অনেক সুন্দর দুটি খরগোশ ফটোগ্রাফি।steemCreated with Sketch.

in hive-120823 •  last year 

কালকের রাত্রে একটি জিনিস হঠাৎ করে চোখের সামনে পড়ে গেলো দুইটি খরগোশ, আমাদের ক্যান্টিনের মালিকের ছোট ছেলের জন্য দুইটি খরগোশ নিয়ে এসেছে সে সারাদিন খরগোশের সাথে খেলা করবে বলে।

IMG_20230717_193828.jpg

ছোট বেলায় দেখেছি আমাদের বাড়ি খরগোশ ছিলো এবং আমি তাদের সাথে খেলাধুলা করতাম খুবই আনন্দ সহকারে দিন পারতাম। কিন্তু কাল এই খরগোশ দুইটি দেখে সেই ছোটবেলার কথা মনে পড়ে গেলো কারণ ক্যান্টিনের মালিকের ছেলে খরগোশের সাথে খুবই আনন্দ সহকারে খেলাধুলা করছিলো।

বাংলাদেশে খরগোশ পোষা হয় অনেক বাড়িতে এবং যে বাড়ি খরগোশ থাকে সেই বাড়ি বিড়াল আসতে দেয় না কারণ বিড়াল আসলে খরগোশ ধরে নিয়ে চলে যায় এবং যে বাড়ি খরগোশ পোষা হয় সেই বাড়ি মাটির ঘর করা হয় কারণ মাটি খুঁড়ে খরগোশ গুলো খুবই খারাপ অবস্থা করে দেয়।

IMG_20230717_193846.jpg

এবং আমি শুনেছি খরগোশের মাংস খাওয়া যায় খরগোশের মাংস নাকি অনেক উপকারিতা শরীরের জন্য আমি খুব ভালো জানি না তবুও মানুষের কাছে শুনেছি খরগোশের মাংস নাকি খুবই সুস্বাদু হয়।

কালকের খরগোশ দুইটি নিয়ে এসেছে রাত বারোটার দিকে নিয়ে আসার সাথে সাথে ক্যান্টিনের ছোট্ট সেই ছেলেটি উঠে তাদের সাথে খেলাধুলা করা শুরু করেছে সেই দৃশ্য দেখে আমার খুবই ভালো লেগেছিলো।

IMG_20230717_193841.jpg

খরগোশ দুইটি এত চঞ্চল খুব বেশি তাদের ছবি তুলতে পারিনি তাই চারটি ছবি উঠিয়ে আজ আপনাদের মাঝে শেয়ার করা আশা করব ছবি চারটি দেখে আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

খরগোশ আমার খুবই পছন্দ আমি খরগোশ খুবই পছন্দ করি কারণ খরগোশের সাথে খেলাধুলা করলে সময় কেটে চলে যায় কিভাবে আমরা বলতে পারি না এবং পশু প্রাণী আমার খুবই পছন্দের একটি জিনিস ছোটবেলা থেকে আমি পশু প্রাণী পুষ্টে ভালোবাসি কিন্তু ছোটবেলায় আমার আম্মা বলতো আম্মার কাছ থেকে আমাদের যদি কেউ কেড়ে নিয়ে যায় তাহলে আমার এবং আমার আম্মার কেমন কষ্ট হবে।

তাই পশু পাখি পুষ্টে মানা করত বলতো যদি পারো তাহলে তাদেরকে দুটো কিছু খেতে দাও তাতে তারা আনন্দ উপভোগ করতে পারবে আর যদি তাদেরকে বন্দী জীবনে আটকে রাখো তাহলে তারা খুবই কষ্ট পাবে যেমন এই খরগোশ দুটি তারা মাটি ভালোবাসে এবং মাটি তুলতে ভালোবাসে তারা মাটিতে থাকতে ভালোবাসে।

IMG_20230717_193818.jpg

তাদের কে আটকে রেখেছে একটি বক্সের ভেতরে তারা খুবই কষ্ট ভোগ করছে তাদের খাওয়া দাওয়া ঠিক ভাবে দিলেও তারা কিন্তু ঠিক ভাবে নড়াচড়া করতে পারছে না তাদের কিন্তু খুবই কষ্ট হচ্ছে এভাবে খরগোশ কখনো পোষা যায় না।

তাদেরকে পুষ্টে হলে তাদেরকে স্বাধীনতা দিতে হয় খরগোশের স্বাধীনতা দিতে হলে ঘরের ভেতরে তাদের রাখতে হয় ঘরের ভেতরে মাটি খুঁড়ে তারা থাকতে পছন্দ করে কারণ মাটিতে তাদের গর্তের ভেতরে থাকতে বেশি পছন্দ করে।

DeviceName
Androidvivo y20
LocationMalaysia 🇱🇷🇱🇷🇱🇷
Short by@bayezid123
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Saludos

Están muy bonitos esos conejos las fotos te quedaron geniales suelen ser grandes mascotas muy cariñosos y juguetones.

Es cierto la carne de conejo se come y además es muy deliciosa, una vez pobre conejo guisado y es excelente, es parte de la gastronomía mundial.

Éxitos y gracias por compartir con todos nosotros.
Bendiciones

Thank you.

Nice post. Sir Please Do Follow me...

Thank you.

  ·  last year (edited)

ভাই খরগোশ খুবই সন্তুষ্ট প্রাণী। এদের চোখদুটো খুবই মায়াবী। আগে গ্রামে প্রতিটা বাড়িতে প্রায় এই খরগোশ লালন পালন দেখা যেত এখন প্রায় বিলুপ্ত হতে চলছে এই প্রাণীটি। অসংখ্য ধন্যবাদ খরগোশের ফটোগ্রাফি আমাদের কাছে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল

Thank you.

Loading...