ভয়। 😯

in hive-120823 •  27 days ago 

"নমস্কার বন্ধুরা!"
আশা করি সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আমি আবারও নতুন একটি গল্প নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন আর বেশি দেরি না করে শুরু করে দেই.......

1000007265.jpgSource

আমি মনে করি, ভয় হলো আগাম বিপদের একটি আশঙ্কা। ভয় একটি স্বাভাবিক ও মনস্তাত্ত্বিক প্রক্রিয়া। মানুষ জীবনের বিভিন্ন সময় বিভিন্ন কারণে ভয় পেতে পারে। প্রতিটা মানুষ মৃত্যু এবং বিপদ আপাদকে প্রচন্ড ভয় পায়। ভায় মানুষের মনে ভীতি সৃষ্টি করে। ভয়ের অনুভূতি আমাদের অনেক ক্ষতি করতে পারে। অনেক সময় এই অনুভূতির কারণে আমাদের বিপুল পরিমাণ ক্ষতি হতে পারে, এমনকি মানুষ এই ভয়ের কারণে মারাও যায়।

ছোট একটি উদাহরণের মাধ্যমে আপনাদের এই বিষয়টা পরিষ্কার করে দেই.......

শ্রেয়া এই বছর এইচএসসি পরীক্ষা দিবে। কয়েক মাস বাদে তার পরীক্ষা। এজন্য প্রতিদিন সকালে সে কোচিং করতে যায়। শ্রয়া একটু ভীতু স্বভাবের মেয়ে। সে কুকুরের ভয় পায় প্রচন্ড। এই শীতের সময়ও তার ভোরবেলা একা একা পড়তে যেতে হয়। শীতকালের সকাল মানে ঘন কুয়াশায় ঘেরা। এমনই এক কুয়াশায় ঘেরা সকালে কোচিংয়ে যাচ্ছিল। এত সকালে রাস্তায় তেমন কোন মানুষ থাকে না।

1000007266.jpgSource

রাস্তাঘাট পুরো শুনশান। চারপাশ বিরাজ করছেন নীরবতা। সে প্রতিদিন পায়ে হেঁটে যেত। পায়ে হেঁটে চলে যায় এত পথ। প্রতিদিনের তুলনায় আজকে একটু বেশি কুয়াশা পড়েছে। কুয়াশার কারণে চারপাশ ভালোভাবে দেখাই যাচ্ছে না। হাঁটতে হাঁটতে হঠাৎ তার কানে এলো কতকগুলো কুকুরের হুংকারের শব্দ। তাদের বিকট আওয়াজে কিছুক্ষণের মধ্যে নিস্তব্ধ পরিবেশ কলোরবে ভরে উঠলো। হিংস্র কুকুরগুলো তার দিকেই দৌড়ে আসছে।

শ্রেয়া ভয়ে গুটি শুটি মেরে আসলো। ভয়ে তার শরীর, হাত-পা কাঁপতে থাকলো। শ্রেয়া প্রচণ্ড কুকুরকে ভয় পায়। আতঙ্কিত হয়ে কি করবে বুঝতে না পেরে জোর পায়ে শ্রেয়া রাস্তার মাথায় চলে গেল। কিন্তু কুকুরগুলো তার পিছু ছাড়ছেই না। তার দিকে ধেয়ে আসছে। ভয়ে তার শরীর জমে যায়। সে কোন দিকে সরে যাওয়ার বল পায় না। শ্রেয়া ভয় জ্ঞান হারায় সেখানেই। কিছুক্ষণ পর কুকুরগুলো তাকে কিছু না বলে তার পাশ দিয়ে চলে যায়।

1000007267.jpgSource

এখানে শ্রেয়ার এতো ভয় পাওয়ারও কারণ আছে। এখান থেকে প্রায় দশ বছর আগে শ্রেয়া যখন অনেক ছোট ছিল, তখন একটা কুকুর কামড় দিয়েছিল। কুকুরের কামড়ে অনেক অসুস্থ হয়ে পড়েছিল সে। আসলে কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগ হয়। সেই থেকে শ্রেয়া কুকুর দেখলে প্রচন্ড ভয় পায়। কিছুক্ষণ পর কিছু লোক শ্রেয়াকে ওই অবস্থায় দেখে তাকে নিয়ে হাসপাতালে নিয়ে যায়। তারপর তারা পরিবারের লোকদের খবর দেয়। শ্রেয়ার এখন জ্ঞান ফিরেছে। সে এখন আগের তুলনায় অনেকটা সুস্থ আছে। কিন্তু তার মন থেকে ভয় যায়নি এখনো।

আসলে ভায় এমন একটা জিনিস একবার মনে গেথে গেলে সহজে আমাদের মন থেকে যায় না। আমি মনে করি, আমাদের সকলের উচিত ভয়কে উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যাওয়া। ভয় আমাদেরকে পুরোপুরি ভাবে শেষ করে দেয়। আমাদের ভয়কে জয় করতে শিখতে হবে।

সমাপ্ত

"ধন্যবাদ সবাইকে"

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...

ভয় সত্যিই এক অদৃশ্য শত্রু, যা আমাদের মানসিক শক্তিকে দুর্বল করে দেয়। শ্রেয়ার গল্পটি অনেক কিছু শিখিয়েছে, বিশেষ করে যে, একবার ভয়ের অনুভূতি মনোযোগ দিয়ে গ্রহণ করলে তা আমাদের ওপর স্থায়ী প্রভাব ফেলতে পারে। তবে, আপনার কথায় পুরোপুরি একমত ভয়কে পরাজিত করতে হলে আমাদের তাকে অগ্রাহ্য করে সামনে এগিয়ে যেতে হবে। এই গল্পটি আমাদের সাহসী হতে এবং ভয়কে জয় করার প্রেরণা দিয়েছে।

আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লেখাটি সম্পর্ণ পড়ে এতো সুন্দর একটা মন্তব্য করার জন্য। ভয় আমাদের মানসিক শক্তিকে দুর্বল করে দেয়। ভয়কে পরাজিত করতে হলে আমাদের সবারই সচেতন থাকতে হবে। আপনি ঠিক কথায় বলেছেন ভয় সত্যিই এক অদৃশ্য শত্রু। ভয় আমাদের বশ করে ফেললা আমদের প্রতিটা পদেই বিপদে পড়তে হয়। আমাদের সবার ভয়কে জয় করতে শিখতে হবে।

ভালো থাকবেন আপু আপনি।

ভয় খুবই জঘন্য একটা জিনিস একটা মানুষ যদি অনেক পরিমাণে ভয় পায় তাহলে কিন্তু সে তার জীবন থেকে সেই মুহূর্তগুলোকে কখনো ভুলে থাকতে পারে না আর শ্রেয়া কুকুর দেখলে অনেক বেশি ভয় পায় যার কারণে ঐদিন তার সাথে যে ঘটনা ঘটেছিল সে এখনও সেটা ভুলতে পারিনি আমাদের জীবনেও এমন অনেক ঘটনা আছে যেটা আমরা কখনো ভুলে থাকতে পারিনা।

ভয় আমাদেরকে মানসিক ভাবে অনেক দূর্বল করে তোলে। ভয় আমাদের সকল কাজকে বাধাগ্রস্ত করে। আপনি ঠিক কথায় বলেছেন ভয় খুবই জঘন্য একটা জিনিস। আমাদের ভয়কে পরাজিত করে সমানের দিকে এগিয়ে যেতে হবে। মানুষ যে শুধু ভুতে ভয় পায় এমনটাও নয়। যে কোনো কিছুর ভয় মানুষ পেতে পারে। এমনকি মানুষ মানুষেরও ভয় পায়।

ভালো থাকবেন আপু আপনি। এতো সুন্দর একটা মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।