হারানো বিজ্ঞপ্তি।

in hive-120823 •  19 hours ago 

"নমস্কার বন্ধুরা!"
আশা করি সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আমি আবারও নতুন একটি গল্প নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন আর বেশি দেরি না করে শুরু করে দেই.......

1000007380.jpgSource

হুট করে কেউ কি কখনো হারিয়ে যায়? যায় না! হুট করে হারিয়ে যাওয়ার আগেও মানুষ একবার ভাবে,ভেবেই তারপরে সে সিদ্ধান্ত নেয়। আবার কোন কারন ছাড়া কি কেউ কখনো হারিয়ে যায়? আবার যারা হারিয়ে যায় তাদের খুঁজে পাওয়া যায় কোন কোন সময়। কিন্তু যারা নিজ থেকে হারিয়ে যায় তাদের কি কখনো খুঁজে পাওয়া যায়? আমার মতে যায় না! যারা নিজ থেকে হারিয়ে যায় তারা স্বয়ং না চাওয়া অব্দি তাদের খুঁজে পাওয়া সম্ভব হয় না।

আমি যখন কলেজে পড়তাম তখন অনেক বন্ধুবান্ধব হয়েছিল। আমাদের বন্ধুবান্ধবদের একটি ছোট্ট গ্রুপ ছিল। সেই গ্রুপে আমরা পাঁচ জন সর্বদা একসাথে থাকতাম। বন্ধুদের মধ্যে কারো না করোর সাথে মাঝে মধ্যে ঝামেলা হয়ে থাকে কিন্তু আমাদের মধ্যে কখনো ঝামেলা হয় নি। আমরা সর্বদা একসাথেই থাকতাম। যা করতাম না কেন একসাথে করতাম। আমরা পাঁচজন ক্লাসে ও যেতাম সবসময় একসাথে।

1000007378.jpgSource

আমাদের ভেতর কেউ যদি কলেজে না যেত তাহলে আমরা কেউই সেদিন আর যেতাম না। আমাদের বন্ধুদের ভেতর যে খুব মিল ছিল এমনটাও কিন্তু নাই। বরং আমাদের পাঁচজনের তেমন কোন মিল ছিল না। আমরা এক একজন ছিলাম এক এক ধরনের। কেউ চা খেতে পছন্দ করেন, কেউবা সিগারেট আর কেউ কফি একেক জন ইচ্ছা একেক রকম। আমাদের ভেতরে যে যেখানেই যাক না কেন সর্বদা আমাদের ভিতর যোগাযোগ থাকতো।

তবে হঠাৎ কেমন যেন একটা ঘটনা ঘটলো। আমাদের মধ্যে যে সর্বদায় একটি চুপচাপ থাকতো তার কি যেন একটা হলো। তারপর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। আমরা সবাই মিলে তাকে অনেক খোঁজ নেওয়ার চেষ্টা করেছিলাম তবে কোন ভাবেই কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাকে আমরা কল দিলেও কল রিসিভ করছিলো না মেসেজের কোন রিপ্লাইও নেই।

আমরা তাকে নিয়ে একটু বেশিই চিন্তিত ছিলাম। তখন আমাদের একমাত্র রাস্তা ছিল তার বাসায় গিয়ে খোঁজ নেওয়া। কিন্তু সব থেকে খারাপ ব্যাপার হলো আমরা তার বাসা কেউই চিনতাম না। কারণ সে কখনোই তার বাসায় আমাদের নিয়ে যায়নি। আমরা কোন একভাবে তার বাসার ঠিকানা জোগাড় করলাম। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম একদিন ওর বাসায় যাব।

1000007379.jpgSource

যেদিন আমরা তার বাসায় যাওয়ার জন্য পরিকল্পনা করছিলাম কলেজে বসে ঠিক তার কিছুক্ষণ পর সেই বন্ধুটা হঠাৎ কলেজে এসে উপস্থিত হলো। কিন্তু আমরা আমাদের আগের যে বন্ধুটাকে চিনতাম আর এখনকার বন্ধুটার মধ্যে কেমন একটা লম্বা দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল। তাকে জিজ্ঞাসা করার পর আমরা জানতে পারলাম তার খুব কাছের একজন মানুষ হঠাৎ এক্সিডেন্টে মারা যাওয়ার কারণে সে অনেকটা ভেঙে পড়েছিল।

এজন্য সে এতদিন কলেজে আসেনি এবং কারো সাথে কোন যোগাযোগ রাখেনি। সে নিজেকে সবার কাছ থেকে লুকিয়ে রেখেছিল। সে নিজে থেকেই হারিয়ে গিয়েছিল। তবে আমরাও এখন আস্তে আস্তে চেষ্টা করছি যেন আমরা তাকে ঠিক আগের মতো করতে পারি। বন্ধু তো তারাই যারা বিপদের সময় পাশে থাকে।

সমাপ্ত

"ধন্যবাদ সবাইকে"

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...

গল্পটি পড়ে হৃদয় ছুঁয়ে গেল! সত্যিই, কিছু কিছু হারিয়ে যাওয়া জিনিস চোখের আড়াল হলেও মনের আড়াল হয় না। বন্ধুত্বের আসল সৌন্দর্য এখানেই একজন হারিয়ে গেলেও অন্যরা খুঁজে নেয়, পাশে দাঁড়ায়। আপনার বন্ধুর জন্য শুভকামনা রইলো, যেন সে দ্রুত আগের মতো স্বাভাবিক হতে পারে। সুন্দর গল্পের জন্য ধন্যবাদ।