খারাপ সময় পাশে থাকা মানুষগুলোর জন্য কখনো কখনো নিজের আত্মসম্মান ভুলে নত হতে হয়

in hive-120823 •  2 years ago 

woman-gaa7a4ae24_1920.jpg

source
(মা-মেয়ের সম্পর্কই এমন,যেখানে সব কথা বলে বোঝানোর দরকার হয় না)

প্রিয়,
পাঠকগণ,

আশাকরি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের সকলের আজকের দিনটা খুব ভালো কেটেছে।

গত দুদিন কিন্তু বেশ ভালো ঠান্ডা পড়তে শুরু করেছে। গতকাল অফিস থেকে ফেরার সময় বেশ ঠান্ডা লেগেছে। আজকে রবিবার, তাই সকালে ঘুম ভাঙলেও তাড়াতাড়ি কম্বলের ভিতর থেকে বেড়োতে ইচ্ছা করলো না।

আসলে প্রতিদিন এক সময়ে ঘুম থেকে উঠতে উঠতে কেমন যেন অভ্যাস হয়ে গেছে। অ্যালার্ম না দিলেও ঐ সময় যেন আপনাআপনিই ঘুম ভেঙে যায়।

যাইহোক, বেশ কিছুক্ষণ বাদে মা আমার আর নিজের জন্য চা করে নিয়ে ঘরে এলো। তার আগে আমার বাবা চা খেয়ে আমার ছেলেকে ওর প্রাইভেট টিউটরের কাছে পৌছে দিতে গেছেন।

মা চা নিয়ে এলে আমরা একসাথে বসে চা খেতে হঠাৎ আমার মামাবাড়িতে যাওয়া নিয়ে কথা বলছিলাম। বেশ কয়েকবছর হলো আমি আমার মামাবাড়িতে যাইনি। বলতে পারেন কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে আমি ইচ্ছাকৃতভাবে যাই না।

মা সবটুকু জানে, তাই কখনো যাওয়ার কথা বলেও না। এখন যদিও সবকিছু স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু আমি যেন পুরোনো দিনের কথাগুলো ভুলতে পারি না। তাই ইচ্ছা হলেও নিজের আত্ম সম্মানের কথা ভেবে যেতে পারি না।

সেই বিষয় নিয়েই আজ মা, মেয়ে অনেকক্ষণ কথা বললাম। মা আমাকে সরাসরি যেতে না বললেও আমাকে এটা বোঝানোর জন্য চেষ্টা করছিলো যেন, সবজায়গায় নিজের জেদ ধরে রাখতে নেই, কখনো কখনো একটু্ নত হলেও খুব বেশি ক্ষতি হয় না। বরং নিজেদের সম্পর্ক গুলো ভালো থাকে। অন্তত, মুখ দেখা দেখি বন্ধ হয় না।


আমি মায়ের খারাপ লাগাটা যেমন বুঝি, তেমন মা ও আমার জায়গাটা খুব ভালো করে বোঝে, তাই আমাকেও জোর করে না।আসলে কিছু কিছু সময় মন খুলে কথা বললে মনের উপর থেকে অনেকটা চাপ কমে, পাশাপাশি সমস্যার সমাধানও খুজে পাওয়া যায়।

বেশ কিছুক্ষণ বিভিন্ন বিষয়ে কথা বলার পরে, আমার মা রান্নাঘরে চলে গেলে আমি একা একা বেশ কিছুক্ষণ ভাবলাম। আসলে ভাবনা অন্য কিছু নিয়ে নয়। আমি ভাবলাম যে যে মানুষ গুলো একসময় ভুল বঝে আমার সাথে খারাপ ব্যবহার করেছিলো।

অথচ আজ তারা ভুল বুঝে যদি আমাকে বার বার ডাকে তাহলে নিজের জন্য না হোক অন্তত পক্ষে আমার মায়ের জন্য বোধহয় তাদের ক্ষমা করা উচিত। কারন আমি যেই সময়কার কথা বলছি, তখন কারোর কথা না শুনে আমার বাবা-মা আমার পাশে ছিলো।

তখন যারা আমায় ভুল বুঝেছিলো,তারা এখন যখন নিজেদের ভুল বুঝতে পারছেন, তখন হয়তো আমারও একবার নিজের জায়গা থেকে সরে যাওয়া দরকার।

আসলে আমরা যাদের ভালোবাসি, একই রকম ভাবে তারাও যখন আমাদের ভালোবাসে, তখন তাদের জন্য আমাদের আত্মসম্মান কিয়দাংশে যদি ত্যাগ করতে হয়, তাহলে বোধহয় করাই উচিত।

এই বিষয়ে আপনাদের কি মতামত নিশ্চয়ই জানাবেন। সকলে ভালো থাকবেন। শুভ রাত্রি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমি ও মনে করি যাদের আমরা খুব ভালোবাসি তাদের জন্য আমরা আমাদের নিজেদের আত্মসম্মান ভুলে নত হ‌তে পারি কারণ আমাদের ভালোবাসার মানুষগুলো যেনো ভালো থাকে তার জন্য।

আসলেই তাই, কখনো কখনো এইরকম পরিস্থিতিতে নীচু হলেও নিজের মনের কাছে উচুঁ থাকা যায়

  ·  2 years ago (edited)

আপনার চিন্তাধারা আজকের প্রজন্মের অনেকের কাছেই অনুপ্রেরণার কাজ করবে বলে আমার বিশ্বাস। ভালো লাগলো লেখা পড়ে, ভালো থাকবেন।

অনেক ধন্যবাদ স্যার এতো সুন্দর মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

Loading...

আপনার মা ঠিকই বলেছে কিছু কিছু জায়গায় মাথা নত করলে খুব বড় ক্ষতি হয় না। অন্তত সম্পর্ক গুলো যেন ঠিক থাকে। তবে ভালোবাসার জন্য মানুষ কত কি না করে। আসলে খারাপ সময়ে মানুষকে চেনা যায় যে কে কেমন। আর এই সময়টা মুখোশধারী মানুষদের কে চিনতে যথেষ্ট ভূমিকা দেয়।

একদমই সঠিক কথা বলেছেন, খারাপ সময় মানুষ চিনতে সাহায্য করে।

লেখার বিষয়বস্তু আপনার মনের ভাব প্রকাশ করেছে তবে কি বার্তা দিতে চেয়েছেন বুঝলাম না।

@baishakhi88 কিছু কিছু সময় নত হতে হয়, তবে সব সময় যে আমরা ছোটো বলে নত হবো সেটা হয় না, বড়োরাও আমাদের সাথে একটু মানিয়ে চলতে পারে।

@baishakhi88 আপনার কথা গুলো আমার সাথে একদম মিলে যায়। কিন্তু ক্ষমা করা সত্ত্বেও তারা ঠিক আগের মতো আছে।

ধন্যবাদ আপনাকে আমাদের মধ্যে এই বিষয়ে আলোচনা করার জন্য।ভালো থাকবেন।