নমস্কার বন্ধুরা! আশা করি সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আমি এক ভিন্ন ধরনের গল্প নিয়ে হাজির হয়েছি।আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক.......
ঘরের বাতি জ্বালিয়ে আমি মাত্রই ডাইরিটা খুলে বসে ছিলাম টেবিলে। এই ডাইরিটা তারই দেওয়ার ছিল। গত দু'বছরে এই ডাইরিতে আমি একটি কলমের আঁচড়ও কাটিনি। আজ নিজের খুব ইচ্ছা হচ্ছে ডাইরিটিতে কিছু লেখার। যেগুলো তার সাথে আমার স্মৃতি জড়িয়ে আছে ছায়ার মতো। হ্যাঁ সে আমার জীবনের ছায়া সঙ্গী হিসেবে ছিল। অন্ধকার নামা মাত্রই তার অস্তিত্ব বিলীন হয়ে গেছে আমার জীবন থেকে।
এই ডাইরিতে অর্ধেক হাতের লেখা তার। ডাইরিটি সে আমার জন্মদিনের উপহার হিসেবে দিয়েছিল। দু'দিনে অর্ধেক ডাইরি লিখে বলেছিল বাকি অর্ধেক তোমার জন্য বরাদ্দ রইল। কিন্তু সময়ের অভাবে আমার আর লেখা হয়ে ওঠেনি। কারন তার সাথে থাকা কালে সময় যে কিভাবে কেটে যেত তা আমি টেরই পেতাম না। আমি যত্ন করে তুলে রেখেছিলাম ডাইরিটা দীর্ঘ পাঁচ বছর ধরে। লেখা হয়নি আর কিছুই। এখন তার কথা ভাবতে ভাবতে দিন কেটে যায়। ভুলতে পারিনি আজও তাকে।
এখনো তার বাসার সামনে দিয়ে আসার সময় বুকে চিনচিনে ব্যথা অনুভব হয়। কতগুলো মাস নাকি বছর পর তার বাসার সমনে দিয়ে এসেছি ঠিক মনে পড়ে না। শুধু মনে পড়ে তাকে নিয়ে সাজিয়ে রাখা ছোট্ট একটা গল্প। কতই না স্বপ্ন সাজিয়েছিলাম তাকে ঘিরে। সে গল্প আজও বাস্তবে সফল হয়নি। থাক সেই গল্পটা অন্য একদিন বলবো আপনাদের সাথে। আজ তার গল্প বলি তার নতুন জীবনের গল্প!
বছর দুই আগে সে বিয়ে করেছে তার পরিবারের পছন্দের ছেলেটিকে। ছেলেটি আমার থেকে দেখতে অনেক সুন্দর, শিক্ষিত এবং ব্যাংকে চাকরিও করে।বিয়ের পর তার সাথে প্রথম যেদিন দেখা হয়েছিল সেদিন প্রথম প্রথম সে কথা বলতে ইতস্তত বোধ করতেছিল। কেননা তার সাথে তার স্বামী ছিল। আজ ওদের দুজনকে দেখে নিজের খুব খারাপ লাগছিল। তাদের দুজনকে একসাথে দেখে মনের ভিতর ঝড় বয়ে যাচ্ছিল।
যেখানে তার সাথে আমার থাকার কথা ছিল সেখানে আজ অন্য কেউ। নিজেকে অনেক ছোট মনে হচ্ছিল। হঠাৎ চোখ জ্বালা করে জল নামলো একটুখানি। গলায় বিধলো শূলের মতো তীক্ষ্ণ কিছু একটা। আমি ওদেরকে বুঝতে না দিয়ে সরে চলে আসলাম। খেয়াল করে দেখলাম আমার সেই প্রিয় মানুষটা বিয়ের পর অনেকটা বদলে গেছে। অনেকটা সুন্দর হয়েছে বটে। তাকে বউ সাজে দেখতে খুব ভালো লাগছিল। এখন সে অন্য কারোর। বেশি কথা না বলে তাদেরকে বিদায় দিয়ে চলে আসলাম।
এক মুহূর্তের এইটুকু দেখায় এলোমেলো হয়ে গেলাম পুরনো সেই আমিটা। সে তো আজও আমারই রয়ে গেলো। শুধু আমি তার হতে পারলাম না। এই আমি আর সেই আমিটা নেই। বদলে গেছে সবই। শুধু রয়ে গেছে তার স্মৃতিটুকু.......
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা অনেক অস্থির হয়েছে আপনার গল্পটি। আমি যখন আপনার গল্পটি পড়তে ছিলাম। আপনার গল্পের যে ভালোবাসা প্রিয়তমা ছিল সে একটি ডাইরি আপনাকে উপহার দেয় এবং ডায়েরির অর্ধেক পৃষ্ঠায় সে লেখে এবং বাকি অর্ধেক পৃষ্ঠা আপনার জন্য রেখে দেয়। অনেক ভিন্ন রকম ভালোবাসা ছিল, যা শেষ করবেন আপনি। এমনই হয় দাদা, ভালোবাসার মানুষকে যখন না পাওয়া যায়। তখন দিনের আলো গুলো, অন্ধকার লাগে। আপনার জন্য দোয়া রইল এত সুন্দর একটি গল্প আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ দাদা। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটা মন্তব্য করার জন্য। ভালোবাসা এমন একটা জিনিস যা আমাদেরকে বদলে দেয়। ভালোবাসার মানুষটির জন্য আমরা সব কিছু করতে রাজি। কিন্তু সেই ভালোবাসার মানুষটি যদি এর মূল্য না দেয় তাহলে সেই ভালোবাসা বৃথা।
ভালো থাকবেন দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার লেখাটা পড়ে মনে হলো যেন হৃদয়ের গভীর এক চাপা কষ্টের গল্প শুনলাম। আপনার অনুভূতিগুলো এতটা জীবন্ত যে মনে হলো চোখের সামনে সবকিছু ঘটছে। অতীতের সেই স্মৃতির টান আর হারিয়ে যাওয়া ভালোবাসার বেদনা সবকিছুই গভীরভাবে স্পর্শ করলো। জীবন হয়তো এমনই, কিছু স্বপ্ন কখনো বাস্তবে রূপ নেয় না। আপনার এই যন্ত্রণার মাঝেও যে লেখা এত সুন্দর হতে পারে, তা প্রমাণ করলেন। আশা করি সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে। আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটা মন্তব্য করার জন্য। আসলেই আপু ঠিক কথা বলেছেন আমাদের প্রত্যেক এর জীবনে এমন কিছু কিছু স্বপ্ন আছে যা কখনো বাস্তবে রূপ নেয় না। এই স্বপ্ন গুলো বাস্তবে রূপ নিলে আমাদের জীবন হয়তো আরো সুন্দর হয়ে যেতো।
ভালো থাকবেন আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালোবাসার মানুষ যখন চলে যায় সত্যি অনেক কষ্ট লাগে।। আর হ্যাঁ ভালোবাসার মানুষের সাথে কাটানো সময় যেন মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যায়।। আর যখন ভালোবাসার মানুষের অন্য কোথাও বিয়ে হয় ওই সময়ের কষ্টটা কাউকে বলে বোঝানোর মতো না।। ডাইরির পাতা আজও ফাঁকা পড়ে আছে আশা করি অপূর্ণ ডাইরিটা পূর্ণ করে দিবেন।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি সর্বদাই সবার কাছে একটা দোয়া করি এবং আল্লাহর কাছেও দোয়া করি যেন এ পৃথিবীর প্রতিটা ভালবাসার মানুষ তাদের প্রিয় মানুষটাকে নিজের করে পায় তবে অনেকের ক্ষেত্রেই দেখেছি তারা যখন তাদের ভালোবাসার মানুষকে কাছে পায় তখন তার মর্যাদা দিতে পারে না আবার অনেকের ক্ষেত্রে দেখেছি যখন তাদের ভালোবাসার মানুষ হারিয়ে যায় তখন বুঝতে পারে হারিয়ে যাওয়ার কষ্ট কতটুকু আপনার আজকের গল্প বাস্তবতা তুলে ধরেছে আশা করি সেই মানুষটা ভালো আছে যে কিনা আজকে তার প্রিয় মানুষের স্মৃতি নিয়ে ব্যস্ত আছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মানুষ হলো ভালোবাসা প্রিয় প্রাণী। ভালোবাসা সত্যি মানুষকে অনেকটা বদলে দেয়৷ যে ভালোবাসায় মর্যাদা আছে, সম্মান আছে সে ভালোবাসা কখনোই শেষ হবার নয়। যখন ভালোবাসার মানুষ হারিয়ে যায় তখন তার যে কষ্ট তা শুধু মাত্র তারাই বুঝতে পারে যে হারিয়ে।
ভালো থাকবেন আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit