"নমস্কার বন্ধুরা!"
আশা করি সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আমি এক ভিন্ন ধরনের গল্প নিয়ে হাজির হয়েছি।আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক.......
আমাদের জীবন খুবই সংক্ষিপ্ত। জীবন নামক মোহের সমাপ্তি কখন ঘটবে তা সৃষ্টিকর্তা ছাড়া আর কেউই বলতে পারেনা। জীবনে কখন যে কি ঘটে যায় কেউ আন্দাজ করতে পারেনা। আমাদের প্রতিটি মানুষের এই ছোট্ট জীবন নিয়ে কতই না অভিযোগ। কেউ সবকিছু পেয়েও খুশি হতে পারে না, আবার কেউ কেউ অল্প কিছুতেই অনেক খুশি। ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে পুরো বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরা হলো.....
গভীর রাত। নির্জন রাস্তা। ফুটপাত দিয়ে হেঁটে চলেছে রক্তিম। বিষন্নতায় ছেয়ে আছে তার মন। জীবন নিয়ে তার অনেক অভিযোগ। নিজের ওপর সে খুব বিরক্ত। সে ফুটপাতে হাঁটতে হাঁটতে ভাবতে থাকে তার অবস্থার কথা। সে তার চাকরি থেকে যে কয় টাকা বেতন পায় তা দিয়ে অসুস্থ বাবা-মায়ের ঔষধ ও পরিবারের খরচ মেটাতে হিমশিম খেয়ে যায়।
রক্তিম মধ্যবিত্ত পরিবারের একটি সন্তান। বাবা মায়ের একমাত্র ছেলে। মধ্যবিত্ত পরিবারের সন্তান হলেও রক্তিম কখনো অভাবের মুখ দেখিনি। তার বাবা ছিলেন একজন ছোটখাট ব্যবসায়ী এবং তার মা একজন গৃহিনী। বছর খানেক আগের কথা, রক্তিম তখন ইন্টারমিডিয়েট শেষ বর্ষের ছাত্র। হঠাৎ একদিন রক্তিমের বাবার বড় একটা এক্সিডেন্ট হয়।
সেই এক্সিডেন্টে রক্তিম এর বাবা ছাড়া বাসের সকল যাত্রী মারা যায়। ঈশ্বরের কৃপায় তার বাবা বেঁচে যায় কিন্তু তার বাবা তার দুটি পা হারিয়ে ফেলে। সেই সময় সংসারে সকল দায়িত্ব চলে আসে রক্তিম এর কাঁধে। কোন মতে এইচএসসি পাশ করে একটা প্রাইভেট কোম্পানিতে যোগ দেয় রক্তিম। তার মাও তার বাবার আকস্মিক বিপদে মানসিকভাবে অনেক ভেঙে পড়ে। তারপর আস্তে আস্তে তার মা অনেক অসুস্থ হয়ে পড়ে।
এখনো রক্তের ফুটপাত দিয়ে হাঁটছে। রাত তখন দুইটা বাজে। হঠাৎ তার চোখ পরল ফুটপাতে শুয়ে থাকা একটি ব্যক্তির উপর। লোকটি একটা ছোট পোটলা মাথার নিচে দিয়ে শুয়ে রয়েছে তার আপন মনে এবং মনে মনে সে গুন গুন করছে। রক্তিম লোকটিকে দেখে খুব অবাক হলো। লোকটিকে দেখে রক্তিম এর মানে হলো তার মত সুখী মানুষ মনে হয় এই দুনিয়াতে আর কেউ নেই।
কৌতুহল মানে রক্তিম সেই লোকটিকে জিজ্ঞাসা করলো,"এই যে আপনার কোন থাকার জায়গা নেই, পড়ার মতো পর্যাপ্ত জামা কাপড় নেই, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে না যে আপনি একজন অসহায় এবং অসুখী মানুষ"। লোকটি রক্তিম এর কথা শুনে রক্তিম কে বললো,"কে বলেছে আমি একজন অসহায়, অসুখী মানুষ! একটি মানুষের বেঁচে থাকতে যা যা লাগে আমার কাছে তার সবকিছুই আছে। দুইটা হাত,দুইটা পা এবং সুস্থ একটি শরীর এর থেকে আর কিবা চাই "।
