নমস্কার বন্ধুরা! আশা করি সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে ভিন্ন ধরনের একটি 3d পেন্সিল স্কেচ নিয়ে হাজির হয়েছি৷ চলুন আর বেশি দেরি না করে শুরু করে দেই আমি কিভাবে স্কেচটা সম্পূর্ণ করলাম...
![]() |
---|
গতকাল আমি পোস্ট করতে পারি নি যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। কারণ গতকাল আমরা ভাইরা মিলে নাম যজ্ঞের জন্য গ্রাম কালেকশনে বের হয়েছিলাম এজন্য সারাদিন বাইরে বাইরে ছিলাম। যার কারণে আঁকা আর হয়ে উঠে নি। বাড়িতে আসতে আসতে রাত হয়েগিয়েছিল।
আমি আগের একটা পোস্টে নাম যজ্ঞের মিটিং এর ব্যপারে বলেছিলাম৷ সেই দিন মিটিং হয়ে সব কিছু ঠিক হয়েছে। অবশ্য গ্রামে এটা ২৮তম নাম যজ্ঞ, কিন্তু আমি এতো বছর একদিন ও কালেকশনে যাই নি। কারণ আমি আগেই বলেছিলাম আমি ছোট বেলা থেকেই খুলনায় থাকতাম এজন্য যে দিন যজ্ঞ হয় তার একদিন আগে বাড়ি আসতাম।
এর আগে সবার কালেকশন হয়ে যেত। এবার বাড়িতে থাকার কারণে একটা নতুন অভিজ্ঞতা হলো নিজের জীবনে। অনেক নতুন নতুন যায়গার সাথে পরিচিত হলাম। যাই হোক একদিন এসব ব্যপার নিয়ে পরে কোনো একটা পোস্টে বিস্তারিত তুলে ধরবো। এখন চলুন আজকের ড্রইংটা কিভাবে আঁকলাম সেটা শেয়ার করি।.......
উপকরণ
![]() |
---|
একটি ড্রইং খাতা, পেন্সিল, রাবার, পেন্সিল কাটার,কাটা কম্পাস, স্কেল। একটি 2b পেন্সিল, একটি 6b পেন্সিল। কারণ একটি দিয়ে ড্রইং এর বেজ তৈরি করেছি এবং আরেকটি দিয়ে স্কেচ করি। আজকে একটি মার্কার কলম ও ব্যবহার করেছি। কারণ 3d স্কেচ করার জন্য মার্কার কলম অত্যাবশ্যক।
১ম ধাপ
![]() |
---|
প্রথমে খাতার চারপাশে আজকে একটু বেশি জায়গা রেখে স্কেল ব্যবহার করে দাগ কেনে নিলাম। করণ এই দাগের ভিতরেই আজকের স্কেচটা সম্পূর্ণ করবো।
২য় ধাপ
![]() |
---|
স্কেলের সাহায্যে নির্দিষ্ট একটা মাপ নিয়ে চতুর্ভুজ আঁকিয়ে নিলাম।
৩য় ধাপ
![]() |
---|
তারপর সেই দাগের অর্ধেক করে আড়াআড়ি ভাবে আর একটা চতুর্ভুজ আঁকায় নিলাম।
৪র্থ ধাপ
![]() |
---|
দুইটা চতুর্ভুজ আঁকানোর পর চতুর্ভুজের মাঝ বরাবর একটা ক্রস করে নিলাম।
৫ম ধাপ
![]() |
---|
তারপর স্কেলের সাহায্যে নির্দিষ্ট একটা মাপ নিয়ে ভিতরের চতুর্ভুজের বাইরে যে ত্রিভুজ আকৃতি তৈরি হয়েছে সেখান থেকে সমান মাপের কয়টা দাগ টেনে নিলাম। এভাবে সকল ত্রিভুজে দাগ টেনে নিলাম।
৬ষ্ঠ ধাপ
![]() |
---|
ত্রিভুজে যেভাবে দাগ টেনেছি ঠিক একই ভাবে চতুর্ভুজের ভিতরে দাগ টেনে নিলাম।
৭ম ধাপ
![]() |
---|
সবকিছু আঁকানোর শেষে এবার কালার করার পালা। এজন্য প্রথমে যে যে ঘর কালার করবো সেই ঘর গুলে মার্কার দিয়ে মার্কিং করে নিলাম।
৮ম ধাপ
![]() |
---|
মার্কিং করার পর যে ঘর গুলো কালাক করবো সেই ঘর গুলোর চারপাশ দিয়ে মার্কার কলম দিয়ে বর্ডার দিয়ে নিলাম।
৯ম ধাপ
![]() |
---|
প্রথমে মার্কিং করা ত্রিভুজ আকৃতির ঘর গুলো মার্কার কলম দিয়ে কালার করে নিলাম।
১০ম ধাপ
![]() |
---|
তারপর চতুর্ভুজের ভিতরে মার্কিং করা ঘর গুলো কালার করে নিলাম।
ফাইনাল লুক
![]() |
---|
অবশেষে আমার আঁকানো শেষ। দীর্ঘ কয়েক ঘন্টা আঁকানোর পর আমার আঁকানোটা এরকম লাগছে।
আশা করি আপনাদের আমার আঁকানো 3d স্কেচটা ভালো লাগবে। আপনারা আমাকে সাপোর্ট করলে ভবিষ্যতে আরো নিত্য নতুন স্কেচ নিয়ে হাজির হবো। আপনারা শুধু আমার পাশে থাকবেন এবং আশীর্বাদ করবেন। ভালো থাকবেন সবাই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দীর্ঘ কয়েক ঘণ্টার পর যখন আপনার থ্রিডিকে সবচাইতে অনেক বেশি পরিপূর্ণ হয় সেটা দেখতে সত্যিই অনেক বেশি সুন্দর লাগে যতটুকু আপনার ফটোগ্রাফি এবং আপনার পোস্ট পরিদর্শন করে বুঝতে পারলাম আসলে কথায় বলে না একটা কাজের পেছনে আপনি যত বেশি পরিশ্রম করবেন সেই কাজের মধ্যে সফলতা ঠিক ততটুকুই পাওয়া যাবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit