লাল রংয়ের হাজারী গোলাপ ফুলের ফটোগ্রাফি।

in hive-120823 •  10 days ago 

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। অনেক দিন পরে এমন লাল একটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করতে পেরে আমি আনন্দিত। আসলে ব্যস্ত জীবনে ফুলের ফটোগ্রাফি ধারণ করতে পারছি না। কারণ বাহিরে তো খুব বেশি যেতে পারছি না। যার জন্য ফুলের ফটোগ্রাফি ধারণ করতে পারি না। কিন্তু এখান থেকে কয়েক দিন আগে এই লাল রংয়ের ফুলের ফটোগ্রাফি ধারণ করেছিলাম আমাদের এখান থেকে।

1000043954.jpg

1000043955.jpg

কিন্তু এই ফুলের নাম জানতাম না আমি আজকে আসলে আপনাদের মাঝে কোনো একটি বিষয় নিয়ে লিখব সেটা ভেবে পাচ্ছিলাম না। তাই মোবাইল দেখতে দেখতে এই ফুলটি দেখতে পেলাম। এবং আমার এখানে একটি বড় ভাই আছে তার কাছে গিয়ে এই ফুলের নাম জানতে চেয়েছিলাম। সে এই ফুলটি দেখে যে নামটি বললো হাজারী গোলাপ ফুল। আমি আসলে সঠিক জানি না এই ফুলের নাম হাজারী গোলাপ ফুল কি না। তবে বড় ভাইটি বলল তাদের এলাকায় এই ফুল হাজারি গোলাপ ফুল হিসেবে পরিচিত।

1000043953.jpg

1000043952.jpg

আসলে চোখে একটু ঘুম ঘুম লেগে আছে কারণ আজকে পরিশ্রম একটু বেশি হয়েছে। যার জন্য কোনো বিষয় খোঁজে না পাওয়ার কারণে এই ফুলের ফটোগ্রাফি শেয়ার করা। ফুলটি ধারণ করেছিলাম এখান থেকে বেশ কিছু দিন আগে নিজের মোবাইলে। যখন এই ফুলটি আমি দেখতে পেয়েছিলাম তখন কাজের মধ্য থেকে কিছুটা সময় বের করে ফুলের ফটোগ্রাফি ধারণ করে রেখেছিলাম।

1000043951.jpg

1000043950.jpg

আপনারা সবাই যারা আমার পোস্ট নিত্য দিন পড়ে থাকেন তারা অনেকেই জানেন যে আমি ফুল কতটা পছন্দ করি। কারণ ফুল আমাদের মনে শান্তি নিয়ে আসে। ফুল আমাদের ভালোবাসতে শেখায় ফুল আমাদের নতুন করে বাঁচার উদ্যোগ তৈরি করে দেয়। কারণ ফুলের সৌন্দর্য এতটাই মুগ্ধ করে যে আমরা বাঁচার জন্য সুন্দর উপভোগ করার জন্য ফুল দেখতে পারি। ফুল হয়তো বা কথা বলতে পারে না কিন্তু ফুলের সৌন্দর্য আমরা সবাই উপভোগ করি।

1000043949.jpg

ফুলের সৌন্দর্য দেখে নিজের মনে আরো অনেক বেশি সৌন্দর্য বেড়ে ওঠে। ফুলের সৌন্দর্য উপভোগ করে নিজের মনে আনন্দিত অনুভব করি। ফুলের সৌন্দর্য আমাদের চারি পাশে সুন্দর করে সাজিয়ে রেখেছে। তাইতো আমাদের চারি পাশে দেখতে এতো সুন্দর লাগে। ফুলের সৌন্দর্য আমরা আমাদের মনে গেঁথে রাখতে পারি। ফুলের সৌন্দর্য আমাদের জীবনের একটি সৌন্দর্য হতে পারে। যদি মন থেকে ফুল পছন্দ করে থাকি তাহলে ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারি।

1000043948.jpg

আমি এর আগেও অনেক বার বলেছি মালয়েশিয়াতে অনেক রকমের ফুল আমি দেখতে পাই। কারণ মালয়েশিয়ার মানুষেরাই ফুলের সৌন্দর্য অনেক বেশি উপভোগ করে। তারা ফুল গাছের যত্ন নেয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন দেশের মানুষ রেখে দেয়। কারণ তারা নিজেরা হয়তো বা ফুল গাছ গুলো যত্ন নিতে পারে না। কিন্তু ফুল গাছ যত্ন নিতে হয় এটা তারা জানে। তাইতো তারা বেশির ভাগ সময় ফুল গাছ যত্ন নেয়ার জন্য মানুষ রেখে দেয়।

এই সুন্দর হাজারী গোলাপ ফুল আপনাদের কাছে আমি মনে করি অনেক ভালো লেগেছে। কারণ ফুলটি দেখতে এক গোছা হয়ে আছে যেটা দেখতে অনেক সুন্দর লাগছে। তার পাশাপাশি লাল রং ফুটে উঠেছে যেটা দেখতে অনেক সুন্দর। আসলে যখন এই গাছে আমি ফটোগ্রাফি ধারণ করছিলাম তখন গাছটি আমার চেয়ে অনেক বড় ছিলো। তবুও যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছিলাম ফটোগ্রাফি সুন্দর করে ধারণ করার জন্য। এবং আমার কাছে মনে হয় এটা সুন্দর ফটোগ্রাফি হয়েছে। আপনাদের কাছে ভালো লাগবে।

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন

@baizid123

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

আপনার ফুলের ফটোগ্রাফিগুলো অনেক সুন্দর লাগছে। লাল ফুল আর পিছনে নীল আকাশের ছোয়া সত্যি অসাধারণ লাগছে। এই ফুলগুলো আমি সরাসরি কখনও দেখিনি। ফুলের ফটোগ্রাফি করতে আমার খুব ভালো লাগে। ফুলের সৌন্দর্যের প্রেমে পড়ে না এমন মানুষ খুজে পওয়া মুশকিল। ভালো থাকবেন।

এটা জানতে পেরে আমি আনন্দিত যে আপনিও ফুলের ফটোগ্রাফি ধারণ করতে অনেক ভালোবাসেন এবং এটা একদম ঠিক ফুলের সৌন্দর্যের প্রেমে সব মানুষই পড়ে ফুল পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া বড়ই মুশকিল যাইহোক অনেক সুন্দর একটি মন্তব্য আমার পোষ্টের মাধ্যমে শেয়ার করার জন্য ধন্যবাদ শুভকামনা রইল আপনার জন্য।

Loading...

IMG-20241031-WA0275.jpg

Curated by @drhira

Thanks friend @drhira