![]() |
---|
বিভিন্ন মানুষ বিভিন্ন বিষয়ের উপর প্রতিযোগীর বিষয়বস্তু ধারণ করে তবে আপনি প্রতিনিয়ত বাস্তব জীবন ও মানুষের জীবনযাত্রা বা জীবন ব্যবস্থার উপর ভিত্তি করে প্রতিযোগিতার ব্যবস্থা রাখেন এজন্য আপনাকে বা আপনার চিন্তাধারাকে আমি সর্বদা সম্মান জানায়।
|
---|
✅Do you support early-age marriages? Share your opinion!
Pexels:
যার ভেতরে সাধারণ জ্ঞান আছে সে ব্যক্তি কখনো বাল্যবিহার সমর্থন করবে না আমি ব্যক্তিগতভাবে বাল্যবিবাহ সমর্থন করি না বাল্যবিহার ফলে কতটা সমস্যার সম্মুখীন হতে হয় ওই মেয়ে বা ওই ছেলের এটাকে আমরা কখনো কেউ ভেবে দেখেছে একটা মেয়েকে যখন অল্প বয়সে বিয়ে দেওয়া হয় আমার মনে হয় ওই মেয়েটাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয় আর ওই ভালো অবস্থায় মেয়েটি যখন বাচ্চা ধারণ করতে যায় তখনই ওই মেয়েটা মৃত্যুর সম্মুখে হতে হয় অনেক সময় এজন্য এই দিক থেকে আমাদেরকে সতর্ক হতে হবে।
অনেক পিতা মাতা বলে আমার সামর্থ্য নেই এজন্য আমরা মেয়েটিকে অল্প বয়সে বিয়ে দিয়েছে তবে ওই পিতা-মাতাকে কখনো একবারও মনে করে যে এই মেয়েটির কতটা সমস্যার মুখে ঠেলে দেওয়া হচ্ছে আমি যদি ভুল না হয় তাহলে বর্তমানে বিবাহ বিচ্ছেদের যে দিকটা বৃদ্ধি পাচ্ছে আমার মনে হয় এই ভালো ব্যবহার প্রতিফলন হিসেবে এখানে গুরুত্ব রাখে কারণ অল্প বয়সে একটা ছেলে বা মেয়েকে যখন আপনি বিয়ে দিয়েছেন তারা সংসার হিসাবে বা সংসার নিয়ে কতটুকু জ্ঞান সংরক্ষণ করে রেখেছে তারা কিভাবে তাদের সাংসারিক জীবন বাস্তবায়ন করবে আসলে সংসার কি এটাই তো তারা এখনো পর্যন্ত জানে না।
বাংলাদেশের আইন অনুযায়ী অবশ্যই একটা ছেলে বা মেয়ের বিয়ের জন্য নির্ধারিত বয়সের উল্লেখ করা আছে আমার মনে হয় সেই বয়সটা পর্যন্ত অপেক্ষা করা উচিত বাংলাদেশ সংবিধান অনুযায়ী এটা দণ্ডনীয় অপরাধ তাহলে আপনারা কিসের জন্য দেশের আইন লঙ্ঘন করে বা সমাজের চোখ ফাঁকি দিয়ে আপনার সন্তানকে কেন যুগের মুখে ফেলে দেন এগুলো থেকে সচেতন হয় আমরা।
✅Before thinking of marriage, which points should parents keep in their mind? And how we can reduce child trafficking!
Pexels:
প্রতিটা অভিভাবকের দায়িত্ব তার সন্তানকে বিয়ে দেওয়ার আগে সব বিষয়ের উপর খেয়াল রাখা যেমন আপনার সন্তান এখন সংসার করতে পারবে কিনা আসলে আপনার সন্তানের সংসার করার মত মন মানসিকতা হয়ে উঠেছে কিনা শুধু কি তাই ছোট থেকে আপনার সন্তানকে আপনি দায়িত্ব সম্মান শিক্ষা আর ব্যবহার এই বিষয়গুলো র গুরুত্ব সম্পর্কে সজাগ করুন কারণ সেটা ছেলে হোক বা মেয়ে হোক সংসার করার জন্য প্রতিটা মানুষেরই এই বিষয়গুলোর প্রয়োজন আছে।
শুধু কি তাই বর্তমান সময়ে আরো একটা বিষয় খুবই ভয়ঙ্কর রূপ ধারণ করে উঠেছে সেটা হল শিশু পাচার আসলেই এই জঘন্যতম অপরাধ থেকে আমাদের দেশ ও সমাজকে কিভাবে রক্ষা করতে হবে এটা নিয়ে যখন চিন্তা করি তখন মানসিকভাবে নিজেই অসুস্থ হয়ে পড়ে যে আসলে আমরা কোন সভ্য সমাজে বসবাস করে যে এই সভ্য মানুষগুলো এতটা জঘন্যতম অপরাধের সাথে জড়িত আছে এবং এই অন্যায়গুলো পরিচালনা করে।
আমরা কি কখনো ভেবে দেখেছি যে আমাদের অনাগত সন্তান বা শীর্ষ সে কতটুকু নিরাপদ অবস্থানে আছে ঘর থেকে বাহির হয় কষ্টকর আপনার সন্তানকে আপনি স্কুলে পাঠাচ্ছেন স্কুল থেকে যে আপনার সন্তান ভালোভাবে বাসায় ফিরে আসবে কতটুকু নিশ্চয়তা আছে মনের ভিতরে ভয় রেখে সন্তানকে লেখাপড়া করানো লাগে আসলে জঘন্যতম অপরাধ।
আপনার সন্তানকে আপনি আপনার নিজ দায়িত্বে স্কুলে রেখে আসেন এবং প্রতিনিয়ত আপনার সন্তানকে আপনার সজাগ রাখেন যে কোন অপরিচিত ব্যক্তির সাথে যেন কখনো কথা না বলে শুধু কি তাই কোন অপচিত ব্যক্তি যদি কোন কিছুর প্রলোভন দেখায় যেমন ছোট বাচ্চারা চকলেট বিস্কুট বা চিপস বিভিন্ন সময় আইসক্রিম দেখে বাচ্চা দের অপহরণ করার চেষ্টা করে এজন্য শিশুদেরকে বারবার সজাগ করে দিতে হবে অপরিচিত ব্যক্তির সাথে কোন প্রকার জনক কথা বা কোন অপরিচিত ব্যক্তির হাত থেকে কোন কিছু না নাই এবং সর্বদা চেষ্টা করতে হবে সন্তানকে নিজ দায়িত্বে স্কুলে পৌঁছে দিয়ে আসা এবং নিজ দায়িত্বে স্কুল থেকে নিয়ে আসা।
✅Do you believe proper education can play a significant role in avoiding such unlawful acts? What are they?
আসলে বেআইনি কাজের সাথে কার কিছুটা সম্পর্ক আছে একেবারে বলা যাবে না যে শিক্ষার সাথে বিরানি কাজের কোন সম্পৃক্ত নেই যে অন্যায় করবে সে শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক সে অন্যায় করবে তবে কিছুটা হলেও পারিবারিক শিক্ষা মানসিক ও নিজের মনুষ্যত্বকে যদি কাজে লাগায় তাহলে আমার মনে হয় এই ধরনের বেআইনি কাজ কিছুটা নিয়ন্ত্রণে আসবেন যতক্ষণ পর্যন্ত তার নিজের বিবেক কাজ না করবে কোন শিক্ষা দিয়ে থাকে সজাগ করানো আমার মনে হয় না সম্ভব হবে।
তবে প্রতিটা মানুষের শিক্ষার আলোয় আলোকিত করা উচিত মানুষের ভেতরে যদি শিক্ষা থাকে তখন কিছুটা হলে মানবিক দিক কাজ করে শুধু কি তাই শিক্ষিত মানুষ কর্ম বা চাকরির ভেতরে ব্যস্ততা থাকে আরো অনেক দিক আছে শিক্ষার গুরুত্ব বলা যাবে না।
আমি আমার জায়গা থেকে যতটুকু মনে হয়েছে ততটুকুই আমি আমার ধারণা আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমি আমার তিনজন বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি। @emma7773
@mboma @sohag10
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit