আজকের দিনের কিছু কার্যক্রম।

in hive-120823 •  7 months ago 

হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছেন, বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে কথা বলব আজকের দিনের কিছু কথা। আসলে আজকে আমাদের ছুটি ছিলো দুপুরের পরে। বারোটা পর্যন্ত কোন বিশ্রাম ছাড়া কাজ করে চলে এসেছিলাম আজকে। গতকালকে অনেক রাত পর্যন্ত আমি কাজ করেছিলাম। যার জন্য গতকালকে আমি আপনাদের মাঝে কোন পোস্ট শেয়ার করতে পারিনি। যাই হোক অনেক রাত্রে কাজ শেষ করে এসে ফ্রেশ হয়ে রান্না করে ঘুমিয়ে পড়েছিলাম কারণ শরীর অনেক ক্লান্ত হয়ে পড়েছিল।

1000037108.jpg

আজকে সকালে আবার কাজে যেতে হয় কারণ অল্প কিছু কাজ ছিলো আমাদের। এই কাজ গুলো শেষ হলে আমরা চলে আসি দুপুরে। আজকে এতো টাই বেশি ঘুমিয়েছি যে জানি না রাতে ঘুম হবে কি না। আজকে কোন রান্না করিনি আমি কারণ আমাদের এই রুমে আজকে ডাল দিয়ে এবং চাউল দিয়ে এক সাথে রান্না করা হয়েছিল। এবং দুপুরে আমাদের বলে দিয়েছিল এই রুমে খাওয়া-দাওয়ার কথা।

1000037109.jpg

যাই হোক কাজের সময় যে ভাবে কাজ করেছিলাম তার কয়েক টি ছবি আপনারা আমার পোষ্টের মাধ্যমে দেখতে পারছেন। কিছু পাইপ ছিলো আমাদের এ সির পাইপ এই পাইপ গুলো উঠিয়ে আমরা চলে আসি। এবং ওপরে আরো অনেক মানুষ কাজ করছিল তাদের কাজ শেষ হয়ে যাই বলে আমরা সবাই এক সাথে চলে এসেছিলাম।

1000037111.jpg

রুমে যখন আসি তখন দেখতে পেলাম আমাদের সাথে আরো কিছু মানুষ থাকতো তারা অন্য কাজ করে। তার ভেতর থেকে একটি মানুষ আজ আমাদের এখান থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে কাজে। আসলে বিদেশে এক সাথে বেশি দিন মানুষ থাকতে পারে না। কারণ কখন কোথায় কি ভাবে অন্য জায়গায় যেতে হবে কেউ বলতে পারে না।

1000037110.jpg

তাদের প্রতি মায়া জন্মে থাকে আমাদের কিন্তু এই মায়ার বন্ধন ছেড়ে তাদের কে চলে যেতে হয়। সে যখন চলে যাচ্ছিল অবশ্যই আমার ও একটু খারাপ লাগছিল। এবং আমাদের রুমে আরো যারা থাকতো তাদের কেও খারাপ লাগছিল। কারণ এক সাথে থাকতে থাকতে তাদের সাথে একটি অন্যরকম সম্পর্ক আমাদের হয়ে গিয়েছে। যাই হোক কি আর করার সব কিছু মেনে নিতে হবে আমাদের এটার নামই তো প্রবাসী।

1000037113.jpg

সেই ভাই টি কে আমরা রাস্তা পর্যন্ত দিতে আসি অবশ্যই তার সাথে কোন ছবি আমার ধারণা করা নেই। কারণ তার মনটা খারাপ ছিলো এই সময় আরো মানুষের মন খারাপ ছিলো তাই আমি ছবি ধারণ করিনি। যাহোক যখন সেই ভাইটি কে দিয়ে আমি রুমে আসছিলাম তখন আমাদের এই রুমের মানুষ বলছিল একটু কাজ করে দেওয়ার কথা। হাসি মজা করে বলছিলাম দাওয়াত করে যদি কাজ করে খেতে হয় তাহলে রুমে গিয়ে রান্না করে খাওয়া দাওয়া করব।

1000037123.jpg

যাই হোক ঠাট্টা করতে করতে তাদের চাউল এবং ডাউল গুলো ধুয়ে দিয়ে আমি আবার রুমে চলে গেলাম। রুমে এসে একটি ঘুম দিলাম সেই ঘুমের থেকে উঠতে আমার বেলা সাড়ে পাঁচটা বেজে যায়। ঘুম থেকে উঠে চলে গেলাম গোসল করতে। গোসল করে এসে দেখতে পেলাম মোবাইলে অনেকেই ফোন দিয়েছে।বাড়ি থেকে ফোন দিয়েছে এবং এই রুম থেকে ভাইয়েরা ফোন দিয়েছে। বাড়ি কথা বলতে বলতে এই রুমে এসে দেখতে পেলাম তারা খাওয়া দাওয়া করছে তখন আমি বাড়ি কথা বলছিলাম।

1000037122.jpg

বাড়ি কথা বলা শেষ করার পরে তাদের খাওয়া দাওয়া শেষ হয়ে যায়। তারা তখন আমাকে বলছিল খাওয়ার কথা তাই একা একা খাওয়া দাওয়া শেষ করে নিয়েছিলাম। এভাবে কেটে গেলো কিছুটা সময় তার উপরে বর্তমানে বাড়ি এখন একটু সমস্যা আছে নিজেদের ব্যক্তিগত সমস্যা। যাই হোক বন্ধুরা আজকের দিনের কিছুটা কার্যক্রম আপনাদের মাঝে তুলে ধরলাম। আশা করব আপনাদের কাছে ভালো লাগবে সবাই ভালো এবং সুস্থ থাকবেন।

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন

@baizid123

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

গতকাল অনেক রাত পর্যন্ত কাজ করেছেন এর জন্য কোন পোস্টও করতে পারেন নাই। আজকেও ১২টা পর্যন্ত একটানা কাজ করেছেন।
অনেক পরিশ্রম করে আপানারা দেশের জন্য রেমিট্যান্স বাড়ান আপনারা এজন্য আমরা সবাই কৃতজ্ঞ আপনাদের কাছে।
এটা ঠিক যে প্রবাস জীবনে বেশি দিন আপনারা একজায়গায় থাকতে পারেন না। অথচ মায়া ধরে যায়।

আসলে যখন কাজের চাপ অতিরিক্ত থাকে তখন রাত এবং দিন দেখলে আমাদের হয় না। তাই আমাদের সেখানে গিয়ে কাজ করতে হয় এবং কাজের চাপ আসলে আমরা যেহেতু এই কোম্পানির কাজ করি তাই না গিয়ে আমরা পারি না। এবং কোন কথা সেখানে খাটে না তাই আমাদের পরিশ্রম সব সময় করে যেতে হবেই।

DescriptionInformation
Verified User
Burnsteem 25
#steemexclusive
Plagiarism Free
Bot Free
Gpt free
350+ Words
Club5050
Voting CSI94.4
Quality8.5/10
Feedback / Observation
  • Everyday we wake to see ourselves doing things to make ends meet. Am glad that you are one of the productive set of people trying to make ends meet. Hope your day was awesome. Nice post👍
  • We would like to appreciate your presence and activities towards the community. Our community also like to inspire you to participate in the engagement by visiting others post and make insightful comments .

Regards
@whizzbro4eva(Mod)
Incredible India

Discord Twitter Telegram Instagram

4IJbBnRVy9Iq78L7aK.gif

আমি আনন্দিত যে আপনি আমার পোস্টটি ভেরিফাই করে দিয়েছেন পাশা পাশি সুন্দর মন্তব্য উপহার দিয়েছেন শুভকামনা রইল আপনার জন্য।

আপনর সারাদিনের কার্যকর দেখে খুব ভালো লাগলো, আপনি অনেক পরিশ্রম করছেন, শরীর যখন ক্লান্ত থাকে তখন স্বাভাবিকভাবেই ঘুম একটু বেশি হয়, কাজের পাশাপাশি অবশ্যই শরীরে যত্ন নিবেন, ধন্যবাদ সুন্দর পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

শরীরের যত্ন না নিলে পরিশ্রম করতে পারব না তাই অবশ্যই আমাদের শরীরের যত্ন নিতে হবে এবং একদমই তাই যখন আমরা অধিক পরিশ্রম করে ফেলি তখন ঘুম একটু বেশি হয়।

প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই। কেননা আপনি অনেক পরিশ্রম করে আমাদের দেশের মাটিতে টাকা পাঠান। তবে যারা পরিশ্রম করে তারা একদিন সফল হতে পারে। আপনি আজকে এত পরিশ্রম করতেছেন অবশ্যই আপনি একদিন সফল হবেন। শুধু আপনি না যারাই এই কমেন্টটি দেখবেন তারাই চেষ্টা করবেন সময়কে কাজে লাগানোর জন্য। কারণ সময় আর সুযোগ সবসময় আসে না। ধন্যবাদ ভাই ভালো থাকবেন।