নমস্কার বন্ধুরা! আশা করি সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে আবারও নতুন একটি পেন্সিল স্কেচ নিয়ে হাজির হয়েছি৷ চলুন আর বেশি দেরি না করে শুরু করে দেই আমি কিভাবে স্কেচটা সম্পূর্ণ করলাম.......
![]() |
---|
আপনাদের ভালোবাসা ও সাপোর্ট পেয়ে আমি সত্যিই খুব আনন্দিত। এত অল্প দিনে আমি আপনাদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি ততে আমি অনেক কৃতজ্ঞ আপনাদের প্রতি। আজকে আমি আপনাদের মাঝে আমাদের সকলেরই শৈশবের একটি আবেগ (ডোরেমন) এর স্কেচ শেয়ার করব। ডোরেমন আমার সবথেকে ফেভারিট একটি কার্টুন। ডোরেমনের সকল এপিসোডে আমার কাছে বেশ ভালো লাগে।
ছোটবেলায় ডোরেমন কার্টুন দেখার জন্য কতইনা ঘটনা ঘটেছে আমাদের সকলের সাথে। আমি তো স্কুল থেকে বাসায় আসার সাথে সাথেই টিভি খুলে ডোরেমন কার্টুন দেখার জন্য টিভির সামনে বসে যেতাম। ডোরেমন কার্টুনের আমার সব থেকে পছন্দের চরিত্র হলো ডোরেমন। ডোরেমনের জাদুর পকেট থেকে বিভিন্ন গেজেট বের করা সে যেন স্বপ্নের ব্যাপার।
আমিও ছোটবেলায় ভাবতাম আমার যদি ডোরেমনের মত একটা বন্ধু থাকতো এবং সে তার পকেট থেকে আমার জন্য বিভিন্ন ধরনের খেলনা গেজেট বের করে দিতো। ডোরেমন কার্টুনের ডোরেমন বাদে আমার আরো একজনকে খুব ভালো লাগত সে হলো জিয়ান। জিয়ানের গান করার স্টাইলটা খুবই ইউনিক ছিল। তার কর্মকাণ্ড আমাদের সকলেরই খুব আনন্দ দিত। আর নবিতা সে তো ছিল খুব সহজ সরল। তাকে যে যা বলতো সে সভাবেই চলতো। আর জিয়ানের কাছে শুধু মার খেতো।
এখন আর গল্প বাড়াবো না, চলুন শুরু করা যাক কিভাবে আমি ডোরেমনের স্কচেটা আঁকলাম সেটা শুরু করি......
উপকরণ
![]() |
---|
একটি ড্রইং খাতা, পেন্সিল, রাবার, পেন্সিল কাটার,কাটা কম্পাস, স্কেল। একটি 2b পেন্সিল, একটি 6b পেন্সিল। কারণ একটি দিয়ে ড্রইং এর বেজ তৈরি করেছি এবং আরেকটি দিয়ে স্কেচ করি।
১ম ধাপ
![]() |
---|
আমার প্রতিটি আঁকার মতো এটিতেও প্রথমেই খাতা চারপাশে স্কেল ব্যবহার করে মার্জিন টেনে নিলাম। মার্জিন টানলে আঁকানোটা দেখতে বেশি ভালো লাগে।
২য় ধাপ
![]() |
---|
তারপর 2b পেন্সিল ব্যবহার করে ডোরেমনের মুখ আঁকায় নিলাম।
৩য় ধাপ
![]() |
---|
ডোরেমনের মুখ আঁকানোর পর স্কলের সাহায্যে ডোরেমনের গলার বেল্টটা আঁকিয়ে নিলাম।
৪র্থ ধাপ
![]() |
---|
তারপর কাঁটা কম্পাস ব্যবহার করে ডোরেমনের মাথার অংশটা আঁকিয়ে নিলাম। প্রথমে খালি হাতে আঁকার চেষ্টা করে ব্যর্থ হয়ে পরে কাটা কম্পোস্ট ব্যবহার করতে বাধ্য হলাম।
৫ম ধাপ
![]() |
---|
ডোরেমনের মাথা আঁকানোর পর ডোরেমনের জাদুর পকেট আঁকানো শুরু করলাম। কারণ আমি মনে করি এই জাদুর পকেট ছাড়া ডোরেমন অসম্পূর্ণ। ডোরেমন এই জাদুর পকেটের জন্যই আমাদের সকলের কাছে প্রিয়।
৬ষ্ঠ ধাপ
![]() |
---|
তারপর ডোরেমনের শরীর, পা এবং পায়ের জুতা আঁকিয়ে নিলাম।
৭ম ধাপ
![]() |
---|
শুধু পা আঁকলেই তো আঁকানো সম্পন্ন হবে না হাত ও আঁকাতে হবে, তাই ডোরেমনের দুটি হাত আঁকিয়ে নিলাম।
৮ম ধাপ
![]() |
---|
তারপর ডোরেমনের নাক ও চোখ আঁকিয়ে নিলাম। এবং মাথার ভিতরে আরো একটি গোল সার্কেল এর মত আঁকিয়ে নিলাম।
৯ম ধাপ
![]() |
---|
চোখ, নাক আঁকানো শেষে ডোরেমনের দাড়ি ও গোফ আঁকিয়ে নিলাম।
১০ম ধাপ
![]() |
---|
সবকিছু আঁকানো শেষে এবার স্কেচ করার পালা। প্রথমে ডোরেমনের মাথা এবং শরীরটা স্কেচ করে নিলাম।
১১ম ধাপ
![]() |
---|
তারপর ডোরেমনের হাত দুটি স্কেচ করে নিলাম।
১২ম ধাপ
![]() |
---|
পরবর্তীতে ডোরেমনের গলার বেল্ট স্কেচ করে নিলাম।
১৩ম ধাপ
![]() |
---|
হাতের স্কেচ শেষ করার পর মুখের স্কেচ করা শুরু করলাম।
১৪ম ধাপ
![]() |
---|
সর্বশেষ ডোরেমনের নাক ও চোখ স্কেচ করে নিলাম।
১৫ম ধাপ
![]() |
---|
স্কেচ করা শেষ হলে এবার স্কেচটা মিশানোর পালা। এজন্য প্রতিবারের মতো এবারও একটি কাঠি মাথায় হালকা তুলা লাগিয়ে স্কেচটা মিশিয়ে নিলাম।
১৬ম ধাপ
![]() |
---|
সবকিছু করার শেষে আমার আঁকানো ছবিটি 6b পেন্সিল দিয়ে আঁকানোর উপর দিয়ে আবারো আঁকিয়ে নিলাম। যাতে চারপাশের লাইন গুলো স্পষ্ট হয়।
ফাইনাল লুক
![]() |
---|
দীর্ঘ দু'তিন ঘন্টা আঁকানো এবং স্কেচ করার পর আমার স্কেচটা ফাইনালি এরকম দেখতে লাগছে।
আশা করি আপনাদের সবার আমার আঁকানোটা ভালো লেগেছে। আজকের মতো আমার আঁকাআকির সল্প প্রচেষ্টা এই পর্যন্ত। আপনাদের উৎসাহ ও সাপোর্ট পেলে ভবিষ্যতে আরো নতুন নতুন ছবি আপনাদের মাঝে তুলে ধরবো।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার একটা প্রিয় কাটুন। আমি নিজেও ড্রইং পছন্দ করি এবং প্রায় ই ড্রইং করি। আপনার আজকের ডোরিমন ড্রইংটা অনেক সুন্দর হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইল।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার স্কেচটা দেখে এতো সুন্দর একটা মন্তব্য করার জন্য। আমার যেনে খুব আনন্দিত যে আপনিও আমার মতো ডোরেমন কার্টুন খুব পছন্দ করেন। ডোরেমন শুধু একটা কার্টুন নয় এটা আমাদের সকলের কাছে একটা ইমোশন। ছোট থেকেই আমরা এই কার্টুন দেখে বড় হয়েছি।
ভালো লাগলো আপনার মন্তব্যটা পড়ে। ভালো থাকবেন দাদা আপনি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার ডোরেমনের পেন্সিল স্কেচটি সত্যিই অসাধারণ। শৈশবের সেই প্রিয় কার্টুন চরিত্রটি জীবন্ত হয়ে উঠছে আপনার আকার মাধ্যমে। আমি আপনার এই ডোরেমনের এই স্কেচটি দেখে বেশ কিছুক্ষণ ভাবতে লাগলাম এত সুন্দর ভাবে আট করা সম্ভব। স্কেচের প্রতিটি ধাপ এবং উপকরণগুলো বিস্তারিত বর্ণনা দেখে খুবই ভালো লাগলো,কারণ এটি অন্যদের জন্য শিক্ষনীয় হতে পারে। ডোরেমনের জাদুর পকেট ও তার দুষ্টামি এমনকি চোখে সে আলাদা এক আবেদন সবকিছুই খুব ভালোভাবে ফুটে উঠেছে। আশা করি ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর স্কেচ দেখতে পারবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার স্কেচটা দেখে এতো সুন্দর একটা মন্তব্য করার জন্য। আমি সবসময়ই চেষ্টা করি আপনাদের মাঝে সুন্দর সুন্দর ড্রইং উপহার দেওয়ার। যানিনা কত টুকু কি আঁকতে পারি। তারপরও আমি প্রতিদিন কিছু না কিছু শিখচি এবং নতুন নতুন ড্রইং আপনাদের মাঝে উপহার দিচ্ছি। আপনারা আমার পাশে থাকলে আমি আরো ভালো ড্রইং উপহার দেওয়ার চেষ্টা করব।
ভালো থাকবেন আপু আপনি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit