নমস্কার বন্ধুরা! আশা করি সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে ভিন্ন ধরনের একটি 3d পেন্সিল স্কেচ নিয়ে হাজির হয়েছি৷ চলুন আর বেশি দেরি না করে শুরু করে দেই আমি কিভাবে স্কেচটা সম্পূর্ণ করলাম.......
![]() |
---|
আমি আপনাদের মাঝে কিছু দিন যাবত পেন্সিল স্কেচ শেয়ার করে আসছি। আমি অনেক দিন ধারে ভাবছি যে আমি 3d স্কেচ করি, কিন্তু আমি চেষ্টা করেও অনেক বার সফল হতে পারি নি। বিভিন্ন প্লাটফর্ম থেকে বিভিন্ন টিউটোরিয়াল ক্লাস দেখে চেষ্টা করে যাচ্ছি অনেক দিন ধরে।
আজকে ভাবলাম আজকে যে করেই হোক আমি একটা 3d স্কেচ এঁকেই ছাড়বো। যা হবে পরে দেখা যাবে। আমি আসলে মানুষটা কিছুটা এরকমই নিজের মন যা বলে সেটা করা না পর্যন্ত নিজের ভিতর ভালো লাগে না। অনেক জল্পনা কল্পনা শেষে বিকালে আমি আমার খাতা পেন্সিল নিয়ে বসে গেলাম।
আজকে সিদ্ধান্ত নিলাম যতক্ষণ না শেষ হবে নিজের জায়গায় থেকে উঠবো না। 3d স্কেচ এমন একটা বিষয় এ আঁকতে আঁকতে অন্য মনস্ক হলেই বিপদ। স্কেচ টাই নষ্ট হয়ে যায়। আবার এই 3d স্কেচ আঁকাতে অনেক সহজ।
![]() |
---|
আজকে আমি কিছুটা গুহার মতো আঁকানোর চেষ্টা করেছি। 3d স্কেচর সবথেকে কঠিন কাজ হলো এটি সঠিক পজিশনে ছবি তোলা। কারণ 3d স্কেচ এক এক পাশ দিয়ে এক এক রকম লাগে। এজন্য ছবি তোলার সময় সব সময় ক্যামেরার দিকে খেয়াল রাখতে হয়।
কোন পাশ দিয়ে ছবি তুললে 3d স্কেচটা ফুটা উঠবে সেই দিক ভালো করে দেখে ছবি তুলতে হয়। হালকা একটি সমস্যা হলেই ছবিটা আর বোঝা যাবে না। অন্য বাকি সব সাধারণ স্কেচ এর মতো মনে হবে।
অনেক কথা হলো এখন চলুন আজকে আমার 3d স্কেচটা কিভাবে আঁকলাম তার প্রতিটা ধাপ সহ আপনাদের মাঝে তুলে ধরি........
উপকরণ
![]() |
---|
একটি ড্রইং খাতা, পেন্সিল, রাবার, পেন্সিল কাটার,কাটা কম্পাস, স্কেল। একটি 2b পেন্সিল, একটি 6b পেন্সিল। কারণ একটি দিয়ে ড্রইং এর বেজ তৈরি করেছি এবং আরেকটি দিয়ে স্কেচ করি। আজকে একটা নীল কলমও ব্যবহার করেছি।
১ম ধাপ
![]() |
---|
প্রথমে খাতার চারপাশে আজকে একটু বেশি জায়গা রেখে স্কেল ব্যবহার করে দাগ কেনে নিলাম। করণ এই দাগের ভিতরেই আজকের স্কেচটা সম্পূর্ণ করবো।
২য় ধাপ
![]() |
---|
গুহা আঁকানোর জন্য প্রথমে একটা বৃত্ত তৈরি করতে হবে। এজন্য কাটা কম্পাস ব্যবহার করে খাতার মাঝখান থেকে একটু উপরের দিকে বৃত্তটা আঁকায় নিলাম।
৩য় ধাপ
![]() |
---|
তারপর স্কেল ব্যবহার করে নির্দিষ্ট পরিমাণ ফাঁকা রেখে নীল কালির কলম দিয়ে দাগ টেনে নিলাম৷
৪র্থ ধাপ
![]() |
---|
তারপর বৃত্তের ভিতরে স্কেলের সাহায্যে আরো কিছু দাগ টেনে নিলাম এবং একটা অর্ধ বৃত্ত আঁকায় নিলাম।
৫ম ধাপ
![]() |
---|
এবার স্কেচ এর পালা। প্রথমে বৃত্তের ভিতরের অর্ধ বৃত্তটা ভালো করে স্কেচ সম্পূর্ণ করে নিলাম।
৬ষ্ঠ ধাপ
![]() |
---|
তারপর বৃত্তের উপরের অংশটা স্কেচ করে নিলাম।
৭ম ধাপ
![]() |
---|
এবার স্কেচটা মিশানোর পালা। তাই প্রতিদিনের মতো একটু তুলা দিয়ে স্কেচটা মিশিয়ে নিলাম।
৮ম ধাপ
![]() |
---|
এবার 3d স্কেচের সবথেকে কঠিন কাজ সঠিক পজিশন থেকে ছবি তোলা। সঠিক পজিশন থেকে আমর কতো গুলো ছবি তুলতে হয়েছে তা আপনারা উপরের ছবিটা দেখলে বুঝতে পারবেন।
ফাইনাল লুক
![]() |
---|
আজকে আমার আঁকাতে সময় না লাগলেও ফাইনাল ছবি তুলতে অনেক সময় লাগছে। আমি সঠিক পজিশন খুঁজে পাচ্ছিলাম না। এক একটা ছবি তুলছিলাম আর মাকে দেখাচ্ছিলাম। তারপর আবার তনয় দাদাকে ডেকে দেখাচ্ছিলাম যে দাদা হইছে কিনা।
যানিনা আজকে কতদূর কি 3d স্কেচ করতে পরেছি। তবে আজকে প্রথম বার আঁকতে পেরে খুব ভালো লাগছে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এই 3d স্কেচ যখন আঁকা ধারেছি ভবিষ্যতে এর থেকে অনেক ভালো ভালো 3d স্কেচ উপহার দেবো আপনাদের। আপনারা শুধু আমার পাশে থাকবেন এবং আশীর্বাদ করবেন।
Great work.
Manual Curation of "Seven Network Project".
#artonsteemit
ᴀʀᴛ & ᴀʀᴛɪꜱᴛꜱ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসাধারণ কাজ, ৩ডি স্কেচের কৌশল খুবই চমৎকার হয়েছে। আপনার পরিশ্রম এবং মেধা সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতে আরও অনেক ভালো কাজের অপেক্ষায় রইলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@solperez
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you so much for supporting me.... 💚
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit