আপনার আজকে ডায়েরি পোস্টটা পড়ে খুবই ভালো লাগলো। তার চেয়েও ভালো লাগলো আপনার কেক বানানো ছবিটা দেখে।
তবে আমি কখনো কেক বানাইনি আমার মেয়ে চার পাঁচবারের বেশিও বানিয়েছে সবকিছু দিয়েছে কিন্তু পারফেক্ট মতো কেক হয়নি কিসের জন্য জানিনা।। আপনি যতবার কেক বানিয়েছেন আমাদের মাঝে শেয়ার করেন আর দেখতে খুব সুন্দর লাগছে।।
বাহ খুব সুন্দর বাড়িতে গেলে দেবরের বিয়ে খেতে পারবেন খুব আনন্দ করবেন।। অবশ্যই আমাদের জানাবেন আপনি দেবরের বিয়ের আনন্দটা কিভাবে উপভোগ করবেন।ধন্যবাদ।।