মানুষের সৌন্দর্য তার নিজের চুল।

in hive-120823 •  3 days ago 

বিসমিল্লাহির রাহমানির রাহিম,, আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই,, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন,, আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি এবং সুস্থ আছি,, বন্ধুরা আজ একটি ভিন্ন ধরনের লেখা শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি।

1000060164.jpg

আসলে আমরা মানুষ সখ করে চুল রাখি নিজেদের মাথায়,, এবং মানুষের সৌন্দর্য তার চুলের উপরে থাকে,, মানুষ নিজের চুল বিভিন্ন ধরনের স্টাইল দিয়ে কেটে আসে,, এই স্টাইলটা তখনই দেয়া সম্ভব হয়,, যখন তার মাথায় অধিক ভাবে চুল থাকে।

অতি সহজে কেউ কখনো তার মাথার চুল কেটে ফেলতে চায় না,, যখন অতিরিক্ত কারো সমস্যা হয় তখন মাথার চুল কেটে ফেলে,, একটি সময় ছিলো তখন অনেক চেষ্টা করেও নিজের পরিবারের মানুষ চুল কাটাতে পারে নাই।

এই চুল কাটা নিয়ে নিজের মায়ের কাছে অনেক বকুনি শুনেছি,, আমাদের মতো ছেলেরা বেশির ভাগ মায়ের কাছে বকা শুনে থাকে চুল কাটা নিয়ে,, এখন বর্তমান সময়ে চুল কাটা নিয়ে খুব বেশি বাবা-মা কথা বলে না,, তবে আমরা যখন ছোট ছিলাম তখন আমার মা তো অনেক বকা দিছে আমাকে।

1000060165.jpg

এবং আমার সমো বয়সী যারা আছে তারা প্রত্যেকটি মায়ের কাছে বকা শুনেছে,, যাইহোক আমি চুল কেটেছি মানে ন্যাড়া হয়েছি,, এখান থেকে বেশ কিছু দিন আগে,, বাহিরে থেকেও নিজের চুলের যত্ন নিয়ে রেখে ছিলাম নিজের মাথায়।

তবে অবশেষে আমাকে ন্যাড়া হতে হলো এবং সাথে আমার কিছু ভাইয়েরাও ন্যাড়া আর সিদ্ধান্ত নিয়েছিল,, একটি মানুষের সৌন্দর্য এবং তার দেখতে সুন্দর লাগে তার চুলের জন্য,, তাই এই সিদ্ধান্ত সবাই অতি সহজে নিতে চাই না।

আসলে আমরা যেখানে ছিলাম সেখানে ছার পোকা ছিলো অনেক বেশি,, তার জন্য অনেক কিছু ব্যবস্থা আমরা করেছিলাম কিন্তু কোন ভাবে কমাতে পারি নাই,, এবং কোম্পানি থেকে রুম দেওয়া হয়েছে যেখানে সেখানে আমাদের থাকতে হবে।

1000060158.jpg

সেখানে যে কয় দিন ছিলাম এমন কোনো রাত ছিলো না ঠিক ভাবে ঘুমাতে পেরেছি,, কারণ সেখানে কাঠের রুম এবং কাঠের রুমের মধ্যে বেশি ছার পোকা হয়,, যাই হোক নিজেদের শরীরে অনেক বেশি কামড়াতো,, তবে সেগুলো হাত দিয়ে বা যে কোনো ভাবে হোক সরাতে পারতাম।

কিন্তু নিজেদের মাথায় কামড়িয়ে অবস্থা অনেক খারাপ করে ফেলেছে,, তার পাশাপাশি সবার মাথায় ঘা তৈরি হয়ে গিয়েছে,, কিছুই ভালো লাগছিল না তবে সেখান থেকে চলে আসতে পারলে যেনো ভালো লাগতো।

যাইহোক চলে তো অবশ্যই সেখান থেকে এসেছি কিন্তু মাথায় ঘা হওয়ার জন্য চুল কেটে ফেলতে হয়েছে,, প্রথমে আমি সিদ্ধান্ত নিয়ে ছিলাম আমি চুল কেটে ফেলবো,, কারণ মাথায় ঘা এটা সত্যিই আমার কাছে একটি ভয়ানক ঘটনা।

কারণ আমি কোন একটি মানুষের মাথায় ঘা দেখেছিলাম এই মালয়েশিয়াতে এসে,, যেখান থেকে সেই মানুষটির মৃত্যু হয়ে গিয়েছে,, আসলে কার কখন কি ভাবে মৃত্যু হবে এটা তো আমরা কেউ জানি না,, তবে নিজেদের সতর্ক থাকাটা অনেক প্রয়োজন আছে।

1000060163.jpg

যাই হোক আমি আমার ভাইদের বলে মাথার চুল কেটে ফেলে ছিলাম,, এবং এক এক করতে করতে আমার সব ভাই মাথার চুল কেটে ফেলে,, কারণ মাথায় ঘা শুধু আমার একা হয় নাই,, হয়েছিল ওই প্রোজেক্টের সব মানুষদের,, তার দুই এক দিন পরে দেখতে পেলাম ওই প্রোজেক্টের বেশি মানুষ মাতার চুল কেটে ফেলেছে।

কারণ প্রত্যেকটি মানুষের মাথার মধ্যে ঘা ফুটে গিয়েছে,, আসলে ছার পোকা অনেক বিষাক্ত একটা জিনিস,, তার পাশাপাশি এর কামড়ের যন্ত্রণা খুবই ভয়ানক,, যেখানে কামড় দেয় সেখানে ঘা ফুটে যায়।

যাইহোক হয়তোবা আমাদের দেখার মতো এখানে কোন মানুষ নাই,, চুল থাকাটা এবং না থাকাটা কোন বিষয় না,, তবে নিজেদের সৌন্দর্য নিজেদের কাছে,, এবং সবচেয়ে বড় কথা সমস্যাটা আগে সমাধান করতে হবে।

আমি অবশ্যই সেখান থেকে চলে এসেছি এখন অনেক ভালো আছি,, তার পাশাপাশি মাথায় যতটা ঘা ফুটে গিয়েছিল এখন সব সেরে গিয়েছে,, যাইহোক সবাই ভালো এবং সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন।

1000045708.png

1000046883.gif

ধন্যবাদ সবাইকে।

@baizid123

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

চুল সত্যিই মানুষের সৌন্দর্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য ধন্যবাদ। লম্বা চুল কিংবা ছোট চুল-এগুলো আমাদের ব্যক্তিত্বের প্রতিফলন। তবে, যখন স্বাস্থ্য সঙ্কট দেখা দেয়, তখন উপযুক্ত সিদ্ধান্ত নেওয়া উচিত, যেমন আপনি করেছেন। আশা করি আপনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। আপনার জন্য শুভকামনা রইল ভাই

মানুষ নিজের সৌন্দর্য বাড়ানোর জন্য মাথায় চুল রাখে তবে আপনাদের মাথায় বেশ কিছু সমস্যা হওয়ার কারণে আপনারা সবাই মিলে মাথার চুল ফেলে দিয়েছেন বেশ ভাল কাজ করেছেন আপনারা যদি চুল ফেলে না দিতেন তাহলে গরমে ঘামে আপনাদের ঘা আরও অনেক বেশি মারাত্মক হয়ে উঠে যেত বেশ ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন বিষয়টা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন।

চুল নিয়ে আপনার মায়ের সাথে বেশ খুনসুটি ছিল আপনার অনেক বকাবকি করতে চুল নিয়ে।। অনেকদিন পর আবারো চুল কেটেছেন দেখতে বেশ ভালই লাগছে।। আমি শেষ কখন নারা করছিলাম সেটা আমার জানা নেই।।

প্রবাসী ভাইয়েরা অনেক কষ্ট করে তাদের উপার্জিত অর্থ দেশে পাঠাচ্ছেন যা দিয়ে পরিবার এবং এই দেশের অর্থনৈতিক ব্যবস্থা শক্ত হাতে ধরে রয়েছে। রোধ, বৃষ্টি সকল প্রাকৃতিক সমস্যায় মোকাবেলা করে এবং কঠিন পরিশ্রম করে তারা টাকা উপার্জন করে।

প্রবাসী ভাইদের অনেক কিছু ইচ্ছে থাকলেও তা পূরণ করতে পারে না ।আমাদের জীবন চলার পথে টাকার অনেক গুরুত্ব রয়েছে ।পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য তারা দিনের পর দিন দূর দেশে থেকে যায় একা ।

চুল সবারই অনেক প্রিয় । মেয়ে কিংবা ছেলেদের মাথায় চুল না থাকলে দেখতে ভালো লাগে না কিন্তু কিছুই করার নেই। যেহেতু প্রচন্ড ছাড়পোকার উপদ্রব এর জন্য আপনাদেরকে মাথার চুল কেটে ফেলে দিতে হয়েছিল । আগে নিজের সুস্থতা তারপরে সৌন্দর্য ।পরিবারের সাথে সাথে দেশবাসী ও আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। সবসময় ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এবং নিজেদের প্রতি লক্ষ্য রাখবেন।