আমি দিনের বেলা যে কাজ পাই সেই কাজই করি। কাজ শেষে যে পরিমাণ টাকা পাই তাই দিয়ে আমার খাওয়া দাওয়া হয়ে যায়। খাওয়া-দাওয়া শেষে রাতে যে কোন জায়গা পেলে সেখানেই শান্তির ঘুম। জীবনে এর থেকে বেশি কিছু চাওয়ার নেই আমার।
রক্তিম তার কথা শুনে মুহূর্তেই তার মন থেকে জীবনের প্রতি তার সব অভিযোগ দূর হয়ে গেলো। কেটে গেলো তার সকল বিষণ্নতা। আসলেই তো, তার একটা ছোট্ট চাকরি আছে, বাবা-মায়ের সেবা করার মত সৌভাগ্য আছে, একটা সুখী মানুষের এর থেকে বেশী কি আর চাওয়ার আছে। এসব ভাবতে ভাবতে রক্তিম তার বাড়ির দিকে চলে যায়......
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের জীবন নিয়ে আমাদের অবস্থান নিয়ে আমাদের অনেক বেশি অভিযোগ থাকে আসলে আমরা মনে করি আমাদের মত অসহায় মানুষ হয়তো বা এই পৃথিবীতে আর কেউ নেই কিন্তু রাস্তাঘাটে যখন আমরা চলাচল করি তখন আমরা বুঝতে পারি আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি।
রক্তিম তার পরিবারের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছে কিনা নিজের বাবা মায়ের ঔষধ ঠিকমতো দিতে পারছে কিনা এটা নিয়ে তার অনেক অভিযোগ নিজের প্রতি অনেক বিরক্ত আসলে মানুষের জীবনে কখন কি হয়ে যায় সেটা আমরা কেউ জানিনা তবে আগে থেকে প্রস্তুতি গ্রহণ করা উচিত জীবনে কিছু একটা ঘটবে।
যেটা ঘটে গেছে রক্তিম এর সাথে সেটা তো আর পরিবর্তন করা সম্ভব না তবে সে নিশ্চয়ই বুঝতে পেরেছে রাস্তায় পড়ে থাকা মানুষটা তাকে আসলে কি বোঝাতে চেয়েছিল আসলে তারা কতটা শান্তির ঘুম ঘুমায় সেটা আমরা নিজেরাও জানিনা কিন্তু আমরা ঘরে থাকি পর্যাপ্ত পরিমাণে খাবার জামাকাপড় সব কিছু পাই তারপরেও জীবন সম্পর্কে আমাদের অভিযোগের শেষ নেই।
আপনার লেখাটা যারা করবে তারা অবশ্যই বুঝতে পারবে জীবন সম্পর্কে কোন অভিযোগ করা উচিত নয় জীবন তার নিয়ম অনুযায়ী চলে সৃষ্টিকর্তা আগে থেকে যে নিয়ম ঠিক করে রেখেছে সেটা আমরা চাইলেও পরিবর্তন করতে পারবো না ধন্যবাদ বাস্তব সম্পন্ন একটা লেখা আমাদের সাথে উপস্থাপন করার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার মতে আমাদের জীবন নিয়ে কখনোই কোনো অভিযোগ করা ঠিক নয়। আমাদের জীবন সৃষ্টিকর্তার নিয়ম অনুযায়ী চলে, এই নিয়ম ভাঙলে আমাদের এর পরে ফল ভুগতে হবে। এজন্য আমাদের উচিত আমরা যেভাবে আছি সেই ভাবে সামনের দিকে যাওয়া।
আপু আপনার মন্তব্য আমার কাছে খুব ভালো লাগলো৷ ভালো থাকবেন আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit