বৃষ্টির দিন দ্বিতীয় পর্ব
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই কেমন আছেনআশা করি সকলে ভালো আছেন ।আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে আমিও অনেক ভালো আছি।
আজকে আমি বৃষ্টির দিন দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব ।এটা আমার প্রতিদিনের ব্লগ বলতে পারেন।গত দুইদিন যাবত অনেক বৃষ্টি পরতেছে। গতকাল অনেক বৃষ্টি পড়েছে আজকেও অনেক বৃষ্টি। তো সারাটা দিন কোন বিদ্যুৎ নেই ,মোবাইলে চার্জ নেই ,খুব কষ্টে যাচ্ছে ।যাহারা এন্ড্রয়েড ফোন ব্যবহার করে তাদের ফোনে যদি চার্জ না থাকে, আর যদি সে ব্যক্তি অনলাইনে কাজ করে থাকে তাহলে তার যে কি পরিমান কষ্ট লাগে তা ঐ ব্যক্তি বলতে পারবেন।
তো ফজরের সময় ঘুম থেকে উঠে আজকে একটু তাড়াতাড়ি উঠেছি কারণ ওই সময় আমি একটা জায়গাতেই আমি ফোনটি চার্জে লাগিয়েছি। আর আজকে অনেক বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে তাই খুব বেশি ভয় লাগতেছিল।ঘুম থেকে ৪:৩০ এ উঠে মসজিদে রওনা হয়েছি ।মসজিদে গিয়ে আযান দিলাম, তারপরে অজু করে এসে নামাজ পড়লাম। নামাজ পড়ার পর অপেক্ষা করলাম বৃষ্টি চলে যায় কিনা ।কিন্তু বৃষ্টি তো গেলইনা আরো নতুন করে বৃষ্টি বেশি পড়তে শুরু করল।
আমার অনেক খারাপ লাগতেছিল কারণ, আমি আজ চারটি দিন যাবত মক্তবের ছাত্রদেরকে পড়াইতে পারতেছি না। কারণ তারা যদি এভাবে কয়েকদিন না পড়তে আসে তাহলে , তাহলে তারা পড়াগুলো ভুলে যাবে। এজন্য আমার খারাপ লাগতেছিল। আমি অনেকক্ষণ সময় অপেক্ষা করছিলাম কিন্তু বৃষ্টি থামেনা। তারপর আমি রুমে চলে আসি এবং এবং একটি বড়সড় একটি ঘুম দেই ।ঘুম থেকে উঠে বারোটার সময় উঠে গোসল করি। গোসল করে আবার জোহরের নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করলাম।
মসজিদে গিয়ে জোহরের নামাজের জন্য আযান দিলাম। আযান শেষ করেন আমাদের জন্য প্রস্তুতি গ্রহণ করলাম ।নামাজ শেষ করে দুপুরের খাবার খেয়ে অপেক্ষা করতেছিলাম কখন বিদ্যুৎ আসবে। এবং আমি আবার কখন অনলাইনে কাজ শুরু করব। আজ দুইটি দিন যাবত ভালোভাবে কোন অনলাইনের কাজ করতে পারতেছি না এজন্য মনটা অনেক খারাপ লাগতেছিল। তো এভাবেই সময় যাচ্ছিল তারপর এভাবেই আসরের নামাজের আগ পর্যন্ত চলতেছিল।
আসরের নামাজ পড়লাম। আসর নামাজের প্রায় ২০ মিনিট পর বিদ্যুৎ চলে আসলো ।আমি রুমে এসে আমার ফোনটি চার্জ দিলাম তো ফোনে কিছু চার্জ হল তারপর আমি অনলাইনে কাজ শুরু করলাম মাগরিবের নামাজ পড়ে ।এশার নামাজ পড়ে খাবার খেয়ে আবার কাজ শুরু করলাম। এভাবে আমার আজকের সারাদিন অতিবাহিত করলাম
তো সবাই দোয়া করবেন যাতে ভালোভাবে অনলাইনে কাজগুলো করতে পারি। আমিন।আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ
বৃষ্টির দিনে সবারই কম বেশি অসুবিধা হয়। বিশেষ করে যারা গ্রামে থাকে তাদের একটু বেশি অসুবিধা হয়। কারন এখন মোবইল সবার নিত্যপ্রয়োজনীয় একটা জিনিস। আজ দুইদিন ধরে গামে বিদ্যুৎ নাই তাই পরিবারের সাথে একরকম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। হয় আগামী কাল ঠিক হয়ে যাবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই একদম সত্যি কথা বলেছেন।
এমনিতেই মোবাইলে চার্জ থাকে না, এরপর কাজ করার কারণে মোবাইলে চার্জ একদমই থাকেনা। এদিকে অতিরিক্ত বৃষ্টির কারণে কারেন্ট থাকে না। একটা ভোগান্তিতে পড়েছি, ভাই ধন্যবাদ অনেক সুন্দর লিখেছেন এবং সবগুলোই বাস্তবতার সাথে অনেক বেশি মিল। বিশেষ করে এটা আমার সাথে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit