বৃষ্টির দিন
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ ।সবাই কেমন আছেন ?আশা করি সকলে ভালো আছেন ।আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালার রহমতে আমিও ভাল আছি। আজকে আমি আমার প্রতিদিন কিভাবে আমি চলাফেরা করি সে সম্পর্কে কিছু লিখব ইনশাল্লাহ।
তো কালকে থেকে এখন পর্যন্ত অনেক বৃষ্টি হচ্ছে। অনেক পানি বাতাস বিদ্যুৎ নেই ।চারিদিকে অন্ধকার মনটা একটু খারাপ ফোনে চার্জ নেই বিদ্যুৎ নেই তাই। আমার ফোনটা আমি একটি অটো রিক্সার ব্যাটারি থেকে চার্জ করেছি মোটামুটি অল্প চার্জ হয়েছে।
বৃষ্টির দিন আসলেই কেন জানি আমার ভয় ভয় লাগে ।তারপরও আল্লাহতালা যা ভাল মনে করেন তাই বান্দাদেরকে দেন ।বৃষ্টিকে আল্লাহতালা রহমত হিসেবেও দেন আবার আজাব হিসাবেও দেন। এই বৃষ্টির দিনে একটু ভুনা খিচুড়ি থাকলে মন অন্যরকম হয়ে যায় মনটা অনেক ভালো হয়ে যায় ।কিন্তু যেহেতু আমি এক জায়গায় খেদমতে আছি তাই চাইলেও অনেক কিছু করতে পারি না ।বাড়িতে থাকলে অবশ্যই আম্মুকে বলতাম উনাকে খিচুরি রান্না করতে।
তো আমি আজকে ফজর নামাজ পড়েছি ফজর নামাজের আগে অনেক বৃষ্টি ।বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই আমি মসজিদে গিয়েছি ।তারপর আজান দিয়েছে নামাজ পড়েছি। নামাজ পড়ানোর পর যখন আমি মক্তব পড়াবো তখন অনেক বৃষ্টি ।তারপর আজকে মক্তব পড়াই নাই চলে আসছি ।এসে একটা ঘুম দিয়েছি একেবারে বারোটার সময় উঠেছি।
তারপর বারোটার সময় ঘুম থেকে উঠে গোসল করলাম। বৃষ্টির মধ্যে ভিজেই গোসল করে মসজিদে গেলাম আযান দিলাম নামাজ পড়লাম ।সেই বৃষ্টি পরতেই আছে তারপর মসজিদ থেকে চলে আসলাম। এসে দুপুরের খাবার খেয়ে কতক্ষণ বিভিন্ন প্রকারের কাজকর্ম করলাম রুমে বসে বসে ।তারপর একটু ঘুম আসলো ঘুমিয়ে পড়লাম। হঠাৎ ঘুম ভেঙ্গে গেলে দেখি যে আসরের নামাজ প্রায় চলে যাচ্ছে। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আসরের নামাজ পড়ি।
নামাজ পড়ে অনেক সময় শুয়ে থাকলাম বসে থাকলাম সময় যাচ্ছে না ।তারপর মাথায় আমার একটি বুদ্ধি আসলো যে আমি অটো রিক্সা থেকে আমার ফোনটি চার্জ করতে পারি ।যেই ভাবা সেই কাজ ।তাড়াতাড়ি আমি মসজিদের সামনে একটি অটো রিক্সা দাঁড়ানো ছিল সেখানে গিয়ে আমি আমার ফোনটি চার্জ দেই। এবং এশার নামাজের আগ পর্যন্ত আমি মসজিদে ছিলাম সেখানে আমার ফোনটি চার্জ হয় ।তারপর এশার নামাজ পড়ে আমি ফোনটি নিয়ে আসি এবং খাবারদাবার খেয়ে আমি এই পোস্ট এখন লিখতেছি। এইছিল আমার আজকের সারাদিন ।সকালে দোয়া করবেন যাতে তাড়াতাড়ি এই বৃষ্টি চলে যায় এবং বিদ্যুৎটা তাড়াতাড়ি চলে আসে। আমি আবারও যেন অনলাইনে ভালোভাবে কাজ করতে পারি। আসসালামুয়ালাইকুম।
বৃষ্টির সময় কোন কাজ কাম না আমরা শুয়ে শুয়ে ঘুমাই, বৃষ্টিতে ভিজে গোসল করার মজাটাই অন্যরকম, আপনার বৃষ্টির দিনের কার্যক্রম দেখে ভালো লাগলো ধন্যবাদ সুন্দর পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বৃষ্টির দিনে অনেকেই নিজের শৈশবের কথা মনে করে থাকে। বাচ্চাদের জন্য বৃষ্টির দিন হল খেলার দিন। বৃষ্টিতে ভিজে, কাদায় খেলে তারা খুব আনন্দ পায়। ধন্যবাদ আপনার পোষ্টটির জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বৃষ্টির দিনগুলো আমরাও শুয়ে শুয়ে কাটিয়ে দেই।
বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে তবে সর্দি এবং জ্বরের ভয়ে এটা করি না।
ধন্যবাদ খুব সুন্দর ভাবে বৃষ্টির দিনে কার্যক্রম গুলো তুলে ধরার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit