আমি আর তুমি। 👩‍❤️‍👨

in hive-120823 •  11 days ago  (edited)

"নমস্কার বন্ধুরা!"
আশা করি সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আমি আবারও নতুন একটি গল্প নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন আর বেশি দেরি না করে শুরু করে দেই.......

1000007219.jpgSource

রকি দ্যা রকস্টার-এক নামে সবার কাছে পরিচিত। বর্তমান সময়ে রকি দেশের বড় মাপের একজন গায়ক। তার কন্ঠে জাদুতে দেশের মানুষকে সব সময় মাতিয়ে রাখে। হচ্ছে শুধুমাত্র গানই নয় আচার-আচরণ এবং কথাবার্তায় মানুষের কাছে খুব পছন্দের পাত্র। দেশের এমন খুব মুশকিল যে রফির কন্ঠের গান শোনে নাই। একটি দুর্বল জায়গা আছে সেটি হলো রিতা।

রিতা সিক্রেট পুলিশ টিমের লিডার। সে এমন একজন পুলিশ যার চোখের ইশারায় সবার হৃদয় কাঁপে। ছোটবেলা থেকেই খুব কষ্ট করে আজ এই পজিশনে এসেছে সে। তার মস্তিষ্ক যেন একটা সুপার কম্পিউটার। যে কোন পরিস্থিতিতে তার লড়াই করার ক্ষমতা তাকে অন্যদের তুলনায় আলাদা করেছে। এত সহজে পুলিশ অফিসার একজনের কাছে খুব নমনীয়। সেটা আর কেউ নয় আমাদের গল্পের নায়ক রকি দ্যা রকস্টার।

1000007221.jpgSource

তাদের দুজনের গল্পটা শুরু হয় এখান থেকে ঠিক পাঁচ বছর আগে। যখন রকি ও রিতা এক ইউনিভার্সিটিতে পড়াশোনা করতো। এখন শেষ বছর ছাত্র তখন রিতা সবে নতুন ইউনিভার্সিটিতে এসেছে। কোন ককাতালিয় ভাবে রকে রিতার প্রেমে পড়ে যায়। একে অপরকে খুবই ভালবাসতো। সেই সময় ছিল তারা দুজনে একে অপরের ছায়া। তারা দুজনে প্রতিজ্ঞা করে তারা সারা জীবনই এমনই ছায়া সঙ্গী হিসেবে থাকবে।

কিন্তু ভাগ্য তাদের বেশি দিন একসাথে থাকতে দেয়নি। রকি তার গানের জন্য ফ্রান্সে চলে যায়। আর অন্যদিকে রিতা ইউনিভার্সিটি শেষ করে পুলিশের সিক্রেট টিমে যোগ দেয়। দুজনই তাদের কর্মসূত্রের কারণে একে অপরের থেকে আলাদা হয়ে যায়। তখন তাদের মধ্যে দূরত্ব অনেকটা বাড়তে লাগলো। একে অপরের সাথে ঠিকমত কথা হতো না। দুজন দুজনের কাছে খুব ব্যস্ত ছিলো। তারপর হঠাৎ একদিন রিতা যখন দু'বছর পর রকির ফিরে আসার খবর পেল, তখন সে মনে মনে অনেক খুশি হলেও তার হৃদয়ে জমা ছিল অনেক অভিমান।

1000007220.jpgSource

যখন রাকি দেশে ফিরে আসে, তখন তাদের মধ্যে পড়ে থাকা অভিমান আর সময়ের দূরত্ব মুছে দেওয়ার সুযোগ সামনে চলে আসে। দেশে আসার পর যখন রকে একটা বড় কনসার্টে গান গেতে যায়। তখন সেই কনসার্টে রিতাও হাজির ছিল। রকি কনসার্টের রিতা কে উৎসর্গ করে একটি গান গেয়েছিলো, "বিস্মৃতির মাঝে তুমি আমি"। এই গান শুনে রিতা অনেকটা নরম হয়ে গেলে রাগ অভিমান শেষে তারা আবারও এক হয়ে যায়।

গানের সুরের সঙ্গে মিশে গেলে শত যুদ্ধের গর্জন ভালোবাসার মাঝে শেষ হয়ে গেল শত রাগ অভিমান। তারা আগের মতো আবারো দুজন দুজনের ছায়া সঙ্গী হয়ে রয়ে গেল। তার কিছু দিন পর তারা আর দেরি না করে পরিবারের সম্মতিতে বিয়ে করে ফেলে। এখন তারা দুজনে সুখে শান্তিতে সংসার করছে।

সমাপ্ত

"ধন্যবাদ সবাইকে"

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...

প্রথমে আপনাকে বলব এত সুন্দর একটি গল্প আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা। গল্পটি পড়ে সত্যিই খুব ভালো লেগেছে। আমি তো গল্পের কিছু মাঝের অংশ পড়ে ভাবছিলাম। রকি আর রিতা তারা দুইজন হয়তো আলাদাই থাকবে পরবর্তী লাইনে যখন আমি পড়লাম তখন দেখলাম তাদের মধ্যে আবার নতুন করে ভালোবাসা ফিরিয়ে চলে আসছে। যা পরে অনেক ভালো লাগলো। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ভালোবাসা সত্যিই সুন্দর যদি সেটা প্রিয় মানুষের সাথে নিজের আগামী দিনের পথ চলাকে অনেক বেশি শক্ত করে রিতা এবং রকি একে অন্যের সাথে প্রেমের সম্পর্কে আবদ্ধ। তবে নিজেদের ক্যারিয়ারের পেছনে দৌড়াতে গিয়ে দুইজনের মধ্যে অনেক বেশি দূরত্ব সৃষ্টি হয়েছে হয়েছে অভিমান। ভালোবাসার মানুষ যদি সত্যি কারের ভালোবাসাটা সঠিক জায়গায় প্রকাশ করতে পারে তাহলে কিন্তু অনেক অভিমানের পরেও সেখানে ভালোবাসায় আবারো বাসা বাঁধতে শুরু করে। যেমনটা আমরা রিতা এবং রকি র বেলায় দেখেছি। তাই আমি সবাইকেই অনুরোধ করব ভালোবাসার মধ্যে যত মান অভিমান দূরত্ব সৃষ্টি হোক না কেন নিজের প্রিয় মানুষকে কখনোই একা ছাড়বেন না ধন্যবাদ চমৎকার গল্প শেয়ার করার জন্য ভালো থাকবেন।

আপনার পোষ্টটি পড়ে সত্যিই মন ছুয়ে গেল ।কাহিনীটা সত্যিই খুব সুন্দর এবং হৃদয়স্পর্শী।রকি আর রিতার গল্পে প্রেম, অভিমান, এবং সমঝোতার সুন্দর মিশ্রণ দেখলাম। তাদের সম্পর্কের গতি এবং গানটি কতটা আবেগপূর্ণ ছিল, সেটা পড়তে খুব ভালো লাগলো। আশা করি তাদের মতো আরেকটি গল্প আরও পেতে পারবো! শুভকামনা রইল।

আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে এত সুন্দর একটা মন্তব্য করার জন্য। প্রতিটি ভালবাসায় প্রেম, অভিমান, সমঝোতা সবকিছু থাকবে এটাই স্বাভাবিক। ভালোবাসায় মান-অভিমান না থাকলে আমি মনে করি সেই ভালোবাসা কোনদিন পরিপূর্ণ হয় না। কখনো ভালবাসার মানুষটি আমাদের কোন কাজে কষ্ট পেলে তাকে মানিয়ে নিয়ে চলতে হবে। কারণ তার সাথেই তো আমাদের সারা জীবন কাটাতে হবে।

ভালো থাকবেন আপু।