সুন্দর একটি বিড়ালের ফটোগ্রাফি।

in hive-120823 •  7 months ago 

হ্যালো বন্ধুরা, আজ আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটি ফটোগ্রাফি নিয়ে, আজকে কোন ফুলের ফটোগ্রাফি প্রাকৃতিক দৃশ্য নয়, আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব অনেক পুরাতন ছোট্ট একটি বিড়ালের বাচ্চার ফটোগ্রাফি। আসলে পুরাতন বলতে ছবিটি অনেক দিন আগে আমি আমার মোবাইলে ধারণ করেছিলাম। কিন্তু আজকে গ্যালারি দেখতে দেখতে সেই ছবিটি আমার চোখের সামনে চলে আসলো। তাই আপনাদের মাঝে শেয়ার করছি আশা করব আপনাদের কাছে ভালো লাগবে।

1000017225.jpg

আমি আপনাদের মাঝে অনেক বার বিড়ালের ফটোগ্রাফি শেয়ার করেছি, কারণ সত্য কথা বলতে বিড়াল আমি অনেক পছন্দ করি তাই তার ফটোগ্রাফি এবং তার সাথে সময় পার করতে ভালোবাসি। কিন্তু বর্তমানে যে জায়গায় এসে আছি সেখানে বিড়াল ছানা দেখা অনেক কঠিন এক ব্যাপার হয়ে গিয়েছে। কারণ এখানে চোখের সামনে খুবই কম বিড়াল দেখা যায়। যাইহোক আমি এমনিতে রাতে ঘুমাই একটু দেরিতে। কারণ সারাদিন পরিশ্রম করতে হয় এটি আপনারা সবাই জানেন। তার ওপরে মোবাইলে একটু কাজ করতে গেলে রাত জাগা লাগে।

1000017224.jpg

তখন সঠিক মনে নেই 10 থেকে 11 টা বাজে হয়তো বা আমি ক্যান্টিনে বসে ছিলাম, এবং আমাদের ওই ক্যান্টিনে বিড়াল ছানা অনেক দেখা যেতো। যেটা আমি এর আগেও আপনাদের মাঝে বলেছিলাম। আমি একদিন হঠাৎ করে এই বিড়াল ছানা দেখতে পাই। আমি যে চেয়ারের উপরে বসে থাকতাম তার ওপরে বসে ছিলো। তখন তার কয়েকটা ছবি আমি ধারণ করি। এবং আপনাদের মাঝে শেয়ার করতে চেয়ে ছিলাম। কিন্তু হয়তোবা কোন একটি কারণে আপনাদের মাঝে এই ছবি গুলো তখন শেয়ার করা হয়নি।

1000017216.jpg

আজকে সময় পেয়েছি এবং ছবিটি যখন দেখতে পেয়েছি। তাহলে শেয়ার না করে আর থাকতে পারলাম না। মধ্যরাতে বিড়ালটি যখন বসেছিল এবং তার আশে পাশে নিঝুম ছিলো পরিবেশ। তখন বিড়ালটি আমার দিকে তাকিয়ে ছিলো দেখতে অনেক সুন্দর লাগছিল। এবং তখন আমি এই ছবি ধারণ করে অনেক আনন্দিত উপভোগ করেছিলাম।

1000017220.jpg

আপনারা যদি ছবির পেছনে একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন তার পেছনে কিছু সবুজ ঘাস আছে। এবং তার আরেকটু উপরে লক্ষ্য করলে দেখতে পাবেন আকাশের রং লাল হয়ে আছে। এবং বিল্ডিং এর ওপরে কিছু আলো জ্বলছে। যেটা ছবিটি কে আরো বেশি আকর্ষণীয় করেছে বলে আমার মনে হয়। আসলে এমন ছবি দেখতে কার পছন্দ হয় জানি না। তবে আমার অনেক পছন্দ হয়। এবং আমি আশা রাখি আপনাদের কাছেও এমন ছবি ভালো লাগে বলে আমার মনে হয়।

1000017223.jpg

বন্ধুরা বিড়াল নিয়ে কিছু সময় বসে থাকা এবং তার সাথে সময় কাটানো আসলে একটি অন্যরকম অনুভূতি নিজের মনে চলে আসে, একটি অবুঝ প্রাণী হয়তোবা কথা বলতে পারে না। কিন্তু সে মানুষের ভালোবাসা অনুভব করতে পারে। কারণ আমরা যখন একটি প্রাণীর সাথে বসে সময় কাটায় এবং তার গায়ে একটু হাত দিয়ে আদর করি। তখন সে কিন্তু আমাদের কাছে এসে আরো ভালো ভাবে বসে থাকে। তার পাশা পাশি অন্য আরেক দিন যদি তার সাথে আমাদের দেখা হয় সে এমনি আমাদের কাছে এসে বসে।

মানুষ বেইমানি করে কিন্তু পশু প্রাণী কখনো বেইমানি করে না এটাই তার বাস্তব প্রমাণ, কারণ আমি যখন বিড়ালদের সাথে সময় কাটিয়েছি এবং সকালে বিকালে আবার তাদের সাথে দেখা হতো। তারা আমার কাছে এসে বসে থাকতো এবং আমি যতো সময় বসে থাকতাম তারাও আমার পাশে এসে বসে থাকতো। বসে থাকার কাটানো মুহূর্ত ফটোগ্রাফি ধারণ করে আমি এর আগে শেয়ার করেছি বলে মনে হয়।

1000017222.jpg

যাইহোক বন্ধুরা আজকের মতো আমি এখানে শেষ করছি আশা রাখি আমার আজকের বিড়ালের ফটোগ্রাফি পোস্ট আপনাদের কাছে ভালো লাগবে এবং লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

DeviceName
AndroidVivY77 /v2169 vivo
Camerafocal length:26mm(equivalent to 35mm focal length film)
LocationMalaysia 🇱🇷🇱🇷🇱🇷
Short by@bayezid123

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন

@baizid123

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

ছোট বিড়াল ছানাটাতো বেশ সুন্দর দেখতে। বিড়াল আমার খুব প্রিয় প্রাণী। আমার নিজের বাড়িতেও বিড়াল আছে। অনেক আগে আমাদের বাড়িতে আরেকটা বিড়াল ছিলে যেটা মারা গেছিলো কোনো এক কারনে আপনার ফটোগ্রাফি দেখে তার কথা মনে পড়লো। আপনার পোস্টটি পড়ে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

এটা শুনে খারাপ লাগলো যে আপনার বাড়ি একটি বিড়াল ছিলো এবং বিড়ালটি মারা গিয়েছে। আসলে কখন কিভাবে কি হয়ে যায় আমরা কেউ বলতে পারি না এটি একটি দুর্ঘটনা হয়েছে এবং দুর্ঘটনা আমাদের মেনে নিতে হবে।

Loading...

কোনো কিছু দেখতে যেমনই হোক না কেন ছবি তোলার মাধ্যমে সেটার সৌন্দর্য অনেক গুণে বৃদ্ধি করানো সম্ভব। এদিক বিবেচনা করলে আপনার মোবাইল ক্যামেরাতে ধারণ করা বিড়ালের ছবিগুলো চমৎকার ছিল।

পাশাপাশি বিড়াল আমার ভীষণ পছন্দ যেটা হয়তো আপনিও জানেন। যে কারণে আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে আরো বেশি আকর্ষণীয়ই মনে হয়েছে।

একদমই তাই আপু যে কোন কিছু দেখতে যেমনই হোক না কেন ফটোগ্রাফির মাধ্যমে অনেক কিছু সৌন্দর্য বাড়ানো যায়। জি আমি জানি আপনি বিড়াল অনেক পছন্দ করেন আমি আপনার কোন একটি পোস্টে পড়েছিলাম। আপনার মূল্যবান সময় ব্যয় করে খুবই চমৎকার একটি মন্তব্য উপহার দেয়ার জন্য ধন্যবাদ।

মানুষ বেইমানি করে কিন্তু পশুপাখি কখনো বেইমানি করে না। আপনি এ কথাটি একদমই সত্যি বলেছেন। আমার বাড়িতে বিড়াল ছিল।আমি তাকে প্রতিদিন ভাত খাওয়াতাম। সে আমার সাথে সবসময় থাকতো। আমি যেখানে যাই আমার সাথে সাথেই ছিলো। সব সময় বন্ধুর
মতো।

বিড়াল আমার অনেক প্রিয় একটি প্রাণী। আর বিড়াল অনেক মায়াবী হয়। আপনি অনেক সুন্দর ভাবে বিড়াল নিয়ে আলোচনা করেছেন। বিড়ালের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি পোষ্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

আপনি নিজে অনুভব করতে পারবেন আমরা মানুষ হয়ে মানুষের মর্যাদা দিতে পারি না, আমরা অনেক মানুষ আছি মানুষের সাথে প্রতারণা করি কিন্তু যে বিড়ালটিকে আপনি ভাত খেতে দিয়েছেন সে আপনার পিছে পিছে কিন্তু সব সময় থাকে, তাহলে পশু পাখি কি আপনার সাথে বেইমানি করেছে আমার তো মনে হয় না না,

এটা জানতে পেরে আমি অনেক আনন্দিত যে আপনি অনেক বিড়াল পছন্দ করেন এবং আমার ছবিগুলো আপনার কাছে ভালো লেগেছে এটাই বড় ভালোবাসা ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য আমার পোষ্টের মাধ্যমে উপহার দেওয়ার জন্য।

বিড়াল টাকে দেখতে খুব সুন্দর লাগছে। আমাদের বাড়িতে অনেকগুলি বিড়াল আছে। আমি নিজের বিড়াল পছন্দ করি। মামার বাড়িতে বেড়াতে গেলে বিড়াল গুলো সবসময় পায়ে পায়ে ঘুরতে থাকে। আপনার পোস্টটিতে আমার বেশ ভালো লাগলো।

সর্বপ্রথম আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং এটা জানতে পেরে অনেক ভালো লাগলো আপনি নিজেও বিড়াল অনেক পছন্দ করেন এবং আপনার মামার বাড়িতে বেড়াতে গেলে বিড়াল গুলো আপনার পিছে পিছে এসে ঘুরে বেড়াই। আসলে পশু প্রাণী যখন ভালোবাসা পাই তখন সেই মানুষটাকে বেশি পছন্দ করে। হয়তোবা বিড়াল গুলো আপনার কাছ থেকে অনেক বেশি ভালোবাসা পেয়েছিল তাই তারা আপনার কাছে সব সময় আসে।

বরাবরের মতো আবারো আপনি সুন্দর বিড়ালের ফটোগ্রাফি নিয়ে আমাদের সাথে হাজির হয়ে গেছেন। আপনার বেশ কিছু পোষ্টের মধ্যেই আমরা বিড়ালের ফটোগ্রাফি দেখেছি। ওখান থেকেই বোঝা যায় আপনি বিড়াল কতটা পছন্দ করেন, আর বিড়াল শান্তি প্রিয় হওয়ার কারণে অনেকে বিড়াল পালন অনেক বেশি পছন্দ করে। অসংখ্য ধন্যবাদ চমৎকার বিড়ালের ফটোগ্রাফি আমাদের সাথে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

জি আপু আমি এর আগেও কয়েক বার বিড়ালের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করেছে এবং সত্য আমি বিড়াল অনেক পছন্দ করে বাড়ি থাকতে বিড়ালের সাথে সময় পার করতে পারতাম একটু অনেক বেশি কিন্তু বর্তমানে সময় পার করা অনেক টাপ হয়ে যায়। তবুও চেষ্টা করি কি সময় বিড়ালের সাথে সময় কাটানোর জন্য এবং কিছু মুহূর্ত আপনাদের মাঝে তুলে ধরার জন্য।

বাড়িতে থাকাকালীন আপনি অনেক সময় ফ্রি থাকতেন। তাই হয়তোবা বিড়ালের সাথে আপনার বন্ধুত্বটা ছিল অন্যরকম। কিন্তু বর্তমান সময়ে আপনি যেহেতু প্রবাসে আছেন। আপনাকে প্রতিনিয়ত কাজ করতে হয়। আপনি সঠিকভাবে সঠিক সময় হয়তোবা হয়ে ওঠেনা, তাদের সাথে কাটানোর জন্য। কিন্তু তারপরেও আমি যতটা দেখেছি তাদের প্রতি আপনার ভালোবাসা অপরিসীম। আপনি চেষ্টা করেন মাঝে মাঝেই তাদের সাথে সময় কাটানোর জন্য।

আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম বিড়াল আপনি খুব পছন্দ করেন। বর্তমানে তো অনেকেই বাসায় বিড়াল লালন পালন করে। কিন্তু সত্যি কথা বলতে ভাই বিড়াল আমার তেমন একটা পছন্দ নয়। যাইহোক, আপনার তোলা বিড়ালের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। বিড়ালটি মনে হয় খুব সুন্দরভাবে আপনাকে ক্যামেরার দিকে তাকিয়ে ছিল।

এরকম সুন্দর ফটোগ্রাফি নিয়ে পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

আসলেই ছবিগুলো অনেক মনোমুগ্ধকর হয়েছে।বিশেষ করে আপনি ব্যাকগ্রাউন্ডের ব্যাখ্যা দিয়েছেন।আসলেই পিছনের সবুজ ঘাস ছবিটিকে আরো ফুটিয়ে তুলেছে।আপনার একটা কথা অনেক ভালো লেগেছে।প্রানীরাও ভালোবাসা অনুভব করতে পারে।তাদের যতই ভালোবাসা দিবেন ততই তারা আপনার ভালো বন্ধু হবে।ধন্যবাদ

প্রতিটা জীবের ভিতর তার কোনো কোনো সৌন্দর্যের বৈশিষ্ট্য রয়েছে আজকে আমি আপনি খুব সুন্দর একটি বিড়ালের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছেন
আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগছে ছোট যে বিড়ালটি আপনার দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে এই ছবিটা খুব সুন্দরভাবেই ক্যাপচার করছেন।