3D ইলিউশনস (৪.০)

in hive-120823 •  4 days ago 

নমস্কার বন্ধুরা! আশা করি সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে ভিন্ন ধরনের একটি 3d পেন্সিল স্কেচ নিয়ে হাজির হয়েছি৷ চলুন আর বেশি দেরি না করে শুরু করে দেই আমি কিভাবে স্কেচটা সম্পূর্ণ করলাম...

1000009807.jpg

|ছবিটা ভালো ভাবে বোঝার জন্য ফোনটা একটু দূরে ধরুন।🙏

ছবিটা দেখে মনে হচ্ছে না? একটা গর্তের ভিতর থেকে চারকোণা একটা বস্তু উঠে আসছে!

আমি আগের পোস্টেই বলেছিলাম যে আমাদের গ্রামে যে নাম যজ্ঞ হবে তার জন্য কালেশনে গিয়েছিলাম। যার কারণে আমার পোস্ট কিছুটা কম হচ্ছে। গতকালও আমি নাম যজ্ঞের কালেশনে গিয়েছিলাম গ্রামের বাইরে। আগের থেকে কিছু যানা ছিল না।

সকালে ছোট ভাইরা ঘুম থেকে ডেকে নিয়ে গিয়েছিলো জোর করে। কালকে সারাদিনই ছিলাম কালেশনে বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল। রাতে বাড়ি ফিরে মাথা ব্যথার কারণে কোনো কাজই ঠিক মতো করতে পারি নি। রাতে স্নান করেই ঘুম পড়ে পড়েছিলাম না খেয়ে। পরে রাত ১২ টার সময় ঘুম থেকে মা ডেকে তুলে অল্প পরিমানে ভাত খাওয়ায়ে দিয়েছিল।

তারপর আজকে সকালে উঠে ফ্রেশ হয়েই বসে গেলাম আঁকাতে। যেহেতু গত দুদিন কেনো পোস্ট করতে পারি নি এজন্য সকালে উঠেই না খেয়ে আঁকাতে বসে গেলাম। আঁকানো শেষ করেই তাই আজকে অন্য কাজ করেছি। আঁকানোর পর নুডুলস রান্না করে খেয়ে বাইরে গিয়েছিলাম একটু ঘুরতে।

অনেক কথা হলো এখন চলুন আজকে আমার 3d স্কেচটা কিভাবে আঁকলাম তার প্রতিটা ধাপ সহ আপনাদের মাঝে তুলে ধরি........

উপকরণ

1000009808.jpg

একটি ড্রইং খাতা, পেন্সিল, রাবার, পেন্সিল কাটার,কাটা কম্পাস, স্কেল। একটি 2b পেন্সিল, একটি 6b পেন্সিল। কারণ একটি দিয়ে ড্রইং এর বেজ তৈরি করেছি এবং আরেকটি দিয়ে স্কেচ করি। আজকে একটি মার্কার কলম ও ব্যবহার করেছি। কারণ 3d স্কেচ করার জন্য মার্কার কলম অত্যাবশ্যক।

১ম ধাপ

1000009809.jpg

প্রথমে খাতার চারপাশে আজকে একটু বেশি জায়গা রেখে স্কেল ব্যবহার করে দাগ কেনে নিলাম। করণ এই দাগের ভিতরেই আজকের স্কেচটা সম্পূর্ণ করবো।

২য় ধাপ


1000009798.png

আজকের আঁকানোর জন্য প্রতিটা ধাপেই স্কেল ব্যবহার করতে হয়েছে। প্রথমে স্কেলের সাহায্যে নির্দিষ্ট একটা মাপ নিয়ে চতুর্ভুজ আঁকায় নিলাম।

৩য় ধাপ


1000009799.png

তারপর আড়াআড়ি ভাবে চতুর্ভুজের মাঝ বরাবর একটা দাগ দিয়ে নিলাম এবং নির্দিষ্ট একটা মাপ নিয়ে দুই পাশ দিয়ে দুইটা দাগ দিয়ে নিলাম। দাগ দপওয়ার পর চতুর্ভুজের ভিতের আরোও একটা ছোট চতুর্ভুজ আঁকায় নিলাম।

৪র্থ ধাপ

1000009800.png

ছোট চতুর্ভুজ আঁকানোর পর চতুর্ভুজের নিচের দিক থেকে বাঁকা করে দুটো দাগ দিয়ে নিলাম। দাগ দুটো দেওয়ার পর আমার আঁকানো শেষ হলো।

৫ম ধাপ

1000009801.png

সবকিছু আঁকানোর পর এবার স্কেচ ও কালার করার পালা। প্রথমে কালার দিয়ে শুরু করলাম। চতুর্ভুজের একপাশের কিছু অংশ ভালো করে কালার করে নিলাম।

৬ষ্ঠ ধাপ

1000009802.png

আজকের আঁকানোয় কালার অনেকটা কম। কালার করার পর স্কেচ করার পালা। প্রথমে যে যে অংশ কালার করব সেই অংশ গুলো আগে কালার করে নিলাম এবং আঁকানো ও স্কেচ করার পর অতিরিক্ত যে দাগ গুলো ছিল সেগুলো রাবার দিয়ে মুছে নিলাম।

৭ম ধাপ

1000009803.png

তারপর চতুর্ভুজের বাকি অংশ টুকু ভালো করে স্কেচ করে নিলাম এবং পরে হালকা একটু তুলা দিয়ে স্কেচটা মিশিয়ে নিলাম।

৮ম ধাপ

1000009804.png

স্কেচ মিশানোর সময় পেন্সিলের অনেক কালি বাইরে চলে যায় সেই কালি গুলো রাবার দিয়ে ভালো করে মুছে নিলাম। কারণ ঐ দাগ গুলো থাকলে আঁকানোটা ভালো দেখায় না।

ফাইনাল লুক

1000009806.jpg

আজকে আঁকাতে আমার বেশি সময় লাগি নি। কিন্তু সঠিক পজিশন থেকে ছবি তুলতে আমার অনেক সময় লগেছে। যাইহোক দীর্ঘ কয়েক ঘন্টা আঁকানোর পর এটাই আমার ফাইনাল লুক।

আশা করি আপনাদের আমার আঁকানো 3d স্কেচটা ভালো লাগবে। আপনারা আমাকে সাপোর্ট করলে ভবিষ্যতে আরো নিত্য নতুন স্কেচ নিয়ে হাজির হবো। আপনারা শুধু আমার পাশে থাকবেন এবং আশীর্বাদ করবেন। ভালো থাকবেন সবাই।

'সমাপ্ত'

"ধন্যবাদ সবাইকে"

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...

TEAM 7 ¡Congratulations! This post has been voted through steemcurator07. We support quality posts, good comments anywhere and any tags.

1000098952.png

Curated By: @muzack1

Thank you so much for supporting me... 🥰

আপনাদের গ্রামেও নাম যজ্ঞ হয় যেটা আসলে তো নয় ভাইয়ের পোস্টে সাধারণত পড়েছিলাম তবে আপনাদের ওখানেও হয় যেখানে আপনারা কালেকশনে গিয়েছেন যার কারণে আপনার পোষ্টের সংখ্যা অনেক কম তবে চেষ্টা করবেন আসলে যে কোন জায়গায় আপনি অজুহাত না দিয়ে যদি চেষ্টা করেন তাহলে আপনি অবশ্যই পারবেন আবারো থ্রিডি স্টেপ আমাদের সাথে শেয়ার করেছেন ধন্যবাদ ভালো থাকবেন।