বিসমিল্লাহির রহমানির রহিম
আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো বাস্তব জীবনে যে কাজটি ঘোটে আচ্ছে আমাদের সাথে তার কিছু কথা আপনাদের মাঝে আজ উপস্থাপনা করবো।
জীবনে চলার সাথে কিছু মানুষের একটু অহংকার বেশি থাকে চার ধরনের মানুষের।
- প্রথম: বেশি শিক্ষিত হলে!
বেশি শিক্ষিত হলে তার অহংকার সব সময় একটু বেশি থাকে মানুষের মাঝে কারণ সে অনেক শিক্ষিত বলে মানুষকে একটু ছোট্ট নজরে দেখে থাকে আসলে সে ভুলে যাই তার কোন পরিবেশের সাথে ওঠাবসা ছিলো আগে।
বেশি শিক্ষিত হতে গেলে সব ধরনের মানুষের সাথে ওঠাবসা করা লাগে তবেই সে শিক্ষা অর্জন করতে পারে সেখানে আছে অনেক ধনী গরিবের ছেলে সবার সাথে এক হয়ে লেখাপড়া শিখতে হয়েছে তাকে না হলে সে আজ কখনোই শিক্ষিত হতে পারতো না।
- দ্বিতীয়ত:রূপের বড়াই!
যাদের চেহারা অনেক সুন্দর তারা সব সময় রূপের অহংকার করে থাকে আসলে তারা ভুলে যাই রূপের বড়াই বেশি দিন এই পৃথিবীতে চলে না কারণ আল্লাহ তাআলা চাইলে তার রূপ সৌন্দর্য ধ্বংস করে দিতে পারে যে কোন একটি অছিলায়।
সে ভুলে যাই আল্লাহর সৃষ্টি পৃথিবীর সকল মানুষ সুন্দর তাহলে কেন আমি আজ রূপের বড়াই করব এত অহংকার নিয়ে কেন এই পৃথিবীতে আমি বেঁচে থাকবো।
- তৃতীয়: হঠাৎ ধনী হয়ে গেলে!
হঠাৎ ধনী হয়ে এত কিসের অহংকার তুমি কি ভুলে গিয়েছো তোমার আগের দিনগুলোর কথা তুমিও ছিলে কোন এক সময় এই গরিব মানুষের মত তাহলে আজ তুমি ধনী হয়েছো বলে কিসের এত অহংকার করো এই মানুষদের সাথে।
আল্লাহতালা তোমাকে আজ ধন-সম্পদ দিয়েছে বলে ভেবোনা চিরস্থায়ী তোমার কাছে ধন সম্পদ এভাবেই থেকে যাবে তিনি তোমাকে যেমনটা দিয়েছে তেমন করে আবার তোমার কাছ থেকে সবকিছুই কেড়ে নিতে পারে।
তাহলে কিসের এত অহংকার দেখাও এই দুনিয়াতে তুমি হঠাৎ ধনী হয়েছো বলে আজ মানুষকে মানুষ মনে করছ না এই কাজটি তোমার আজ ঠিক হচ্ছে কিনা তোমার নিজের বিবেকের কাছে জিজ্ঞাসা করে দেখো।
- চতুর্থ: মূর্খ মানুষের কাছে কোন দায়িত্ব দিলে!
সে অনেক বড় মনে করে নিজেকে আসলে তোমার পরে সব কিছু দায়িত্ব আছে সবকিছু ঠিক আছে কিন্তু তুমি সেই দায়িত্বটি সঠিক নিয়মে পালন করো তুমি কেন এত অহংকার করতে যাও।
অতিরিক্ত দায়িত্ব পেয়েছো কিন্তু তোমার শিক্ষা অর্জন একেবারে কিছুই নাই তাহলে এত অহংকার করে কি লাভ তোমার কাছ থেকে তোমার সম্মানটুকু চলে যাচ্ছে কারণ তুমি অহংকার করা ধরেছো বলে।
আপনারা একটু খেয়াল করে দেখবেন আমাদের বাস্তব জীবনে চলার পথে এমন শ্রেণীর মানুষের কিন্তু অভাব নাই তারা নিজেদের অতীতের কথা ভুলে যাই বর্তমানে যতটুকু দায়িত্ব পায় সেই দায়িত্ব অহংকারে পরিণতি করে ফেলে।
যাইহোক আজকের পোস্টটি পড়ে কারোর মনে যদি কোন আঘাত লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
রূপের বড়াই মাত্র কয়েকদিন,,, বয়সের সাথে সাথে সব কিছুই হয়ে যায় বিলীন।
আসলে আপনি দেখলাম আজকে চার শ্রেণীর মানুষের কথা বলেছেন। আসলে খুবই সত্যি কথা শিক্ষিত হলেই,,,, কিছু টাকা-পয়সার মালিক,,,,, তার সাথে যদি হয় একটু সুন্দর,,,,, তাদের মধ্যে অহংকারের বোঝাই করা থাকে।
"অহংকার পতনের মূল" একটা কথা আছে,,,,, সে কথা যদি সবাই বুঝতে পারতো! তাহলে হয়তো বা কেউই অহংকার করত না।
আপনার পোস্টে কিছু শিক্ষনীয় বিষয় রয়েছে,,,,, এখান থেকে আমাদের প্রত্যেকেরই শিক্ষা গ্রহণ করা উচিত! অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা টপিক আমাদের সাথে তুলে ধরার জন্য! আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল,,,, ভালো থাকবেন।
#miwcc
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম ঠিকই বলেছেন আপনি অহংকার পতনের মূল যার যত বেশি অহংকার আছে সে তা তো বেশি ভোগবে এটাই দুনিয়ার নিয়ম সে দুনিয়ার বুক থেকে দেখে যাবে অহংকারের ফল কতটা ভালো হয়।
অসংখ্য ধন্যবাদ আপু অনেক সুন্দর একটি মন্তব্য করার জন্য।
#miwcc
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পোস্ট টা পড়ে অনেক কিছু শিখলাম আর জানলাম।এই ভাবেই ভালো ভালো বিষয় গুলো তুলে ধরবেন আমাদের সামনে ।ধন্যবাদ ভালো থাকবেন দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার পোস্টটি পড়ে অনেক সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি ঠিকই বলেছেন এই চার শ্রেণীর মানুষ গুলো খুবই অহংকারী হয়ে থাকে ৷ তবে সবাই যে এই রকম সেটাও না ৷ তবে অহংকারী মানুষ রয়েছে এটা সমাজের চলা ফেরা করলেই বুঝা যায় ৷ আপনার পোস্ট টি পড়ে খুব ভালো করে বুঝতে পারলাম ৷
আপনাকো অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর করে একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন ভাই ৷
#miwcc
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর একটি মন্তব্য করার জন্য আমার পুরো পোস্টটি পড়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit