নমস্কার বন্ধুরা! আশা করি সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আমি এক ভিন্ন ধরনের গল্প নিয়ে হাজির হয়েছি।আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক.......
খুলনা শহরের এক কোণে থাকে রাহুল। ছেলেটি খুবই শান্ত স্বভাবের। বই ছিল তার প্রকৃত জীবনসঙ্গী। বই ছাড়া সে অন্য কিছুই চিন্তা করতে পারত না। জীবনের অনেক কিছু থেকে সে নিজেকে দূরে রেখেছে। কিন্তু তার ভেতরে ছিল এক গভীর অনুভূতির ভান্ডার। অন্যদিকে ঢাকার রীতি একদমই তার বিপরীত। প্রাণবন্ত, চঞ্চল আর শিল্পে মগ্ন। তার দিন কাটতো গান গেয়ে,ছবি এঁকে এবং স্বপ্ন দেখে।
দুজনের পরিচয় হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেখানে রাহুল তার নিজের লেখা একটি গল্প পোস্ট করেছিলো। রীতি সেই গল্পের পোস্টে গিয়ে মন্তব্য করেছিলো, "তোমার লেখা খুব ভালো হয়েছে কিন্তু দৃষ্টিভঙ্গিটা আরো গভীর হতে পারতো"। রাহুল তার মন্তব্য দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলো। সেই এক মন্তব্য থেকে রীতির সাথে রাহুলের কথা বলা শুরু।
প্রথম প্রথম তারা বই নিয়ে গল্প করতো। ধীরে ধীরে কথা ঘুরলো জীবনের গল্পে। রাহুল বলতে শুরু করে, কিভাবে সে একা বড় হয়েছে, কিভাবে একাকীত্ব তার জীবনের সবচেয়ে ভালো বন্ধু হয়েছে। এদিকে রীতি বলে, তার রঙিন জীবনের কথা, যেখানে সুর আর তুলির আচড়ে সে তার নিজের অনুভূতি প্রকাশ করে। তাদের বন্ধুত্ব যেন একটা সেতু হয়ে উঠলো। যা দুটি ভিন্ন মানুষের জীবন একসাথে জুড়ে দিলো।
হঠাৎ একদিন রীতি বলল, "তোমাকে যদি দেখা করতে বলা হয় তুমি কি আসবে"?
রাহুল হেসে বলল, "তোমার সাথে দেখা করার জন্য পৃথিবীর যেকোনো জায়গায় যেতে পারি আমি"।
তবে তাদের দেখা হবার সুযোগ আর হলো না। রীতির মোবাইলটি হঠাৎ একদিন জলে পড়ে নষ্ট হয়ে যায়। তার সোশ্যাল মিডিয়ার একাউন্টটাও সে হারিয়ে ফেললো। নতুন মোবাইল কেনার পর সে রাহুলকে সোশ্যাল মিডিয়ায় খোজার অনেক চেষ্টা করেছিলো, কিন্তু সে সফল হতে পারি নি। অন্য দিকে রাহুল প্রতিদিন রীতির অনলাইনে আসার অপেক্ষায় বসে থাকতো।
দিন, সপ্তাহ, মাস পার হয়ে গেলো কিন্তু রীতীর কোনো খোঁজ পায় না রাহুল। রাহুলের দিনগুলো বিষন্নতায় ভোরে উঠলো। পুরনো কথোপকথন পড়ে সে রীতিকে অনুভব করতো। তার মনে হতো রীতি হয়তো তাকে মনে করছে। কিন্তু এদিকে রীতি বাস্তবের ভিড়ে রাহুলকে ভুলে যেতে বাধ্য হলো।
একবছর পর রাহুল ঢাকায় গিয়েছিল তার এক বন্ধুর সঙ্গে। এক শিল্প প্রদর্শনীতে গিয়ে তার চোখ পরলো একটি ছবিতে। ছবিটিতে একটি মেয়ের, তার চোখে গভীর বিষন্নতার ছোঁয়া। ছবিটির নাম,"হারিয়ে যাওয়া বন্ধু "। রাহুলের মনে হলো এটি নিশ্চয়ই রীতির আঁকা। কিছুক্ষণ খোঁজার পাশে রীতির খোঁজ পেল রাহুল। বহু প্রতীক্ষার পর দেখা হল তাদের। রীতি তার হবু বরকে নিয়ে সেখানে গিয়েছিল। রীতি রাহুলকে দেখে এগিয়ে গেল।
রীতি রাহুলকে বলল,"আমি ভেবেছিলাম তুমি আমাকে ভুলে গেছো"।
রাহুল মৃদু হাসি দিয়ে বললো,"তুমি ভুলতে পারলেও আমি তোমাকে ভুলতে পারিনি কখনো"।
কিছুক্ষণ পর তারা দুজনে দুজনের গন্তব্য স্থানে ফিরে গেলো। তাদের দুজনের গল্পের সমাপ্তি হয়তো এখানেই ছিল। ভবিষ্যতে তাদের আর কথা হয়েছিলো কিনা আমি সঠিক বলতে পারব না।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যিই ভাই গল্পটি মনমুগ্ধকর ছিল।রাহুল আর রীতির, আপনার গল্পটি যখন পড়ে জানতে পারলাম। যে রীতির মোবাইল ফোনটি নষ্ট হয়ে গেছে , এখন আর রাহুলের সাথে রীতি কথা হয় না, প্রায় এক বছর পর যখন দেখা হল দুইজনের। রীতির বিয়ে হয়ে গেছে এটা খুব কষ্টদায়ক বিষয়টি ছিল। অনেক সুন্দর একটি গল্প আমাদের সাথে শেয়ার করেছেন এর জন্য ধন্যবাদ দাদা।ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটা মন্তব্য করার জন্য। রাহুল রীতিকে অনেক পছন্দ করতো রীতিও হয়তো বা করতো, কিন্তু তারা দুজনে দুজনকে কিছু বালার আগে মোবাইল নষ্টের ঘটনাটা ঘটে। এটি না হলে হয়তো আজকে তারা দুজনে একসাথে পথ চলতে পারতো।
ভালো থাকবেন দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গল্পটি খুবই হৃদয়গ্রাহী ও আবেগপূর্ণ ছিল। দুই ভিন্ন পৃথিবীর মানুষের মধ্যে বন্ধুত্বের শক্তি এবং একে অপরকে পাওয়ার আকাঙ্ক্ষা সত্যিই প্রভাবিত করে। রাহুল ও রীতির সম্পর্কের সূচনা, বন্ধুত্ব এবং শেষের পরিণতি অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করেছেন। এই ধরনের গল্পগুলো মানুষকে নিজেদের অনুভূতি সম্পর্কে নতুন করে ভাবতে শেখায়। অনেক ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু এতো সুন্দর একটা মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে এটা সত্য যে বন্ধুত্ব এমনই একটা জিনিস যে দুটি ভিন্ন পৃথিবীর মানুষকেও এক করে দেয়। এখানে রাহুল এবং রীতির মধ্যে হয়তো বন্ধুত্বের থেকে একে অপরকে পাওয়ার অনকে আকাঙ্ক্ষা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তাদের আর এক সাথে থাকা হলো না।
ভালো থাকবেন আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই মজার ও কষ্টের একটি গল্প, জীবনে মাঝে মাঝে অনেক কিছুই ঘটে যায় যেটা আমরা কখনো বুঝতে পারিনা।। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় এরকম হাজারো সম্পর্ক গড়ে ওঠার পর হঠাৎ করেই তা হারিয়ে যায় পূর্ণতা পেয়েও যেন পূর্ণতা পায় না।। ধন্যবাদ এত সুন্দর একটি গল্প শেয়ার করার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টে এতো সুন্দর একটা মন্তব্য করার জন্য। আপনি ঠিক কথাই বলেছেন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অনেক সম্পর্কই গড়ে ওঠে। কিন্তু সে সব সম্পর্কের বেশির ভাগই পূর্ণতা পায় না। এর রকম অনুভূতি সত্যিই খুবই কষ্টদায়ক।
ভালো থাকবেন দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সব ভালবাসার মিলন হয় না আর সব ভালোবাসা এক রকম কখনো হবে বলে আমিও মনে করি না ঠিক তেমনি রাহুল এবং রীতির ভালোবাসাটা ছিল একেবারে অন্যরকম আসলে হঠাৎ করে যদি তাদের মোবাইলটা নষ্ট না হয়ে যেত তাহলে হয়তো বা তারা তাদের ভালোবাসার পূর্ণতা দিতে পারত কিন্তু যেটা উপরওয়ালা আগে থেকেই ঠিক করে রেখেছেন সেটা আমি আর আপনি কখনোই বদলাতে পারবো না ধন্যবাদ চমৎকার গল্প আমাদের সাথে শেয়ার করার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু এতো সুন্দর একটা মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ঠিক কথাই বলেছেন রাহুল ও রীতির ভালোবাসা সত্যিই ভিন্ন ধরনের। রীতির যদি মোবাইল নষ্ট না হতো তা হলে হয়তো গল্পের শেষটা অন্য রকম হতে পারতো।
ভালো থাকবেন আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit