নমস্কার বন্ধুরা! আশা করি সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে আবারও নতুন একটি পেন্সিল স্কেচ নিয়ে হাজির হয়েছি৷ চলুন আর বেশি দেরি না করে শুরু করে দেই আমি কিভাবে স্কেচটা সম্পূর্ণ করলাম.......
![]() |
---|
প্রতিদিনের মতো আজকেও সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল। ঘুম থেকে উঠার পর ফ্রেশ হয়ে নিলাম। তারপর ফিফা মোবাইল গেম খেলতে বসে গেলাম। আমি অনেক দিন যাবত এই গেমটা খেলে আসছি। অন্য কোনো একটা পোস্টে আমি গেমটা সম্পর্কে আপনাদের মাঝে বিস্তারিত বলবো। গেম চলাকালীন মা আমার ঘরে এসে সকালের খাবারটা খাইয়ে দিলো।
খাওয়ার পর আমার কাকাতো ভাইয়ের সাথে একটু ঘুরতে বের হলাম। বাড়ি আসতে আসতে দুপুর হয়ে গিয়েছিল৷ দুপুরে স্নান করে আমি আজকের স্কেচটা আঁকানোর জন্য নিজের জায়গায় বসে গেলাম। আঁকানো প্রায় শেষ হয়ে গিয়েছিল তখন মা দুপুরের খাবার গুছিয়ে ডাকতেছিল তাই আঁকানোটা ঐ পর্যন্ত রেখে দিয়ে খেতে চলে গেলাম। খাওয়া শেষ করে বাকি আঁকাটা শেষ করলাম এবং স্কেচ করে নিলাম।
অনেক কথা হলো এখন চলুন আজকে আমার স্কেচটা কিভাবে আঁকলাম তার প্রতিটা ধাপ সহ আপনাদের মাঝে তুলে ধরি........
উপকরণ
![]() |
---|
একটি ড্রইং খাতা, পেন্সিল, রাবার, পেন্সিল কাটার,কাটা কম্পাস, স্কেল। একটি 2b পেন্সিল, একটি 6b পেন্সিল। কারণ একটি দিয়ে ড্রইং এর বেজ তৈরি করেছি এবং আরেকটি দিয়ে স্কেচ করি।
১ম ধাপ
![]() |
---|
প্রথমে খাতার চারপাশে আজকে একটু বেশি জায়গা রেখে স্কেল ব্যবহার করে দাগ কেনে নিলাম। তারপর বর্ডার দিয়ে দিলাম দাগের পাশ দিয়ে।
২য় ধাপ
![]() |
---|
তারপর খাতার মাঝখান থেকে একটু উপরে স্কেল এর সাহায্য একটা দাগ টেনে নিলাম আকাশ আঁকানোর জন্য। আকাশ আঁকানোর পর কাটা কম্পাস ব্যবহার করে সূর্য আঁকায় নিলাম আকাশের মাঝ বরাবর।
৩য় ধাপ
![]() |
---|
পরবর্তীতে কাঠের ব্রিজ আঁকানোর জন্য ত্রিভুজ আকৃতি আঁকায় নিলাম।
৪র্থ ধাপ
![]() |
---|
তারপর স্কেল ব্যবহার করে ব্রিজের চারপাশের রেলিং আঁকায় নিলাম।
৫ম ধাপ
![]() |
---|
রেলিং আঁকানোর পর ব্রিজের পাটাতনটা আঁকায় নিলাম।
৬ষ্ঠ ধাপ
![]() |
---|
যখন রেলিং আঁকিয়েছিলাম তখন রেলিং এর পাশের সাপোর্টটা আঁকাতে ভুলে গিয়েছিল তাই স্কেল ব্যবহার করে পরে ওটাও আঁকিয়ে নিলাম।
৭ম ধাপ
![]() |
---|
তারপর নদীর মাঝখানে একটা ছোট নৌকা আঁকায় নিলাম।
৮ম ধাপ
![]() |
---|
শুধু নৌকা আঁকালেই তো হবে না নৌকা চালানোর জন্য একটা মাঝির প্রয়োজন তাই মাঝি ও আঁকায় নিলাম।
৯ম ধাপ
![]() |
---|
সবকিছু আঁকানোর পর এবার স্কেচ করার পালা। তাই প্রথমে সূর্য নিয়ে স্কেচ করে নিলাম।
১০ম ধাপ
![]() |
---|
তারপর নদীটা স্কেচ করে নিলাম এবং জলের স্রোত আঁকানোর জন্য স্কেচের ভিতরে কিছু দাগ টেনে নিলাম।
১১তম ধাপ
![]() |
---|
পরবর্তীতে নৌকা ও নৌকার মাঝি স্কেচ করে নিলাম।
১২তম ধাপ
![]() |
---|
তারপর কাঠের ব্রিজটা ভালো করে স্কেচ করে নিলাম।
১৩তম ধাপ
![]() |
---|
স্কেচটা মিশানোর জন্য প্রতিদিনের মতো আজকেও সামান্য তুলা দিয়ে স্কেচটা মিশিয়ে নিলাম।
১৪তম ধাপ
![]() |
---|
আকাশ আঁকালেই আমার শুধু পাখি আঁকাতে মন চায়। যা আমার আগের স্কেচও এঁকেছি। তাই এক ঝাক পাখি আঁকায় নিলাম।
১৫তম ধাপ
![]() |
---|
সর্বশেষ স্কেল দিয়ে ব্রিজটা আবারও আঁকায় নিলাম। যাতে ব্রিজটা ক্লিয়ার লাগে।
ফাইনাল লুক
![]() |
---|
দীর্ঘ কয়েক ঘন্টা আঁকানোর পর আমার স্কেচটা শেষমেশ এরকম দেখতে লাগছে।
আজকে খুবই সাদামাটা একটা স্কেচ আপনাদের মাঝে শেয়ার করলাম। জানিনা আপনাদের কাছে কেমন লাগবে। আশা করি অতটাও খাপার লাগবে না৷ আজকের মতো আমার আঁকাআকির সল্প প্রচেষ্টা এই পর্যন্ত। আপনাদের উৎসাহ ও সাপোর্ট পেলে ভবিষ্যতে আরো নতুন নতুন ছবি আপনাদের মাঝে তুলে ধরবো।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ড্রইং দেখলেই মন চায় আমিও ড্রইং করি। পেন্সিল স্কেসটা অনেক সুন্দর হয়েছে। আসলে শিল্প যেটায় হোক না কেন, তার মধ্যে যেন বাস্তব চিত্রে ফুটিয়ে তোলেন শিল্পি। যদিও আমরা কোনো শিল্পি নয়, শুধু ক্ষুদ্র প্রয়াস আমাদের। অনেক ভালো লাগল আপনার আজকের ড্রইংটা দেখে। আমি নিজেও ছবি আকতে খুবই পছন্দ করি।
ধন্যবাদ পোষ্টটা আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রতিটা মানুষের মধ্যে লুকিয়ে থাকে অনেক ধরনের প্রতিভা আপনি আবারো নতুন ছবি অংকন করার মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন আপনার মধ্যেও ছবি অঙ্কন করার প্রতিভা রয়েছে এই প্রতিভা কাজে লাগিয়ে আপনি কিন্তু ভালো কিছু করতে পারবেন প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যান কারণ পরিশ্রমের পরে সফলতা নিশ্চিত অসংখ্য ধন্যবাদ চমৎকার ছবির ড্রয়িং আমাদের সাথে উপস্থাপন করার জন্য ভালো থাকবেন।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit