আঁকাআঁকির সল্প প্রচেষ্টা ৪.০

in hive-120823 •  last month 

নমস্কার বন্ধুরা! আশা করি সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে আবারও নতুন একটি পেন্সিল স্কেচ নিয়ে হাজির হয়েছি৷ চলুন আর বেশি দেরি না করে শুরু করে দেই আমি কিভাবে স্কেচটা সম্পূর্ণ করলাম.......

1000008472.jpg

বিগত দুইদিন একটু ব্যস্ততার কারণে আপনাদের মাঝে আমি আঁকাআঁকির পোস্ট করতে পারি নি। তবে আজকে সকল কাজ শেষ করে আমি আবারও আঁকাআঁকি শুরু করলাম। আজকের আবহাওয়াটা খুব সুন্দর ছিল৷ চারিপাশ মেঘাচ্ছন্ন ছিল। সকালে আমি আর দাদা কিছুটা সময় আড্ডা দিয়ে বাড়ি চলে আসলাম। কারণ বৃষ্ট পড়া শুরু করে দিয়েছিল তাই তাড়াতাড়ি বাড়িতে চলে আসলাম।

বাড়ি এসে যখনই খাতা কলম নিয়ে বসে গেলাম ঠিক সেই সময় কারেন্টটা চলে গেল। হঠাৎ কারেন্ট চলে যাওয়ায় আমর মন মেজাজ অনেকটা খারাপ হয়ে যায়। আর মন মেজাজ ভালে না থাকলে ভালো ছবি আঁকা যায় না। তাই দুপুরের খাবার খেয়ে একটা ঘুম দিলাম৷ ঘুম থেকে উঠেও দেখি কারেন্ট নেই। তাই একটু বাইরে থেকে ঘুরে আসলাম। তারপর বাড়ি এসে দেখি কারেন্ট চলে আইসে। আবারও খাতা কলম নিয়ে আঁকাআঁকি করতে বসে পড়লাম।

অনেক কথা হলো এখন চলুন আজকে আমার স্কেচটা কিভাবে আঁকলাম তার প্রতিটা ধাপ সহ আপনাদের মাঝে তুলে ধরি........

উপকরণ

1000008412.jpg

একটি ড্রইং খাতা, পেন্সিল, রাবার, পেন্সিল কাটার,কাটা কম্পাস, স্কেল। একটি 2b পেন্সিল, একটি 6b পেন্সিল। কারণ একটি দিয়ে ড্রইং এর বেজ তৈরি করেছি এবং আরেকটি দিয়ে স্কেচ করি।

১ম ধাপ

1000008487.jpg

প্রথমে খাতার চারপাশে আজকে একটু বেশি জায়গা রেখে স্কেল ব্যবহার করে দাগ কেনে নিলাম। তারপর বর্ডার দিয়ে দিলাম দাগের পাশ দিয়ে।

২য় ধাপ

1000008473.png

আজকে ভাবলাম একটু ইউনিক কিছু আঁকি। তাই বাল্ব আঁকানোর জন্য প্রথমে বাল্বের উপরে অংশ স্কেলের সাহায্য আঁকায় নিলাম।

৩য় ধাপ

1000008474.png

তারপর কাটা কম্পাস ব্যবহার করে বাল্বের নিচের কাচের অংশটা আঁকায় নিলাম।

৪র্থ ধাপ

1000008475.png

বাল্ব জলার জন্য কারেন্ট সংযোগ প্রয়োজন তাই কারেন্ট এর তার আঁকায় নিলাম।

৫ম ধাপ

1000008476.png

বাল্ব কারেন্টে সংযোগ করার জন্য একটা প্যাচানো অংশ থাকে, সেটাও আঁকিয়ে নিলাম।

৬ষ্ঠ ধাপ

1000008477.png

তারপর বাল্বের উপরে অংশর সাথে নিচের অংশ মিলানোর জন্য পেন্সিল দিয়ে সংযোগ করে দিলাম।

৭ম ধাপ

1000008478.png

শুধু বাল্ব আঁকালে কেমন ফাঁকা ফাঁকা লাগছিল এজন্য বাল্বের ভিতর কিছু প্রজাপতি আঁকায় নিলাম। প্রজাপতি আঁকাতে আমার অনেক সময় লাগিছে।

৮ম ধাপ

1000008479.png

সবকিছু আঁকানোর পর এবার স্কেচ এর পালা। প্রথমে বাল্বের তার দিয়ে স্কেচ শুরু করলাম।

৯ম ধাপ

1000008480.png

তারপর বাল্বের প্যাচানো অংশ টুকু স্কেচ করে নিলাম।

১০ম ধাপ

1000008481.png

পরবর্তীতে বাল্বের কাচের অংশ টুকু ভালো করে স্কেচ করে নিলাম।

১১ম ধাপ

1000008482.png

এবার প্রজাতির স্কেচ করার পালা। তাই এক এক করে সকল প্রজাপতি স্কেচ করে নিলাম।

১২ম ধাপ

1000008483.png

তারপর বাল্বের নিচে স্কেল দিয়ে কিছুটা দাগ দিয়ে স্কেচ করে নিলাম।

১৩ম ধাপ

1000008484.png

এবার স্কেচ মিশানোর পালা তাই একটু তুলা ব্যবহার করে স্কেচটা মিশিয়ে নিলাম।

১৪ম ধাপ

1000008486.png

তারপর বাল্বের নিচে কিছু ঘাস আঁকায় নিলাম যাতে দেখতে ভালো লাগে

১৫ম ধাপ

1000008488.jpg

আঁকানোটা আমার কেমন অসম্পূর্ণ লাগছিল তাই হাতের কাছে ফ্লুইট ছিল তাই দিয়ে কিছু ফোটা ফোটা দিয়ে দিলাম।

ফাইনাল লুক

1000008471.jpg

দীর্ঘ কয়েক ঘন্টা আঁকানোর পর আমার স্কেচটা শেষ এখানেই শেষ হলো।

আশা আপনাদের সবার আমার আঁকানোটা ভালো লেগেছে। আজকের মতো আমার আঁকাআকির সল্প প্রচেষ্টা এই পর্যন্ত। আপনাদের উৎসাহ ও সাপোর্ট পেলে ভবিষ্যতে আরো নতুন নতুন ছবি আপনাদের মাঝে তুলে ধরবো।

'সমাপ্ত'

"ধন্যবাদ সবাইকে"

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.


Manual Curation of "Seven Network Project".

artonsteemit1b.jpeg.jpg
#artonsteemit
ᴀʀᴛ & ᴀʀᴛɪꜱᴛꜱ
Loading...
Loading...