আমার পরিচয়
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ।সবাই কেমন আছেন ?আশা করি সবাই ভাল আছেন ।আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে আমিও ভাল আছি ।তো আমি এই সাইটে নতুন সবাই আমার জন্য দোয়া করবেন ।আমি যেন এই সাইটের সকল নিয়ম-কানুন রুলস মেনে কাজ করতে পারি ।
আমি অনেকদিন যাবত এমন একটি সাইট খুজতেছিলাম অবশেষে আল্লাহ তাআলার রহমতে আমি এই সাইটটি একটি ভাইয়ের মাধ্যমে খুঁজে পেলাম। ওই ভাইয়ের সাথে আমার অনেক আগে কাজ হয়েছিল এখন তিনি আমাকে আবার বললেন যে, ভাই নতুন আরেকটি সাইট আছে আমরা অনেকে কাজ করতেছি আপনি কাজ করবেন কিনা? আমি ওই ভাইকে বললাম হ্যাঁ ভাই আমি কাজ করবো । সারাদিন অবসর সময় থাকি যদি কিছু ইনকাম করা যায় তাহলে এটা তো ভালো খারাপ না। তো যেই ভাবা সেই কাজ করা। আমি অনেক চেষ্টা করেছিলাম প্রথমদিকে অ্যাকাউন্ট করার জন্য কিন্তু আমার অ্যাকাউন্ট হচ্ছিল না। প্রায় তিন থেকে চার দিন যাবত আমি চেষ্টা করছিলাম অ্যাকাউন্ট করার জন্য কিন্তু হচ্ছিল না। অবশেষে একদিন রাত্রে অনেকক্ষণ সময় চেষ্টার ফলে একাউন্ট করতে আমি সক্ষম হই ।
তারপরে আমি ওই ভাইয়ের সাথে যোগাযোগ করি এবং তাকে বলি ভাইয়া আমি তো অ্যাকাউন্ট করে ফেলছি ,তখন ভাই বলল এখানে পোস্ট করার জন্য কিছু নিয়মকানুন রয়েছে সেগুলো মেনে আপনাকে পোস্ট করতে হবে। আমি তারপর ওই ভাইকে বললাম আমি নিয়ম কানুন গুলো মেনে ওই সাইটে পোস্ট করব। তারপরে ভাইয়ের সাথে অল্প কিছু সময় কথাবার্তা হয়েছে। তো আমি লেখাপড়া শেষ করেছি লেখাপড়া শেষ করে বর্তমানে একটি মসজিদের ইমাম হিসেবে রয়েছি ।সেখানে আমার পাঁচ ওয়াক্ত নামাজ পড়াতে হয় এবং সকালবেলা এক ঘন্টা মক্তব পড়াতে হয়। আমি বর্তমানে মাদারীপুর জেলার সদর থানাতে একটি মসজিদে ইমাম হিসেবে রয়েছি। আমার পড়াশোনা হল আমি ক্লাস ফাইভ পর্যন্ত লেখাপড়া করেছি এবং হাফেজ হয়েছি মাওলানা শেষ করেছি। তারপর আমি এই মসজিদে খেদমত নিয়েছি।
সারাদিন আমি অবসর থাকি এজন্য অনেকদিন যাবত অনলাইনে কাজ খুজতেছিলাম ।এর আগে অনেক কাজ করেছি কিন্তু সবগুলো ফেক ছিল। কিন্তু এই কাজটা আমার কাছে অনেক ভাল মনে হয়েছে এজন্য এই কাজটি করছি। একটি কথা আছে কষ্ট না করলে কেষ্ট মিলে না এজন্য ভালো ফলাফলের জন্য অবশ্যই অনেক কষ্ট করতে হবে। তবেই তো ভালো ফলাফল পাওয়া যাবে। আর কোন কাজকে ছোট না মনে করা। কথায় আছে বিন্দু বিন্দু বালু কনাও একদিন সমুদ্র হয়ে যায়। আর বড় হতে হলে অবশ্যই কষ্ট করতে হবে ।এ জীবনে যারা বড় হয়েছে তারা সবাই কষ্ট করে বড় হয়েছেন ।কেউ অলসতায় বড় হতে পারে নাই ।অবশ্যই কষ্ট করে বড় হতে হবে। সবাই সাপোর্ট করবেন দোয়া করবেন যেন গ্রুপের রুলস মেনে আমি কাজ করতে পারি এবং সবার সাথে মিলেমিশে থাকতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন ।আসসালামু আলাইকুম।
শান্তিপূর্ণ এই কমিউনিটিতে আপনাকে স্বাগতম।
আপনার পোষ্টের মধ্যে একটা পয়েন্টের বিষয়ে না বললেই নয়,
আপনি ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করেছেন বিষয়টা নিয়ে দুঃখ পাওয়ার কোন প্রয়োজন নেই।
আপনি একজন হাফেজ, আমার মতে এতে আপনার শিক্ষা অনেক বেশি। কারণ আমরা যতই শিক্ষিত হই না কেন কোন কিছু আমাদের পক্ষে পুরোপুরি মুখস্ত রাখা সম্ভব নয় তবে আপনি পবিত্র কোরআন শরীফ মুখস্ত রেখেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে স্টিমিট প্ল্যাটফর্মে স্বাগতম, বর্তমানে ব্লকচেনে স্টিমিট প্ল্যাটফর্ম এক নম্বরে রয়েছে, আশা করি এ প্লাটফর্মে আমাদের পরিবারের সাথে কাজ করে আপনার অনেক ভালো লাগবে, এবং আপনার সাথে আমরা দীর্ঘ সময় একসাথে কাজ করতে পারবো। আপনার পরিচয় পোস্ট দেখে ভালো লাগলো, ধন্যবাদ সুন্দর পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@arif567 স্টিমিট প্লাটফর্ম তথা আমাদের কমিউনিটিতে আপনাকে স্বাগত জানাই। আশা করি, একসাথে অনেকটা পথ অতিক্রম করার মানসিকতা নিয়েই আমাদের সাথে যুক্ত হয়েছেন। এই প্লাটফর্মে কাজ করতে হলে সর্বপ্রথম ধারাবাহিকতা ও নিয়মাবলি মেনে চলাটা আবশ্যক। কার্য বিষয়ে কোনো সমস্যা দেখা দিলে ডিসকর্ডে যোগাযোগ করলে সেটার সমাধান পেয়ে যাবেন আশা রাখি। শুভকামনা রইল আপনার জন্য। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
স্বাগতম বন্ধু। এতদিন পর একটা মনেরম কমিউনিটিতে যুক্ত হতে পেরেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit