অহংকার পতনের মূল এই কথাটি সাথে আমরা কম বেশি সবাই পরিচিত আছে তবে এই কথাটির গুরুত্ব কতটুকু এটাকে আমরা কখনো কেউ ভেবে দেখেছে।
Source
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমি অনেক ভালো এবং সুস্থ আছি আর আমি সর্বদা সৃষ্টিকর্তার নিকট আমার সকল বন্ধুদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে থাকি।
বন্ধুরা বরাবরের মতো আজ আবার আমি আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লক নিয়ে হাজির হলাম আবার আজকের ব্লকের মূল বিষয়বস্তু হলো অহংকারকারি যে অহংকার করে তার সর্বশেষ পরিণতি কি হতে পারে এবং অহংকার মানুষের জীবনে কি প্রভাবিত ফেলে সে সম্পর্কে কিছু কথা আপনাদের মাঝে বলতে চাই।
Source
অহংকার শব্দটা শুনতে যেন কেমন নিজের কাছে খারাপ লাগে শব্দটা দেখতে অনেকটা ছোট তবে এটার অর্থ বা তাৎপর্য য় অনেক বেশি মানুষ যে কোন কোন কিছুর মোহ মায়ায় যখন পড়ে তখনই তার ভিতরে অহংকার সৃষ্টি হয়ে যায় সেটা সে তার প্রতিবেশী বা বন্ধু বা তার পরিবার পরিজনের সাথেও করে বসে তবে ওই সময় সে বুঝতে পারে না যে আসলে সে যে কাজগুলো করছে এটা তার জীবনের জন্য বা তার পারিপার্শ্বিক জীবনের জন্য কতটা খারাপ প্রভাবিত করছে।
অহংকার কারী কে সৃষ্টিকর্তা পছন্দ করে না কারণ অহংকার কারী যখন অহংকার করে সে তখন নিজেকে অনেক বড় মাপের মানুষ হিসেবে গণ্য করে আর তার আশপাশে যে জনবসতি গুলো আছে বা মানুষজন আছে তাদেরকে সে মানুষই মনে করার চেষ্টা করে না এজন্য সৃষ্টিকর্তা এমন মন মানসিকতা ধারী মানুষকে কখনো পছন্দ করেনা সৃষ্টিকর্তা সর্বদা বলে থাকে যে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ আর সবাই সমনের নাই চলাফেরা করো।
অনেকে হয়তো আমার কথাগুলো শুনে একমত হবে না বা মতবষণ হবে না কারণ এই পৃথিবীতে সবার মন মানসিকতা সৃষ্টিকর্তা এক দেইনি যার ফলে মতো ভেদাভেদ অবশ্যই থাকবে তবে আমরা সর্বদা চেষ্টা করব যে কোন মানুষের প্রতি যেন আমরা অন্যায় অত্যাচার অহংকার না করে।
Source
অনেকে হয়তো আমার কথা শুনে ভাবতে পারে যে অন্যায় অত্যাচারের সাথে অহংকারের কি সম্পর্ক আছে অবশ্যই আছে আপনি যখন অহংকার করেন তখন অবশ্যই আপনি দিনমজুরি খেটে খাওয়া মানুষ তাদেরকে মানুষ বলে মনে করার প্রশ্নই মনে করেন না এজন্য তাদের প্রতি অন্যায় অত্যাচার জুলুম করে যায় আসলে এগুলো করা উচিত না পরিশ্রমের পরে তার পরিবারের মুখে আহার যোগায় তার প্রতি আপনি জুলুম করবেন না এগুলো করা।
বর্তমান সমাজে অহরহ আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মস্থানে প্রতিটা ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে মানুষ মানুষের উপর অহংকার বা অন্যায় অত্যাচার চালিয়ে যাচ্ছে কিন্তু হয়তোবা সে মুখ ফুটে কথাটা প্রকাশ করতে পারছে না আসলে এগুলো করা উচিত না এগুলো থেকে আমরা বিরত থাকবো।
অহংকার করতে করতে মানুষ এমন একটা পরিবেশ এসে যায় যে তার পরিবার এমনকি তার পিতা মাতা থাকে ঘৃণা করতে থাকে আপনি যখন অহংকারী হয়ে যাবেন তখন কে আপনার বাবা কে আপনার মা আপনি তাদেরকেও চিনতে পারবেন না তাদের সাথে খুবই খারাপ আচরণ করে বলবেন কারণ আপনি অহংকারের মোহ মায়ায় পড়ে গেছেন আপনার চোখ অন্ধ হয়ে গেছে কোনটা ভালো কোনটা মন্দ এটা বোঝার ক্ষমতা সত্যি আপনি হারিয়ে ফেলেছেন এক কথা বলতে গেলে যে আপনার মনের চোখ বন্ধ হয়ে গেছে যার ফলে আপনি অর্থ ও পদ উন্নয়তের অহংকারে আপনি কাউকে মানুষ হিসেবে দেখছেন না।
আমরা সচরাচর দেখতে পাই যে যখন কোন মানুষ একটা ভালো চাকরি পায় হঠাৎ করে তার আচার-আচরণ চলন-বরণ ভাবভঙ্গের সবকিছু পরিবর্তন হয়ে যায় সেজন্য মনে করে যে আমি মাটি দিয়ে হাঁটছে না আমি উপরে আকাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছি আসলে এগুলো করা অহংকারী।
অনেকে যখন তার আর্থিক পদোন্নতি হয় বা অর্থাৎ দিক থেকে অর্থ স্বাবলম্বী হয়ে যায় তখন সে তার আশপাশের গরিব দুঃখী মানুষের প্রতি অন্যায় অত্যাচার করে তাদেরকে সে মানুষ হিসেবে গণ্য করে না। তারও আচার-আচরণ অনেক পরিবর্তন হয়ে যায় আসলে অর্থ আজ আপনার কাছে আছে হয়তোবা কাল তার কাছে অর্থ যেতে পারে আপনি যে ব্যাপারটা আছে তার সাথে করতেছেন গতকাল যদি সে আপনার সাথে এই ব্যবহার স্বরূপ করে তাহলে আপনার মনে কতটা খারাপ লাগবে কারো মনে কষ্ট দিয়ে নিজে কখনো সুখে থাকা যায় না।
সর্বশেষ আমি একটা কথাই বলবো যে আমরা সবাই মানুষ মানুষ মাত্রই ভুল করতে পারে হয়তোবা জেনে না জেনে এই পৃথিবীর ভালোবাসা মোহোমায় পড়ে আমরা যদি কখনো কেউ এত জঘন্যতম অন্যায় করে থেকে থাকে তাহলে আমরা যাদের উপর এই অন্যায় অত্যাচারগুলো করেছে তাদের কাছে আমরা মাফ চেয়ে ভালো হয়ে যাব আর সব শেষে একটা কথা বলব যে এই কাজগুলো করে কেউ কখনো সুখী হতে পারে না।
আজি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।
আপনি ঠিকই বলেছেন অহংকার খুবই খারাপ একটা জিনিস। আমরা আমাদের সমাজের লক্ষ্য করেছি। সেই মানুষগুলোই বেশি অহংকার করে। যাদের একটু টাকা পয়সা আছে। তারা গরিবের সাথে এমন ভাবে কথা বলে, যেন গরিব কোন মানুষ নয়।
অহংকার কথাটি যদিও ছোট,তবে এর তাৎপর্য অনেক বড়।হয়তোবা আমি আপনার পোষ্টের চেয়েও অনেক বড় কমেন্টস করতে পারব। কিন্তু অহংকার শব্দের তাৎপর্য বলে শেষ করতে পারবো না।
আপনি বা আমি যেখানেই বসবাস করি না কেন। আমাদের প্রত্যেকেরই উচিত নিজেদের মনকে সবসময় শান্ত রাখা। আপনার কাছে কোটি কোটি টাকা থাকতে পারে। তাই বলে কি আপনি অহংকার করবেন।আপনি চোখ বন্ধ করে একটু চিন্তা করুন তো। আপনি যদি সকালে মারা যান, বিকেলে আপনাকে সবাই নিয়ে মাটি দিয়ে আসবে।আপনার টাকা পয়সা ধন-সম্পত্তি সবকিছুই। এই পৃথিবীতে থেকে যাবে, কোন কিছুই আপনার সাথে যাবে না।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর একটা বিষয়ে বিস্তারিত একটা পোস্ট আমাদের মাঝে উপহার দেয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমার গল্পটি খুবই মনোযোগ সহকারে পড়েছেন তা না হলে এত ভালো একটি মন্তব্য এখানে প্রকাশ করতে পারতেন না
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অহংকার করে কি হবে আমরা এই পৃথিবীর দুই দিনের অতিথি এবং সব সময় একটি কথা মনে রাখতে হবে।
নিজের জন্য কো কাটলে সেই কোতে নিজেকেই পড়তে হয়।
ধন্যবাদ ভাইয়া আপনি আমাদের মাঝে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনার কথাগুলো শুনে অনেক ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে এই বিষয়টা কয়জন বোঝে সবাই মনে করে যে হয়তোবা এই পৃথিবীটা চিরস্থায় যার ফলে তারা মানুষের সাথে অহংকার ও খুবই খারাপ আচরণ করে
আপনাকে অনেক ধন্যবাদ যে আপনার মতামত আমাদের মাঝে শেয়ার করার জন্য এবং আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার পোস্টটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অহংকার জীবনকে ধংশ করে দেয় ৷ প্রথমেই বলবো আপনার লেখা এতো সুন্দর একটি পোস্ট যা দেখে অনেক ভালো লাগলো ৷ প্রতিটি লাইন ছিল অসাধারণ ৷
এটা সত্যি যে পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ ৷ কারন মানুষের মধ্যে বোঝার ক্ষমতা দিয়েছ ৷ তারপরেও আমরা মানুষ বঝি না ৷ কেন কিসের জন্য এতো অহংকার করি ৷
তবে সর্বোপরি একটা কথা সবার মনে রাখতে ৷ আমরা এই পৃথিবীর বুকে কয়েক দিনের জন্য আসা যাওয়া ৷ তাই দিনশেষে মানুষকে ভালোবাসা ভীষন ভীষন দরকার ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে বাস্তব ভাই এই কথাগুলো কয়জন মানুষ বোঝে হয়তোবা আমরাও মনের অজান্তে কখনো কখনো মানুষের সাথে অহংকার করে বসে কিনা সেটা আমরা নিজের থেকে বলতে পারব না তবে যদি কারো কাছে এমন আচরণ আমরা করে থাকে তাহলে তাদের প্রতি আমরা ক্ষমা চাইবো
আপনাকে অনেক ধন্যবাদ আপনি আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার পোস্টটি পরিদর্শন করেছেন এজন্য আমি আন্তরিকভাবে আপনাকে ধন্যবাদ জানাই
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit