টাকা দিয়ে সব সমস্যা সমাধান হয় না।

in hive-120823 •  2 years ago 

বিসমিল্লাহির রাহমানির রাহিম

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়ায় ও সৃষ্টিকর্তার আশীর্বাদে আমিও অনেক ভালো আছি এবং সুস্থ আছি।

বন্ধুরা বরাবরের মতো আজো আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গিয়েছি আজকের ব্লগ টি যে বিষয়ে আলোচনা করব আপনাদের মাঝে আশা করব অনেক ভালো লাগবে।

তো চলুন বন্ধুরা আর দেরি না করে মূল বিষয়ে চলে যাওয়া যাক বিষয়টি হলো টাকা পয়সা দিয়ে সবকিছুর সমাধান করা যায় না আমাদের জীবনে বিভিন্ন ধরনের সমস্যা চলে আসে সমস্যা কখন আসবে সেই কথা কখনো বলে আসেনা সমস্যা মানুষের জীবনে হুপ করে চলে আসে।

money-1428594_1920.jpg
Source

আমরা আমাদের জীবনে মনে করি সবকিছুই টাকা দিয়ে কিনতে পাওয়া যায় সব সমস্যা টাকা দিয়ে সমস্যাগুলো মিটানো যায় আসলে টাকা সব জায়গাই খাটে না সব জায়গায় টাকার গরম দেখালে চলে না।

আপনার কাছে অনেক টাকা আছে কিন্তু আপনার জীবনে সুখ নাই টাকা দিয়ে আপনি কখনো সুখ কিনতে পারবেন না মানুষের জীবনে সুখ ভালোবাসা দিয়ে কিনতে হয় টাকা দিয়ে সুখ কেনা যায় না।

টাকা দিয়ে বাবা-মায়ের ভালোবাসা কখনো কেনা যায় না আপনার কাছে অনেক গুলো টাকা আছে আপনি পারেন যদি তাহলে বাবা-মায়ের ভালবাসা কিনে দেখান কখনোই আপনি টাকা দিয়ে বাবা-মায়ের ভালোবাসা কিনতে পারবেন না।

আপনার কাছে অনেকগুলো টাকা আছে কিন্তু আপনি একজন গরিব মানুষের ভালোবাসা অর্জন করতে পারবেন না কারণ টাকা সব কিছু নয় মুখের ভাষা এবং মনে ভালোবাসা থাকার খুবই প্রয়োজন থাকে মুখের ভাষা এবং ভালোবাসা যদি পবিত্র না থাকে তাহলে কখনো টাকা দিয়ে আপনি সুখ কিনতে পারবেন না।

টাকা দিয়ে আপনি কখনো মানসিক শান্তি কিনতে পারবেন না বিশেষ করে আমরা ভাবি যাদের অনেকগুলো টাকা আছে তারা অনেক সুখে আছে আসলে এই কথাটি আমরা একদম ভুল ভাবি যার যত টাকা আছে সে তা তো বেশি টেনশন করে।

একজন দিনমজুরি হাজার কষ্ট করে আসার পরেও সে বাড়ি এসে তার পরিবারের মুখের একটু হাসি দেখতে পাচ্ছে কারণ সে ঠিকমতো বাড়ি চলে আসতে পারছে কারণ সে দিনমজুরি দেয়।

rupee-4395462_1920.jpg
Source

কিন্তু যার অনেকগুলো টাকা আছে তার চোখের ঘুম হারাম হয়ে যাচ্ছে কারণ সে টাকার শুধু হিসাব করতে থাকে ঠিক ভাবে খাওয়া-দাওয়া করতে পারে না ঠিক মতো পরিবারের সাথে সময় কাটাতে পারে না সে সারাদিন শুধু টাকার পিছে ঘুরে এভাবে পরিবার থেকে সে দূরে চলে যায়।

জীবনে চলতে গেলে টাকার প্রয়োজন আছে সবার কিন্তু পরিবারের দেখেও একটু খেয়াল রাখা উচিত আমাদের সবার।

আপনি টাকা কামাতে কামাতে এতটাই দূরে চলে গিয়েছেন যে আপনার পরিবারের কাছ থেকে আপনি অনেক দূরে চলে গিয়েছেন।

সে টাকা পয়সা নিয়ে আপনি কি করবেন যদি পরিবার আপনার পাশে না থাকে আপনি টাকা পয়সা কাদের জন্য কামাই করছেন তাদেরকে একটু সময় দিতে পারছেন না তাদের সাথে হেসে খেলে কিছু সময় কথা বলবেন সেই সময় টুকু আপনার নাই।

তাই জীবনে বলা হয়েছে টাকা পয়সা দিয়ে সব সমস্যা সমাধান করা যায় না এবং টাকা পয়সা দিয়ে সুক ও ভালোবাসা কখনো কিনা যায় না টাকা পয়সা দিয়ে কখনো মানসিক শান্তি কেনা যায় না।

যাইহোক বন্ধুরা কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলেছি আজ এ পর্যন্তই কথা হবে নতুন আরেকটি বিষয় নিয়ে সেই পর্যন্ত আপনার সবাই ভালো এবং সুস্থ থাকবেন।

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন

@baizid123

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

টাকা দিয়ে কখনো সুখ কেনা যায় না! টাকা দিয়ে হয়তো বা ভালো একটা খাট কেনা যায়! কিন্তু ঘুম কখনোই কেনা যায় না! টাকা দিয়ে হয়তোবা আমরা ভালো ভালো জিনিসপত্র কিনতে পারবো! বা ভালো ভালো দামি খাবার কিনতে পারবো! কিন্তু সেই খাবার খাওয়ার জন্য,,, আমরা খুদা কখনোই কিনতে পারবো না।

আমরা মানুষের যা আছে,,, তাতে কখনোই সন্তুষ্টি অনুভব করি না! আমাদের যা আছে তার চেয়ে অনেক বেশি প্রয়োজন!

তবে আমি একটা জিনিস দেখেছি,,, যে মানুষটা প্রতিদিন ১০০ টাকা ইনকাম করে। তার ঘুমের মধ্যে যতটা শান্তি আছে। যে মানুষটা প্রতিদিন এক হাজার টাকা ইনকাম করে,,, তার ঘুমের মধ্যে কিন্তু অত শান্তি নেই।

আপনি খুব মূল্যবান একটা টপিক আমাদের সাথে তুলে ধরেছেন,,, আসলে এই বিষয়গুলো না আমরা প্রতিনিয়ত এগুলোর ভোগান্তি ভুগছি। কিন্তু তার পরেও আমরা টাকার পেছনে দৌড়াই।

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা মূল্যবান টপিক,,, আমাদের সাথে তুলে ধরার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল,,, ভালো থাকবেন।

#miwcc

অসংখ্য ধন্যবাদ আপু অনেক সুন্দর একটি মন্তব্য করার জন্য।

অর্থই অনর্থের মূল। অর্থাৎ এই অর্থর জন্য পৃথিবীতে এত সমস্যা। সকল ঝামেলা এবং যুদ্ধর মুলে এই টাকা পয়সা। টাকা দিয়ে সুখ আসলেই কেনা যায় না। সুখ জিনিসটাই মনস্তাত্ত্বিক বিষয়। যে সুখী হওয়ার সে 100 টাকা আয় করেও সুখী হয় আর যে সুখী না সে 100000 টাকা আয় করে সুখী না। এজন্য সৎ উপায়ে আয় করে নিজের পরিবারকে সাথে নিয়ে যে সুখে থাকে। তার চেয়ে সুখী পৃথিবীতে আর কেউ নেই।

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

#miwcc

অসংখ্য ধন্যবাদ দিদি অনেক সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Loading...

অনেক মানুষরই টাকা রয়েছে কিন্তু সেই টাকা দিয়ে তারা প্রকৃত ভাবে সুখি নয় ৷ একটির পর একটি তাদের সমস্যা লেগেই রয়েছে ৷ আপনি ঠিকই বলেছেন টাকা সব জায়গায় খাটে না ৷ আর টাকা দিয়ে সব কিছু কেনাও যায় না ৷

আসল সুখ একটি মানুষের কাছেই থাকে সেটা তাদেরকে সততা এবং নিষ্ঠাবান এর সাথে চলতে হবে তাহলেই সেটা প্রকৃত সুখ হিসেবে তারা প্রধান্য পাবে ৷

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷

#miwcc

আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।