খান জাহান আলী মাজার, বাগেরহাট : কিছুটা সময়.....

in hive-120823 •  2 years ago 

আপনি যখন বাগেরহাটের খানজাহান আলী মাজারে পা রাখবেন, তখন মনে হবে হয়তো আপনি প্রশান্তি এবং আধ্যাত্মিকতার জায়গায় ফিরে এসেছেন। বাগেরহাটের প্রাণকেন্দ্রে অবস্থিত এই প্রাচীন সমাধিটি এ অঞ্চলের স্থাপত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের নিদর্শন। মাজারের জটিল খোদাই, সুউচ্চ মিনার এবং অলঙ্কৃত গম্বুজগুলি দেখার মতো, যা দর্শনার্থীদের বিস্মিত ও মন্ত্রমুগ্ধ করে।

PXL_20230213_072625468.jpg

DeviceName
AndroidRealme GT Neo 2
LocationBangladesh
Shot by@anupam007

হ্যালো বন্ধুরা, খানজাহান আলী মাজারের রহস্য ও বিস্ময় উন্মোচন করার জন্য এ যাত্রায় আমার সাথে যোগ দিন

IMG20230213132056.jpg

DeviceName
AndroidRealme GT Neo 2
LocationBangladesh
Shot by@anupam007

প্রথমেই ঘুরে আসবো বাবা খানজাহান আলীর সমাধিস্থান যাকে কেন্দ্র করে মাজারটি গড়ে উঠেছে।

IMG20230213131830.jpg

DeviceName
AndroidRealme GT Neo 2
LocationBangladesh
Shot by@anupam007

এই সমাধিস্থলে প্রতিদিন শত শত মানুষ তাদের বিভিন্ন সমস্যা সমাধানের ইচ্ছায় প্রার্থনা করতে আসে এবং সমস্যার সমাধান হলে বিভিন্ন মূল্যবান জিনিস দেওয়ার প্রতিশ্রুতি করে। অনেকে শুধু "মাজার জিয়ারত" করার উদ্দেশ্যে আসে।

IMG20230213131808.jpg

DeviceName
AndroidRealme GT Neo 2
LocationBangladesh
Shot by@anupam007

সমাধি স্থানের গেটের সামনে দেখতে পেলাম একটি লোক বেশ চড়া দামে মোমবাতি, আগরবাতি, গোলাপজল বিক্রি করছে এবং মাজার জিয়ারতকারীদের কেনার জন্য জোর করছে এবং প্রলোভন দেখাচ্ছে।

PXL_20230213_072537805.jpg

DeviceName
AndroidRealme GT Neo 2
LocationBangladesh
Shot by@anupam007

যাইহোক, এবার মাজারের সব থেকে আকর্ষণীয় এবং আশ্চর্যজনক মাজার সংলগ্ন বিশালাকার দিঘীর দিকে যাওয়া যাক। দিঘীটি "খান জাহান আলী দিঘী" নামে সুপরিচিত।

IMG20230213132152.jpg

DeviceName
AndroidRealme GT Neo 2
LocationBangladesh
Shot by@anupam007

এই দীঘির জল এতটাই স্বচ্ছ যে, ভ্রমণকারীরা এখানে নেমে স্নান/ গোসল করার লোভ সামলাতে পারেনা। এবং যে সকল লোকজন মাজার জিয়ারতের উদ্দেশ্যে আসে, তাদের অবশ্যই স্নান/ গোসল করতে হবে, তা না হলে জিয়ারতের উদ্দেশ্যে সফল হবে না।

IMG20230213132345.jpg

DeviceName
AndroidRealme GT Neo 2
LocationBangladesh
Shot by@anupam007

তবে, স্নান/ গোসল করতে এ দিঘীতে নামা বেশ বিপদজনক, কারণ দীঘিতে আছে অনেকগুলো হিংস্র কুমির। যে কোন সময় এ কুমিরগুলো দীঘিতে নামা লোকজনের জন্য বিপদের কারণ হতে পারে।

PXL_20230213_072921637.jpg

DeviceName
AndroidRealme GT Neo 2
LocationBangladesh
Shot by@anupam007

তবে, পূর্বে এই দিঘীতে কুমিরের ভয় ছিল না, কারণ দিঘীতে এমন দুটি বৃহত্তাকার কুমির ছিল যারা মোটেও হিংস্র ছিল না। কুমির দুটো নাম ছিল "ধলাপাহাড় এবং কালাপাহাড়"। জনশ্রুতি আছে যে "বাবা খানজাহান আলী এই কুমির দুটোর উপর চড়ে এই বাগেরহাটে আসেন"। আশ্চর্য হলেও সত্য যে এই কুমির দুটো কখনো কোন মানুষের ক্ষতি করেনি। এই কুমির দুটো মারা যাবার পর মাজার কর্তৃপক্ষ নতুন করে কিছু কুমির ছাড়ে যেগুলো এখন দিঘীতে নামার জন্য ভয়ের কারণ।

IMG20230213132116.jpg

DeviceName
AndroidRealme GT Neo 2
LocationBangladesh
Shot by@anupam007

যাইহোক, এবার মাজারের বাইরের পরিবেশটা একটু ঘুরে দেখা যাক,

PXL_20230213_073235172.jpg

DeviceName
AndroidRealme GT Neo 2
LocationBangladesh
Shot by@anupam007

এখানে মাজারকে কেন্দ্র করে গড়ে উঠেছে অসংখ্য দোকান যাদের মধ্য বেশিরভাগ দোকানে বিক্রি হচ্ছে বিভিন্ন রকম পুথির মালা এবং ধর্মীয় উপাসনার প্রসাধনী।

PXL_20230213_073256161.jpg

DeviceName
AndroidRealme GT Neo 2
LocationBangladesh
Shot by@anupam007

এছাড়াও রয়েছে বাচ্চাদের খেলনার দোকান ও বিভিন্ন ধরনের খাবার হোটেল। তবে এখানকার দোকানে সব জিনিসের দাম একটু বেশি।

যাইহোক, একটি মজাদার দোকানের ছবি দেখিয়ে আজকের পোস্ট শেষ করবো

PXL_20230213_074739116.jpg

DeviceName
AndroidRealme GT Neo 2
LocationBangladesh
Shot by@anupam007

একটি পানের দোকান, এখানে হরেক রকমের মশলা এবং সুগন্ধি দিয়ে পান বিক্রি করছে, আমি একটি খেয়ে দেখলাম, বেশ মজা লাগলো।

আপনাদের যদি দেখে খাওয়ার ইচ্ছা জাগে তবে চলে আসুন বাগেরহাটে । পান খাওয়ার সাথে সাথে বাগেরহাটের এই সুপ্রাচীন, আশ্চর্যজনক নিদর্শনের সাক্ষী হয়ে থাকতে পারবেন।

সবাইকে ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

মাশাল্লাহ, আপনি সুন্দর ভাবে আমাদের সামনে খান জাহান আলী মাজারের দৃশ্য তুলে ধরেছেন। সত্যি বলতে আমি জানতাম না যে বাগেরহাট এমন একটি মাজার রয়েছে। আপনার পোস্টের মাধ্যমে আমি এই মাজারের বিষয়ে জানতে পারলাম, তাছারা হয়ত কখনো জানা হতনা। মাজারের গেট টা আমার কাছে দারুণ লেগেছে। আর পানের দোকানের পানগুলো দেখতেও অসাধারণ। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাজারকে আমাদের সামনে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, ভালো থাকবেন।

Loading...