আপনি অনেক সুন্দর এবং বাস্তবধর্মী লেখনি লিখেছেন। মানুষ মরণশীল আমাদেরকে একদিন অবশ্যই মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে অর্থাৎ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর পর আমাদেরকে মহান আল্লাহ তায়ালার সামনে দাঁড়াতে হবে হিসাব দিতে হবে। তাই আমাদের মৃত্যুর আগেই ঈমান আমল সংগ্রহ করে নিয়ে যেতে হবে। আপনি আপনার পোস্টে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি গুরুত্ব দিতে বলেছেন যেমন ঃবার্ধক্য আসার পূর্বে যৌবনকে,পীড়িত হওয়ার পূর্বে সুস্থতাকে,দারিদ্রতার পূর্বে সচ্ছলতা কে,ব্যস্ততার পূর্বে অবসর সময়কে এবং
মৃত্যুর পূর্বে জীবনকে। এগুলো চির সত্য কথা।
আপনার প্রতি শুভকামনা ও দোয়া রইল।