"নমস্কার বন্ধুরা"! আশা করি সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আমি এক ভিন্ন ধরনের গল্প নিয়ে হাজির হয়েছি।আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক.......
গায়ে হলুদের পর পরই হৃধি তার বৌদিদির কাছে তার ফোন চাইলে তার বৌদিদি তাকে বললো যে আকাশ তাকে অনেক বার কল করেছে। হৃধি শোনা মাত্রই তার মাথা ঠিক রাখতে পারে না। তৎক্ষনাৎ সে রুমে গিয়ে সাথে সাথেই আকাশকে কল করে দেয়। কল দিয়ে হৃধি আকাশকে অনেক বকাবকি শুরু করে। তবে অপর পাশ থেকে আকাশ একটি কথাও বলে না,নিরবে শুধু হৃধির কথা শুনে যায়।
ঠিক যেমন প্রথম দিন সে হৃধির কথা শুনেছিল বিতর্ক প্রতিযোগিতায়। হৃধির সাথে আকাশের পরিচয় একটি বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে। হৃধি তার কলেজের পক্ষ থেকে আকাশের কলেজে গিয়েছিল বিতর্ক প্রতিযোগিতায় তার কলেজকে উপস্থাপন করতে। সে দিন প্রথম আকাশের হৃধির সাথে দেখা হয়েছিল। এবং প্রথমবার আকাশ হৃধির কথা শুনে কোনো কথা বলতে পারেনি।
অল্প কিছুক্ষনের জন্য আকাশ সব কিছু ভুলে গিয়েছিল। সেদিন একজন জাতীয় পর্যায়ে জেতা বিতর্ক প্রতিযোগী তার কলেজের ছোট্ট একটা বিতর্ক প্রতিযোগিতায় তার কলেজকে জেতাতে পারেনি। এতে আকাশের কোনো আক্ষেপ ছিল না। কারণ এই হারের মাধ্যমেই সে প্রথম হৃধির সাথে কথা বলার সুযোগ পেয়েছিল।
পরবর্তীতে হৃধি আকাশের সাথেই বিভিন্ন জায়গায় বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহন করতো। আস্তে আস্তে তাদের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল।আকাশের প্রথম দিন থেকেই হৃধির উপর মুগ্ধতা কাজ করতো। কিন্ত আকাশ তা কোনো দিন প্রকাশ করেনি। হৃধিই প্রথম আকাশকে তার ভালোবাসার কথা বলেছিল।
সে দিন আকাশ প্রথম কেঁদেছিল হৃধির মুখে "ভলোবাসি" কথাটা শুনে। তার অনেক দিন পর আকাশ যেদিন হৃধির হাত ধরেছিল তখন সে হৃধিকে বলেছিল "যাবেনাতো কোনো দিন আমার এই হাতটা ছেড়ে "। হৃদি উত্তরে বলেছিল "যতদিন শ্বাস-প্রশ্বাস আছে ততোদিন আমি তোমার সাথেই আছি"।
আকাশের এখনো প্রত্যেকটা তারিখ, সময় সব কিছু মনে আছে।কবে হৃধি তাকে ভালোবাসি কথাটা বলেছিল, আকাশ প্রথম কবে হৃদির হাত ধরেছিল, তাদের প্রথম আলিঙ্গন, তাদের প্রথম চুম্বন, তাদের একসাথে কাটানো প্রত্যেকটা মূহুর্ত আকাশের মনে আছে। ভুলে গেছে শুধু হৃধি।
সে এখন আর চায় না আকাশের সাথে থাকতে। হৃধি খুব সহজেই তার দেওয়া কথা গুলো ভুলে গেছে। সে এখন আর কিছুই মনে করতে চায় না। আকাশ দুদিন আগে আবার হৃধির জন্য হৃধির সামনে কেঁদেছিল। ছোট বাচ্চাদের মতো কেঁদেছিল যেন হৃধি তাকে ছেড়ে না চলে যায়। হৃধির আর কোনো আক্ষেপ নেই আকাশকে নিয়ে।
সে খুব সহজেই আকাশের কথা ভুলে তার বাবার ঠিক করা ছেলের সাথে আজ বিয়ে করছে। গোধূলি লগ্নে আজ হৃধির বিয়ে। আকাশ এখনো একথা বিশ্বাস করতে পারছে না, ভাবছে সে সপ্ন দেখছে। একটু পরে তার ঘুম ভেঙে গেলে সে দেখবে হৃধি তাকে অনেক বার কল করেছিল এবং সে কল ধরতে পরেনি। তাই হৃধি এখন তাকে কল করে বকা দিচ্ছে। কিন্তু না এবার এমনটা আর হলো না। আকাশের আর ঘুম ভাঙলো না। আকাশ সেদিন সন্ধ্যায় হৃধিকে ফোনে বলেছিল "শেষ বারের মতো বলো ভালোবাসি "
হৃধি অপর পাশ থেকে বললো,"বর যাত্রি এসে গেছে, এখন আমি যাব"...........!