হ্যালো গায়েজ,,,
সবাইকে আসসালামু আলাইকুম,,
বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সকলে খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি। প্রথমে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করি আবার সুন্দর একটি নতুন ভোরের আলো দেখতে পেলাম। প্রতিদিন এর মত দেরি না করে আবারো আপনাদের মাঝে চলে এসেছি আজকে ডাইরি গেম নিয়ে।
আজকে সকলে ঘুম থেকে উঠেছি সকাল সাড়ে দশটার সময়, এতটা লেট করে ঘুম থেকে আমি এখন পর্যন্ত উঠিনি আজকে প্রথমবার। আর ঘুম থেকে এতটা লেট করে ওঠার একটা কারণও আছে বটে। সাহেব কালকে ঢাকার বাইরে গেছিল কিছু একটা জরুরী কাজের জন্য, সেই কাজটা শেষ করে তারপর আবার গেল তাদের বিকেএসপিতে।
সে ঢাকায় বিকেএসপিতে লেখাপড়া এবং একজন ক্রিকেট খেলোয়ার ছিলো। তাই অনেক বছর পর তার পুরনো বন্ধুদের সাথে দেখা করে আসলো এবং আড্ডা দিলে। সেখান থেকে আসতে রাত দুইটা বেজে গেল। আর এদিকে তো আমি ফোনের উপর ফোন দিচ্ছি এতটা লেট হচ্ছে কেনো।
সারা রাত্রির ভিতরে এক ঘণ্টার মতো ঘুমিয়েছিলাম। এরপর সাহেব বাসার সামনে এসে ফোন দিল আমাকে নিচে গেটের চাবি নিয়ে যেতে বলল । সেখান থেকে এসে হাতমুখ ধুয়ে শুয়ে পড়ল আর খাবার খাইনি বন্ধুদের সাথে খেয়ে এসেছে। এরপরে কোনভাবেই ঘুম আসছে না ফোন ব্যবহার করি তা ভালো লাগছে না কিছু একটা সমস্যায় ভুলতেছি তাই একটু মন মেজাজ ভালো লাগছে না ঘুম আসছে না চিনতে মাথা ব্যথা করছে।
এরপরে যখন দেখি প্রায় সাড়ে পাঁচটার মতন বেজে যাচ্ছে, তারপর একটু ঘুমাবার চেষ্টা করি এরপর ঘুমিয়ে পড়ি। ঘুম ভেঙেছে সকাল সাড়ে দশটায় তাও ছেলে উঠিয়েছে। উঠে তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে ছেলেকে বিস্কিট খাইয়ে দিলাম। তারপর আমি গেলাম আমাদের জন্য সকালের নাস্তা বানাতে এরপর তাড়াতাড়ি করে দুজনের জন্য রুটি বানালাম। সকালের নাস্তা খেয়ে উঠতে একটু বারোটা বেজে গেল । প্রতিদিন আমার বারোটার সময় রান্না হয়ে যায় আর আজ সকালের নাস্তাই করেছি বারোটার সময়।
তাই সকালের নাস্তা ছটফট করে রান্নার কাজে লেগে পরি। আর আজকের রান্নায় তেমন একটা চাপ নেইনি, সবজি রান্না করেছি আর ডাল। সবজি রান্না হয়ে গেলে তারপর ডাল চুলায় বসিয়ে দিয়ে ছেলেকে গোসল করিয়ে দিলাম আমি নিজেও করে নিলাম।
এরপর জোহরের নামাজ পড়ে আগে আমি দুপুরের খাবার খেয়ে নিলাম তারপর ছেলেকে খাইয়ে দিলাম। দুপুরে খাওয়া দাওয়া করে শুতে এসেছি। তারপর ছোট বোন ফোন দিল ওর সাথে কিছুক্ষণ কথা বলে আমি ঘুমিয়ে যাই,ছেলেকে আর ঘুম পড়াতে পারিনি। সে তার বাবার সাথে রইল, আমি ঘুম থেকে উঠি সন্ধ্যার অনেকক্ষণ পরে।
আসলে সাহেব যখন কোন কাজে বাইরে যায় তখন অনেক বেশি খারাপ লাগে কেমন যেন বাসাটা একেবারে খালি খালি মনে হয় আপনার কাছেও ঠিক তাই মনে হয়েছে সেটার বন্ধুর সাথে দেখা করতে গিয়ে এত পরিমাণে ব্যস্ত হয়ে পড়েছে যে আপনাদের কথা ভুলেই গেছে মনে হয়।
সবজি রান্না করেছেন তাই আজকে আর তেমন একটা ঝামেলা ছিল না ছেলেকে সময় দেয়ার পাশাপাশি নিজের পরিবারের কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করে নিয়েছেন সেই সাথে আবার চাপটি পিঠা তৈরি করেছেন। চাপটি পিঠা ঝাল ঝাল করে তৈরি করলে খেতে কিন্তু বেশ ভালই লাগে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার একটা দিনের কার্যক্রম শেয়ার করার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit