হ্যালো স্টিমেট বন্ধুরা
প্রথমে জেনে নিব, আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে খুব ভালো আছি। বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। বিকেল বেলার ঘুরতে যাওয়ার কিছু মুহূর্ত ও তার সাথে কিছু ফটোগ্রাফি শেয়ার করতে চাই।
সবজির ক্ষেত |
---|
আজ সকাল থেকেই তেমনটা ভালো লাগছিল না কেমন মন মরা মন মরা লাগছিল। তার ভিতরে ছেলেটা দু-তিনদিন ধরে এত দুষ্টুমি করে যে আমার একদম ভালো লাগছিল না। সারাদিন যেমন তেমন পার হয়ে গেল তারপর দুপুরের খাওয়া-দাওয়া করে নিলাম এবং ছেলেকে ঘুম পাড়ালাম।তারপর বিকালবেলা ভাবলাম অনেকদিন হয়েছে সবজি খেতে যাওয়া হয়নি এবং কি কি সবজি হয়েছে সেগুলো দেখে আসি। দূর থেকে সবজির ক্ষেতটা যেন আমার দিকে তাকিয়ে অপলুকে তাকিয়ে থাকলো। সবজির ক্ষেতটা দেখে আমার মনটা একদম ভরে গেল এবং আমি অনেকক্ষণ তাকিয়ে থাকলাম।
টমেটো গাছ |
---|
তরুল |
---|
তরুল ফুল |
---|
তারপর খেতের আর একটু সামনে গেলাম ঘাসের ভিতরে একটা তরুণ দেখলাম। তরুলটা দেখে তো আমার খুব ভালো লাগে। কারণ ওই তরুল গাছটা অনেক ফুল ধরেছে এবং তরুল ও হয়েছে কোন সময় একটা তরুলও পাইনি। হয়তো পাখিরা ছোট থাকতে খেয়ে ফেলে আর নয়তো কেও এসে নিয়ে যায়। আর তরুলতা সাইজে বেশ বড় ছিল। এই যে ফুলটা দেখতে পাচ্ছেন এটা হলো তরুণ গাছের ফুল। আমার কাছে তো ফুলটা দেখতে বেশি দারুন লাগেছে। তাই একটা ফটোগ্রাফি করে নিলাম।
তারপর সবজির ক্ষেত থেকে নেমে গেলাম। এবং ধানের ক্ষেতের দিকে তাকিয়ে থাকলাম মাশাল্লাহ ধান এ বছর অনেক ভালো হয়েছে। ধানের প্রত্যেকটা ছড়ায় যেন একদম চাল গাঁথা। প্রত্যেকটা ছরায় নিখুঁতভাবে ধান হয়েছে।
এবং ধানের ভিতরের কলাই চাষ করে এবং এই কলাই শাক গুলো খাওয়ার উপযুক্ত হলে তখন সবাই শাক হিসাবে খায়। এই শাক গুলো খেতে খুব স্বাদ লাগে।
আরেকটু সামনে এগিয়ে কয়েকটি আগাছা ফুলের ফটোগ্রাফি করে নিলাম যেগুলোর নাম আমার জানা নেই। তবে আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। মাশাল্লাহ তবে দেখতে খুব সুন্দর ছিল। আল্লাহতালা এই পৃথিবীতে কত সুন্দর সুন্দর প্রাকৃতিক সৃষ্টি করেছেন। এগুলো একদম কাছ থেকে যদি দেখি তাহলে মনের ভিতর একদম ছবি আঁকা হয়ে থাকে। আল্লাহতালা সৃষ্টি প্রাকৃতিক গুলো দেখতে পেয়ে যেন আমার মনটা একদম ভরে গেল। এইসব ভালো দৃশ্য ক্যামেরাবন্দি করে রেখে দিলাম। আপনাদের কাছে শেয়ার করব তাই।
বন্ধুরা আজ এ পর্যন্তই আর নয়,জানিনা আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভাল লাগবে কিনা। আমার ভালো লাগলো তাই ভাবলাম আপনাদের কাছে শেয়ার করি। আমার পরিচিত সবাই পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। (আল্লাহ হাফেজ) |
---|
প্রকৃতিকে যত কাছে যত যাওযায় তার সৌন্দর্য তত বেশি উপভোগ করা যায়। আসলে আমাদের মাঝে অনেকেই আছে প্রকৃতির খুব কাছাকাছি গিয়ে। প্রকৃতিকে উপভোগ করে না কিন্তু প্রকৃতির মাঝে লুকিয়ে থাকে অসম্ভব সৌন্দর্য। আজকে আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ। বিশেষ করে আপনি বেশ কিছুদিন আগে যখন শাক তুলতে গিয়েছেন। তখন দেখেছেন টমেটো একরকম কিন্তু প্রকৃতিতে থাকার কারণে অনেক বড় হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে পড়ন্ত বিকেলে ঘুরতে যাওয়ার আনন্দঘন মুহূর্তটা আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনার মনটা বেশ ভালই হয়ে গেছে, ধন্যবাদ ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক দিনই এমন যায় যে সকাল থেকে মনটা ঠিক ভালো থাকে না। আমি টমেটো গাছ ও তার ফুল এই প্রথম দেখলাম আপনার দৌলতে। তরুল ফুলও অবশ্য আমি আগে দেখিনি। ধানের ক্ষেত আর ধানের ছড়ার ছবি দেখে চোখ জুড়িয়ে গেল। আগাছা ফুলগুলিও দেখতে খুব সুন্দর লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর ছবিগুলো শেয়ার করার জন্য। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকে আপনার পড়ন্ত বিকালের প্রাকৃতিকের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে, আপনি বিকেল বেলা সবজির ক্ষেত দেখতে গিয়েছিলেন, আপনাদের সবুজের খেত অনেক সুন্দর হয়েছে, তাই কয়েকটি ফটোগ্রাফি উঠিয়েছেন।
আপনাদের ওখানে ধানগুলো অনেক সুন্দর হয়েছে কিন্তু আমাদের এখানে এ বছর ধান অনেক কম হয়েছে, এ বছর ধান দেখে কৃষকের মন খারাপ।
আপনি কলায়ের শাকের কথা বলেছেন, এখন এই সিজনে কলায় বোনা হয়েছে, আমাদের ওখানে ও অনেক বোনা হয়েছে। এই শাকগুলো ভর্তা করে খেলে অনেক সুস্বাদু।
আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাচ্চারা একটু বেশি জালাতন করলে,সত্যিই মনটা খারাপ লাগে।।আর মন ভালো করার জন্য আপনাদের সবজি ক্ষেত দেখতে যান, আর সেখান থেকে অসাধারণ কিছু, ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন।
মন খারাপ থাকলে প্রাকৃতিক পরিবেশে সময় পার করলে মন অনেকটা ভালো হয়ে যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সকাল থেকে আপনার মন ভালো নেই তার জন্য কোন রকম ভাবে দুপুরে খাবার সেরে পড়ন্ত বিকেলে একটু ফটোগ্রাফি করতে বের হোন আসলে আপনার তোলা ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে তার পাশাপাশি প্রতিটি ফটোগ্রাফি বর্ণনা উল্লেখ করেছেন ৷ বিকেলেও ঘোরাও হলো কিছু ফটোগ্রাফি তুলে আমাদের মাঝে শেয়ার ও করলেন ৷
ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ দিনটি আপনার শুভ হোক ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গ্রামের দৃশ্য গুলো যে সত্যি সুন্দর তা অবশ্যই আমাদের আবার মনে করিয়ে দেয় যেমন আজ আপনি ছবির মাধ্যমে প্রকৃতকে উপভোগ করছিলাম কি সুন্দর ফটোগ্রাফি করেছেন প্রশংসা করার মতো।
আমার কাছে বেগুনের চারা গুলো বেশ ভালো লাগছিল দেখতে, সেই সাথে টমেটোর চারা গুলো এই সময়টাতে এগুলো চারা দেওয়া হয়। ভালো লেগেছে আপনার আজকের পোষ্টটি পড়ে ধন্যবাদ আপনাকে আর হ্যাঁ পরবর্তীতে এরকম আকর্ষণীয় পোস্টের অপেক্ষায় রইবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমে বলবো আপনার তোলা প্রত্যেকটা ছবি খুবই মনোমুগ্ধকর হয়েছে। এরকম পরিবেশ সচারাচর দেখা যায় না। মন মরা অবস্থা লয় থাকলে এরকম পরিবেশে গেলে এমনিতেই ভালে হয়ে যায়। কলাই শাক খেতে অনেক মজা তা জানি না কারণ কখন খাওয়া হয়নি। ধন্যবাদ আপনাকে আপনার ব্যস্তময় সময় গুলো ও এত সুন্দর সুন্দর ছবি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরা দৃশ্যের ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো। এবং আপনার ফটোগ্রাফি গুলো অনেক নিখুঁত হয়েছে ।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে ভাগ করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গ্রামের একটা জিনিস আমার খুব ভালো লাগে আর সেটা হলো কয়েকদিন পর পর চেঞ্জ হয়ে যায় সবকিছু। হয়তোবা কদিন আগে দেখে আসলাম সবুজ ধানক্ষেত আবার কদিন পরে গেলেই দেখা যাবে হলুদ সরিষা ফুলে ফুলে ভরে আছে চারপাশ।
আমার খুব একটা গ্রামে যাওয়া হয় না।এই জিনিসগুলো খুব বেশি মিস করি আমি। আপনার তোলা ছবিগুলো দেখছিলাম আর ভাবতে ছিলাম দৃশ্যগুলো নিজের চোখে দেখলে কেমন লাগতো।
ধন্যবাদ আপনার সুন্দর বিকেলটা আমাদের সাথে শেয়ার করার জন্য।
শুভকামনা রইলো আপনার জন্য।
দ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ দারুণ কিছু ন্যাচারাল ফটোগ্রাফি দেখলাম। পুরো পোস্ট জুড়েই ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল। তরুল ফুলটা ভালো লেগেছে। আর এই পিংক কালারের ফুলের ফটোগ্রাফি টাও দারুণ হয়েছে। চালিয়ে যান আপনার ফটোগ্রাফি। সামনে আরো এমিন পোস্ট বেশি বেশি চাই
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিকেল বেলার ঘুরতে যাওয়ার কিছু মুহূর্ত ও তার সাথে কিছু ফটোগ্রাফি শেয়ার করেছন। আমরা যেহেতু গ্রামের বসবাস করি,, আমার বাড়ির সামনে মাঠ এক মিনিট হাটলে মাঠ সুরু,, প্রতি দিন এই শীত কালে ঘুরতে বের হই খুব ভালো লাগে,, মন টাও হালকা লাগে,, প্রকৃিতর সৌন্দর্য দেখে অসাধারণ ফটোগ্রাফি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রকৃতির অপরূপ সৌন্দর্যকে আপনি ক্যামেরায় ধারণ করেছেন। প্রকৃতির ফুল ফল সবই যেন সৃষ্টিকর্তার সৌন্দর্যেরই একটি রূপ। আপনি সবজি খেতে গিয়েছেন এবং টমেটো ও ধুন্দুল গাছের ফুলের ফটোগ্রাফি করলেন। আপনার গাছে খুব সুন্দর ধুন্দুল হয়েছে যা দেখে খুব
ভালো লাগলো। এছাড়া নাম না জানা কিছু ফুলেরও ফটোগ্রাফি করলেন। তবে আজকে আপনার পোস্টে আপনার ছেলেকে অনুপস্থিত দেখলাম।ও কি করে এটা পড়তে আমার বেশ ভালই লাগে। আপনার ফটোগ্রাফি পোস্টটি পড়ে খুব ভালো লাগলো। দেখতেও খুব ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার তোলা ফটোগ্রাফিগুলোর কোনো তুলনাই হয় না। অমায়িক সুন্দর হয়েছে ছবিগুলো৷ এখন শীতকাল, অনেক সব্জির চাষ এ ঋতুতেই হয়। ধান উঠানোর পর ফসলের মাঠে মাঠে চাষ হচ্ছে অন্য ফসল। যেমন, আলু,গম, ভুট্টা, কলাই ইত্যাদি।
আপনি কিছু আগাছা ফুলের ছবিও শেয়ার করেছেন৷ আসলে এসব আগাছা যত্নে বড় হলেও প্রকৃতিকে সৌন্দর্যমন্ডিত করতে ভুলে যায় না। প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধিতে রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাসায় থাকতে থাকতে অনেক সময় এরকমটাই লাগে কোন কিছুই ভালো লাগেনা।। আমার ছোট বাচ্চারা দিন দিন যত বড় হয় ততই দুষ্টুমি বেরে যায় তাদের।।
আজকে বিকালে বাসা থেকে বের হয়েছিলাম সবজির দেখতে যাবেন জন্য। বাড়িতেই যদি এরকম সবজি লাগানো যায় তাহলে বাজার থেকে আর সবজি কেনা লাগে না। সেই সাথে একদম টাটকা সবজি খাওয়া যায় আর বাজারের সবজি ভেজাল থাকার সম্ভবনা বেশি থাকে ।।
বেশ ভালো লাগলো আপনার পোস্টটি করে।। ধন্যবাদ জানাই আপনার সবজির খেত আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি প্রথমেই বলতে চাই যে আপনার ফটোগ্রাফি গুলো অসাধারন হয়েছে।আপনার তোলা শেষের ফটো গুলো অসাধারন হয়েছে। আমাদের সাথে এতো সুন্দর কিছু ফটোগ্রাফি ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই দুর্দান্ত কিছু র্যাম ড্যাম ফটোগ্রফি আমাদের কাছে শেয়ার করার জন্য। প্রকৃতির মাঝে সড়িয়ে ছিটিয়ে রয়েছে হয়েছে বিভিন্ন সৌন্দর্য।
পড়ন্ত বিকেলে ঘুরতে গিয়ে আপনি যে প্রকৃতির মাঝ থেকে যে ছবিগুলো কালেকশন করেছেন প্রতিটা ছবি অসাধারণ হয়েছে।
তবে আমি মনে করি এই ধরনের পোস্টগুলো সবচেয়ে বেশি ভালো লাগে যে ছবিটা আপনি শেয়ার করছেন শুধুমাত্র ওই ছবির উপরে কিছু লাইন যদি লিখেন। তবে অনেকটা লেখার সাথে ছবির মিল রয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার পোস্টে পড়ে আপনি খুব সুন্দর একটি কমেন্ট করলেন। পড়ে আমার খুবই ভালো লাগলো এবং উৎসাহিত হলাম বা এরকম আরো পোস্ট আপনাদের মাঝে তুলে ধরার আগ্রহ টা আরো বারিয়ে দিলেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোষ্টটি পড়ে খুব সুন্দর একটি কমেন্ট করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের দেশ সত্যি অনেক সুন্দর। সবুজের মাঝে সোনালী ধান খেলা করছে। এই দৃশ্য মনকে সতেজ করে দেয়।
আপনার প্রতিট ছবি অনেক সুন্দর।।
নতুন নতুন পোস্টের অপেক্ষায় রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোষ্টটি পড়ে আপনার সুন্দর একটি মতামত জানিয়ে দিলেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পড়ন্ত বিকালে কিছু ফটোগ্রাফি ধারণ করে আমাদের মাঝে শেয়ার করার জন্য সর্বপ্রথম ধন্যবাদ খুবই চমৎকার কিছু ফটোগ্রাফি আপনার পোস্টের মাধ্যমে উপভোগ করতে পারলাম অনেকদিন ধরে গ্রামের কিছু দৃশ্য দেখতে পায় না যা আজ আপনার পোস্টের মাধ্যমে উপভোগ করে খুবই আনন্দিত আমি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit