ্ঠনালীর খুব কাছে আমরা সবাই বলি আমাদের মা আমাদের প্রিয় হ্যাঁ এটা আমি মানি। মা আমাদেরকে খুব ভালোবাসে। কিন্তু আল্লাহ ছাড়া আপন আমাদের আর কেউ নেই। একটু স্বার্থে আঘাত লাগলে যে কোন মানুষ আমাদেরকে ছেড়ে দিতে দ্বিধাবোধ করে না। যদি পরীক্ষা করে দেখেন। তাহলে মায়ের ক্ষেত্রেও এমনটাই হবে হয়তোবা একটু দেরিতে। কিন্তু আল্লাহতালা আমাদেরকে কখনো ছেড়ে দেয় না।
আপন বলে যদি এই পৃথিবীতে কেউ থেকে থাকে তিনি হচ্ছেন আল্লাহতালা। তিনি আমাদেরকে সবসময় নিজের ছায়াতলে রাখার চেষ্টা করেন। এবং সব সময় তার ইবাদত করার জন্য বলে থাকেন।একটা কথাই বলেন আমরা যেন শুধু তার ইবাদত করি, তিনি আমাদের বাকি সবকিছুর দায়িত্ব নিয়ে নেবেন। চমৎকার টপিক আলোচনা করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার প্রতি শুভকামনা রইল। আপনাকে অনেক ধন্যবাদ কারণ সুন্দর একটি মন্তব্য করার জন্য। আপনি মন্তব্যের মতো অনেক সুন্দর সুন্দর কথা উপস্থাপন করেছেন। যা পড়ে অনেক ভালো লাগলো। আল্লাহ হাফেজ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পোস্ট টা ইসলামিক পোস্ট, আমাদের সৃষ্টি কর্তা যিনি আমাদের সৃষ্টি করেছেন। আমরা তার অনুগত হয়ে চলি,, কিন্তু আমরা এমন হতভাগা জাতি,, মানব জাতি,, যিনি আমাদের সৃষ্টি করেছেন,, তাকে সরণ করা তো দূরে কথা আমরা সব সময় পাপে লিপ্ত হয়ে যাচ্ছি,, আল্লাহ আমাদের হেদায়েত দান করুক আমিন,, তাই আমাদের হাজারো ব্যস্তার ভিতর মহান আল্লাহতার হুকুম মেনে চলা তার এবং দুনিয়ার জিন্দেগীতে মহান আল্লাহ তালাকে চেনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ, শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সর্বপ্রথম আপনাকে অনেক ধন্যবাদ কারন আপনি অনেক কষ্ট করে আমার পোস্টটি পড়েছেন। সেই সাথে একটা সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে আবার ধন্যবাদ। আপনার প্রতি শুভকামনা রইল আল্লাহ হাফেজ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যদিও আমরা পিতা মাতার মাধ্যমে এবং সৃষ্টিকর্তার ইচ্ছায় এই পৃথিবীতে এসেছি তবে তারপরেও পিতা মাতার থেকেও এই ইহকাল এবং পরকালের জীবনকে সমন্বয় করলে একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া আমাদের আপন বলতে আর কেউ নেই।
তবে আপনি যদি এই পৃথিবীতে আপন খোঁজেন তাহলে একমাত্র পিতা-মাতা আপনার আপন। অর্থাৎ পরকালের জীবন এবং ইহকালের জীবন সমন্বয় করলে সৃষ্টিকর্তা এবং পৃথিবীতে যদি আপনি আপন খোঁজেন তাহলে পিতা মাতায় আপনার আপন।
তবে বাস্তব ধর্মীতে আমাদের আপন বলতে একমাত্র আমাদের সৃষ্টিকর্তা। পৃথিবীতে পিতা মাতার মাধ্যমে আমাদের এই পৃথিবীতে পাঠানো হয়েছে শুধুমাত্র সৃষ্টিকর্তার।
বাস্তবধর্মী একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের আপন সৃষ্টিকর্তার পরে মায়ের থেকে আর কেউই বেশি হয় না। আর তার প্রমান আমরা সবসময় পেয়ে থাকি। ভালো অনেকই বাসে? যতক্ষণ স্বার্থ আছে কিন্তু স্বার্থ ফুরালি সবাই পর হয়ে যায়। আমাদের সাথে এতো উপকারী একটি পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার পোস্ট টি পড়ে অনেক ভালো লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit