বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।
হ্যালো বন্ধুরা অনেকদিন পর আমি স্টিমে এলাম কেন আসতে পারিনি তা আপনাদের মাঝে আজ আমি শেয়ার করব।
২৭/৭/২০২৩ তারিখে রোজ শুক্রবার ভোর পাঁচ টার সময় আমার দাদি ইন্তেকাল করেছে ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন । তখন আমি আমি আমার শ্বশুর বাড়িতে ছিলাম আমার দাদীর মৃত্যুর কথা শুনে। কোন কিছু না ভেবে তাড়াতাড়ি আমরা সবাই রেডি হয়ে আমার বাবার বাড়িতে যাই।
তাড়াতাড়ি রাস্তা যাওয়াটা কখনো সফল হয় না আমার বাবার বাড়ি যাওয়ার সময় খেয়া দিয়ে পারাপার হতে হয় পাড়াতে লেইট হল।তারপর খেয়া পারাবার পর অটো গাড়িতে উঠে সবাই মিলে ওই গাড়িটার টায়ার লিখ হয়ে যায়। এতে করে সারাতে দশ মিনিট লাগে আর আমার মনের ভিতর তো শুধু ওতুল-পাতল করতাছে।
যে আমি কখন বাড়িতে পৌঁছাব তার ভিতরে কি ঘন বৃষ্টি নেমে গেছে তখন আমরা গাড়ি ভিতরে ছিলাম। এইভাবে করতে করতে আমাদের যেতে দেড় ঘন্টা লেগে গেল।তারপর আমি বাড়ি গিয়ে পৌঁছালাম গিয়ে দেখিস সবার তো কান্না বয়েই গেছে।
আমি মার কান্না দেখে যতটা কষ্ট পাইনি, ততটা কষ্ট পেয়েছি আমার আমার বাবার কান্না দেখে আমার বাবাকে কখনো আমি আজ পর্যন্ত কাঁদতে দেখিনি। বাবা তো জোরে জোরে কান্না করতে পারতাছে না শুধু বুক ফুলিয়ে কান্না করতেছে। মা আমাকে বুকে জড়িয়ে ধরে সেই তো কান্না করে দিল আমিও রাখতে পারলাম না। আমার দাদি আমাকে অনেক অনেক ভালোবাসতো।
আমার দাদি হঠাৎ করে মারা গেছে দাদি যাবতির চার দিন অসুস্থ ছিল বুঝতে পারিনি অসুস্থর ভিতরে দাদি মারা যাবে। কারন সে এরকম আরো অনেক বার অসুস্থ হয়ে পড়েছিল ডাক্তার দেখানোর পর ঠিক হয়ে গেছে।আমার একটাই আফসোস আমার দাদিকে আমি সুস্থ থাকতে দেখতে পারলাম না।
আমার দাদীকে আমি যদি ফোন দিতাম তাহলে আসার জন্য অনেক বারবার বলেছিল আসতে আমি যেতে পারিনি আমার মেয়ের লেখাপড়ার জন্য। আমি বলছি কিছুদিন পরে যাবো।ক্লাসে বন্ধ দেও তাহলেই যাব আর এদিকে আমার স্বামী চিটাগাং যাওয়ার কথা ছিল তার জন্য যেতে পারিনি। বলছি সে যাক তারপরে আমি তোমাদের বাড়িতে যাব।
কিন্তু হঠাৎ করে তার ৩-৪ দিন পরে শুনি আমার দাদি মারা গেছে। কখনো বুঝতে পারেনি যে আমার দাদি এত অসুস্থর কারনে মারা গেছে। মারা যাওয়ার একদিন আগে অনেক সবার সাথে কথা বলেছে। কিন্তু আমার অনেক এখন আফসোস হইতেছে যে আমি কেন গেলাম না দাদীকে দেখতে। আর সারা জীবন তো মানুষ বেঁচে থাকে না মানুষ তো মরণশীল সবার একদিন না একদিন চলে যেতে হবে। তবে কারো আজ আবার কাল আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারতাছি না।
যে আমি কেনো গেলাম না দাদীকে বেঁচে থাকতে দেখতে। এই কারণে যাবতীয় অনেক দিন আমি আপনাদের সাথে থাকতে পারিনি। কাল আমি বাবার বাড়ি থেকে এসেছি আসার পথে তো আমার বাবার সেই কান্না আমাকে ধরে। তোরা সবাই গেলে আমি কি করে থাকবো ঘরে।
আমি আরো থাকতাম এসে পড়েছে মেয়ের লেখাপড়ার কারণে আসতে তো মন চাইতাছে না তবুও আসতে হলো। কিন্তু বাড়িতে আসার পর থেকে আমার একটুও ভালো লাগছে না শুধু দাদির কথা মনে পড়ে।আমার দাদীর জন্য সবাই দোয়া করবেন
হ্যালো বন্ধুরা আজ এ পর্যন্তই এতদিন আমি আপনাদের সাথে না থাকার কারণে আমি অনেক দুঃখিত। আপনাদের কাছে আমার কথাগুলো শেয়ার করেছি বলে আমার অনেক ভালো লেগেছে। সবাই সুস্থ থাকুন ভালো থাকুন "আল্লাহ হাফেজ "
ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন, আপনার দাদি মারা গিয়েছে এই কথা শুনে আসলে খুবই খারাপ লাগলো, মানুষ সারা জীবন বেঁচে থাকে না আমরা এই পৃথিবীর বুকে এসেছি কিছু দিনের অতিথি হিসাবে কখন কে চলে যাবে কেউ কখনো বলতে পারে না, আল্লাহ তায়ালা আপনার দাদিকে জান্নাত দান করুক।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার পোস্টটি আপনি পড়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমেই আপনার দাদির জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। সৃষ্টিকর্তা যেন উনাকে পরপারে ভালো রাখেন।
আসলে আমরা এই পৃথিবীতে এসেছি। একটা সময় সবাইকে চলে যেতে হবে। আপনি আমি কেউই এ পৃথিবীতে দীর্ঘস্থায়ী বসবাস করার জন্য আসিনি। আমাদের জীবনের একটা আয়ু আছে,,, সেই আয়ু যখন ফুরিয়ে যাবে। তখন আপনাকে আমাকে সবাইকে চলে যেতে হবে।
প্রিয়জন হারানোর বেদনা হয়তোবা আমি নিজে উপলব্ধি করছি। গত ডিসেম্বর মাসে আমার দাদি আমাদেরকে ছেড়ে পরকালে চলে গেছে। ফেব্রুয়ারি মাসে আমার বড় খালাম্মা আমাদেরকে ছেড়ে চলে গেছে। আসলে এই দুইবার দুই ধাক্কা। আমাকে প্রিয় মানুষের অনুভূতি,,, প্রিয় মানুষ কাছে থাকার যেই আনন্দ। সেটা কিছুটা হলে উপলব্ধি করার সুযোগ করে দিয়েছে।
আসলে কি বলবো আপনার পোস্ট পড়ে আমার নিজেরই মন খারাপ হয়ে গেল। যাই হোক মন ভালো করার চেষ্টা করেন। মানুষ মরণশীল এটা সবাইকেই মেনে নিতে হবে। চেষ্টা করুন আপনার পরিবারকে নিয়ে ভালো থাকার। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আল্লাহ আপনাকে দাদীকে জান্নাতুল ফেরদৌস দান করুন
দাদীর জন্য সবসময় দুয়া করবেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit