অহংকারী কে সৃষ্টিকর্তা ও পছন্দ করো না।

in hive-120823 •  2 years ago 

অহংকার পতনের মূল এই কথাটি সাথে আমরা কম বেশি সবাই পরিচিত আছে তবে এই কথাটির গুরুত্ব কতটুকু এটাকে আমরা কখনো কেউ ভেবে দেখেছে।

man-gc9f0acde2_1920.jpg
Source
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমি অনেক ভালো এবং সুস্থ আছি আর আমি সর্বদা সৃষ্টিকর্তার নিকট আমার সকল বন্ধুদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে থাকি।

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZtXBBbvSyg7mut1UXDfs91vJBbjvRWniW7kqxJWyzxfBiUR15zUSmmBJcNfGq...Ht8czzm6jLNcmNtMkNuxeE5xo5FKhn5DnuuFdfkq2wphJBzn6uYhdjew5P7pwCM7VPtqmNoQVoYkW2xtVYjifJoGycfqmd9y9Zff2tuL2jeDL6dBfTNggmVj8i (1).png

বন্ধুরা বরাবরের মতো আজ আবার আমি আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লক নিয়ে হাজির হলাম আবার আজকের ব্লকের মূল বিষয়বস্তু হলো অহংকারকারি যে অহংকার করে তার সর্বশেষ পরিণতি কি হতে পারে এবং অহংকার মানুষের জীবনে কি প্রভাবিত ফেলে সে সম্পর্কে কিছু কথা আপনাদের মাঝে বলতে চাই।

couple-g636828b24_1920.jpg
Source
অহংকার শব্দটা শুনতে যেন কেমন নিজের কাছে খারাপ লাগে শব্দটা দেখতে অনেকটা ছোট তবে এটার অর্থ বা তাৎপর্য য় অনেক বেশি মানুষ যে কোন কোন কিছুর মোহ মায়ায় যখন পড়ে তখনই তার ভিতরে অহংকার সৃষ্টি হয়ে যায় সেটা সে তার প্রতিবেশী বা বন্ধু বা তার পরিবার পরিজনের সাথেও করে বসে তবে ওই সময় সে বুঝতে পারে না যে আসলে সে যে কাজগুলো করছে এটা তার জীবনের জন্য বা তার পারিপার্শ্বিক জীবনের জন্য কতটা খারাপ প্রভাবিত করছে।

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZtXBBbvSyg7mut1UXDfs91vJBbjvRWniW7kqxJWyzxfBiUR15zUSmmBJcNfGq...Ht8czzm6jLNcmNtMkNuxeE5xo5FKhn5DnuuFdfkq2wphJBzn6uYhdjew5P7pwCM7VPtqmNoQVoYkW2xtVYjifJoGycfqmd9y9Zff2tuL2jeDL6dBfTNggmVj8i (1).png
অহংকার কারী কে সৃষ্টিকর্তা পছন্দ করে না কারণ অহংকার কারী যখন অহংকার করে সে তখন নিজেকে অনেক বড় মাপের মানুষ হিসেবে গণ্য করে আর তার আশপাশে যে জনবসতি গুলো আছে বা মানুষজন আছে তাদেরকে সে মানুষই মনে করার চেষ্টা করে না এজন্য সৃষ্টিকর্তা এমন মন মানসিকতা ধারী মানুষকে কখনো পছন্দ করেনা সৃষ্টিকর্তা সর্বদা বলে থাকে যে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ আর সবাই সমনের নাই চলাফেরা করো।

qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZgaQoCtGeKVqRDUGfrmTXsfxHraVeGpEUQ6HjQHG9igTSfqGMVa6WEJmNoG7kyP96MeJqwySjh1g.png
অনেকে হয়তো আমার কথাগুলো শুনে একমত হবে না বা মতবষণ হবে না কারণ এই পৃথিবীতে সবার মন মানসিকতা সৃষ্টিকর্তা এক দেইনি যার ফলে মতো ভেদাভেদ অবশ্যই থাকবে তবে আমরা সর্বদা চেষ্টা করব যে কোন মানুষের প্রতি যেন আমরা অন্যায় অত্যাচার অহংকার না করে।

man-g125066fcb_1920.jpg
Source
অনেকে হয়তো আমার কথা শুনে ভাবতে পারে যে অন্যায় অত্যাচারের সাথে অহংকারের কি সম্পর্ক আছে অবশ্যই আছে আপনি যখন অহংকার করেন তখন অবশ্যই আপনি দিনমজুরি খেটে খাওয়া মানুষ তাদেরকে মানুষ বলে মনে করার প্রশ্নই মনে করেন না এজন্য তাদের প্রতি অন্যায় অত্যাচার জুলুম করে যায় আসলে এগুলো করা উচিত না পরিশ্রমের পরে তার পরিবারের মুখে আহার যোগায় তার প্রতি আপনি জুলুম করবেন না এগুলো করা।

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZtXBBbvSyg7mut1UXDfs91vJBbjvRWniW7kqxJWyzxfBiUR15zUSmmBJcNfGq...Ht8czzm6jLNcmNtMkNuxeE5xo5FKhn5DnuuFdfkq2wphJBzn6uYhdjew5P7pwCM7VPtqmNoQVoYkW2xtVYjifJoGycfqmd9y9Zff2tuL2jeDL6dBfTNggmVj8i (1).png

বর্তমান সমাজে অহরহ আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মস্থানে প্রতিটা ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে মানুষ মানুষের উপর অহংকার বা অন্যায় অত্যাচার চালিয়ে যাচ্ছে কিন্তু হয়তোবা সে মুখ ফুটে কথাটা প্রকাশ করতে পারছে না আসলে এগুলো করা উচিত না এগুলো থেকে আমরা বিরত থাকবো।

qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZgaQoCtGeKVqRDUGfrmTXsfxHraVeGpEUQ6HjQHG9igTSfqGMVa6WEJmNoG7kyP96MeJqwySjh1g.png
অহংকার করতে করতে মানুষ এমন একটা পরিবেশ এসে যায় যে তার পরিবার এমনকি তার পিতা মাতা থাকে ঘৃণা করতে থাকে আপনি যখন অহংকারী হয়ে যাবেন তখন কে আপনার বাবা কে আপনার মা আপনি তাদেরকেও চিনতে পারবেন না তাদের সাথে খুবই খারাপ আচরণ করে বলবেন কারণ আপনি অহংকারের মোহ মায়ায় পড়ে গেছেন আপনার চোখ অন্ধ হয়ে গেছে কোনটা ভালো কোনটা মন্দ এটা বোঝার ক্ষমতা সত্যি আপনি হারিয়ে ফেলেছেন এক কথা বলতে গেলে যে আপনার মনের চোখ বন্ধ হয়ে গেছে যার ফলে আপনি অর্থ ও পদ উন্নয়তের অহংকারে আপনি কাউকে মানুষ হিসেবে দেখছেন না।

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZtXBBbvSyg7mut1UXDfs91vJBbjvRWniW7kqxJWyzxfBiUR15zUSmmBJcNfGq...Ht8czzm6jLNcmNtMkNuxeE5xo5FKhn5DnuuFdfkq2wphJBzn6uYhdjew5P7pwCM7VPtqmNoQVoYkW2xtVYjifJoGycfqmd9y9Zff2tuL2jeDL6dBfTNggmVj8i (1).png
আমরা সচরাচর দেখতে পাই যে যখন কোন মানুষ একটা ভালো চাকরি পায় হঠাৎ করে তার আচার-আচরণ চলন-বরণ ভাবভঙ্গের সবকিছু পরিবর্তন হয়ে যায় সেজন্য মনে করে যে আমি মাটি দিয়ে হাঁটছে না আমি উপরে আকাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছি আসলে এগুলো করা অহংকারী।

qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZgaQoCtGeKVqRDUGfrmTXsfxHraVeGpEUQ6HjQHG9igTSfqGMVa6WEJmNoG7kyP96MeJqwySjh1g.png
অনেকে যখন তার আর্থিক পদোন্নতি হয় বা অর্থাৎ দিক থেকে অর্থ স্বাবলম্বী হয়ে যায় তখন সে তার আশপাশের গরিব দুঃখী মানুষের প্রতি অন্যায় অত্যাচার করে তাদেরকে সে মানুষ হিসেবে গণ্য করে না। তারও আচার-আচরণ অনেক পরিবর্তন হয়ে যায় আসলে অর্থ আজ আপনার কাছে আছে হয়তোবা কাল তার কাছে অর্থ যেতে পারে আপনি যে ব্যাপারটা আছে তার সাথে করতেছেন গতকাল যদি সে আপনার সাথে এই ব্যবহার স্বরূপ করে তাহলে আপনার মনে কতটা খারাপ লাগবে কারো মনে কষ্ট দিয়ে নিজে কখনো সুখে থাকা যায় না।

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZtXBBbvSyg7mut1UXDfs91vJBbjvRWniW7kqxJWyzxfBiUR15zUSmmBJcNfGq...Ht8czzm6jLNcmNtMkNuxeE5xo5FKhn5DnuuFdfkq2wphJBzn6uYhdjew5P7pwCM7VPtqmNoQVoYkW2xtVYjifJoGycfqmd9y9Zff2tuL2jeDL6dBfTNggmVj8i (1).png
সর্বশেষ আমি একটা কথাই বলবো যে আমরা সবাই মানুষ মানুষ মাত্রই ভুল করতে পারে হয়তোবা জেনে না জেনে এই পৃথিবীর ভালোবাসা মোহোমায় পড়ে আমরা যদি কখনো কেউ এত জঘন্যতম অন্যায় করে থেকে থাকে তাহলে আমরা যাদের উপর এই অন্যায় অত্যাচারগুলো করেছে তাদের কাছে আমরা মাফ চেয়ে ভালো হয়ে যাব আর সব শেষে একটা কথা বলব যে এই কাজগুলো করে কেউ কখনো সুখী হতে পারে না।

qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZgaQoCtGeKVqRDUGfrmTXsfxHraVeGpEUQ6HjQHG9igTSfqGMVa6WEJmNoG7kyP96MeJqwySjh1g.png

আজি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।

20230216_214043.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি ঠিকই বলেছেন অহংকার খুবই খারাপ একটা জিনিস। আমরা আমাদের সমাজের লক্ষ্য করেছি। সেই মানুষগুলোই বেশি অহংকার করে। যাদের একটু টাকা পয়সা আছে। তারা গরিবের সাথে এমন ভাবে কথা বলে, যেন গরিব কোন মানুষ নয়।

অহংকার কথাটি যদিও ছোট,তবে এর তাৎপর্য অনেক বড়।হয়তোবা আমি আপনার পোষ্টের চেয়েও অনেক বড় কমেন্টস করতে পারব। কিন্তু অহংকার শব্দের তাৎপর্য বলে শেষ করতে পারবো না।

আপনি বা আমি যেখানেই বসবাস করি না কেন। আমাদের প্রত্যেকেরই উচিত নিজেদের মনকে সবসময় শান্ত রাখা। আপনার কাছে কোটি কোটি টাকা থাকতে পারে। তাই বলে কি আপনি অহংকার করবেন।আপনি চোখ বন্ধ করে একটু চিন্তা করুন তো। আপনি যদি সকালে মারা যান, বিকেলে আপনাকে সবাই নিয়ে মাটি দিয়ে আসবে।আপনার টাকা পয়সা ধন-সম্পত্তি সবকিছুই। এই পৃথিবীতে থেকে যাবে, কোন কিছুই আপনার সাথে যাবে না।

  • পরিশেষে একটা কথাই বলব, অহংকার করবেন না অহংকার পতনের মূল। কেউ কিছু মনে করবেন না আমি কাউকে উদ্দেশ্য করে এ কথাটা বলিনি।

আপনাকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর একটা বিষয়ে বিস্তারিত একটা পোস্ট আমাদের মাঝে উপহার দেয়ার জন্য।

আপু আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমার গল্পটি খুবই মনোযোগ সহকারে পড়েছেন তা না হলে এত ভালো একটি মন্তব্য এখানে প্রকাশ করতে পারতেন না

অহংকার করে কি হবে আমরা এই পৃথিবীর দুই দিনের অতিথি এবং সব সময় একটি কথা মনে রাখতে হবে।

নিজের জন্য কো কাটলে সেই কোতে নিজেকেই পড়তে হয়।

ধন্যবাদ ভাইয়া আপনি আমাদের মাঝে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনার কথাগুলো শুনে অনেক ভালো লাগলো।

আসলে এই বিষয়টা কয়জন বোঝে সবাই মনে করে যে হয়তোবা এই পৃথিবীটা চিরস্থায় যার ফলে তারা মানুষের সাথে অহংকার ও খুবই খারাপ আচরণ করে
আপনাকে অনেক ধন্যবাদ যে আপনার মতামত আমাদের মাঝে শেয়ার করার জন্য এবং আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার পোস্টটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ

অহংকার জীবনকে ধংশ করে দেয় ৷ প্রথমেই বলবো আপনার লেখা এতো সুন্দর একটি পোস্ট যা দেখে অনেক ভালো লাগলো ৷ প্রতিটি লাইন ছিল অসাধারণ ৷

এটা সত্যি যে পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ ৷ কারন মানুষের মধ্যে বোঝার ক্ষমতা দিয়েছ ৷ তারপরেও আমরা মানুষ বঝি না ৷ কেন কিসের জন্য এতো অহংকার করি ৷

তবে সর্বোপরি একটা কথা সবার মনে রাখতে ৷ আমরা এই পৃথিবীর বুকে কয়েক দিনের জন্য আসা যাওয়া ৷ তাই দিনশেষে মানুষকে ভালোবাসা ভীষন ভীষন দরকার ৷

আসলে বাস্তব ভাই এই কথাগুলো কয়জন মানুষ বোঝে হয়তোবা আমরাও মনের অজান্তে কখনো কখনো মানুষের সাথে অহংকার করে বসে কিনা সেটা আমরা নিজের থেকে বলতে পারব না তবে যদি কারো কাছে এমন আচরণ আমরা করে থাকে তাহলে তাদের প্রতি আমরা ক্ষমা চাইবো

আপনাকে অনেক ধন্যবাদ আপনি আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার পোস্টটি পরিদর্শন করেছেন এজন্য আমি আন্তরিকভাবে আপনাকে ধন্যবাদ জানাই

Loading...