মানুষকে আশরাফুল মাখলুকাত অর্থাৎ সৃষ্টির সেরা জীব নির্বাচিত করেছেন। তাই বলে আমরা সৃষ্টির সেরা জীব হয়ে যাব না। আমরা যখন সৃষ্টির সেরা জীবের যে কাজ, সে কাজ যদি করি, তাহলে আমরা সৃষ্টির সেরা জীব হিসেবে পরিগণিত হব। এ ব্যাপারে মহান আল্লাহ তায়ালা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য, মানুষকে ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজে নিষেধ করবে। অর্থাৎ দাওয়াতের কাজ। এছাড়াও নবীর হাদিসে বলা হয়েছে, তোমরা যদি একটি আয়াত বা হাদীসও জানো তা অন্যের নিকট পৌঁছাও। অতএব যখন আমি এই কাজ পরিপূর্ণভাবে করতে পারব, তখনই আমি শ্রেষ্ঠ মাখলুকাতের কাতারে দাঁড়াতে পারবো।
আপনি সুন্দর একটা পোস্ট লিখেছেন, যা পড়ে অনেক ভালো লাগলো। আপনার প্রতি শুভকামনা দোয়া রইল। আপনাকে শ্রেষ্ঠ মাখলুকের কাজগুলো করার তৌফিক দান করুক আমিন।