হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই,, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন,, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি,, আজকে অতি বাস্তব একটি ঘটনা আপনাদের মাঝে শেয়ার করার জন্য চলে এসেছি।
আসলে কিছু কিছু মানুষের জন্য আমাদের সমাজ বা দেশের নাম খারাপ হয়ে যায়,, একটি মানুষের জন্য আরও দশটি মানুষ হয়রানি হয় বা নাম খারাপ হয়ে যায়,, অল্প সময়ের জন্য সুখ নিয়ে আসতে গিয়ে মানুষের কাছে ছোট হয়ে থাকতে হয়।
আসলে আমরা যেখানে আছি এই ক্যান্টিনের কথা তো আমি অনেক বার বলেছি,, হয়তো বা ক্যান্টিনের মালিকের সম্পর্কে খুব বেশি কথা আপনাদের মাঝে শেয়ার করা হয়নি,, মানুষটি বাংলাদেশী তার আচরণ খুবই সুন্দর এবং মানুষ হিসাবে আমাদের কাছে তো অনেক ভালো।
আসলে মানুষের সাথে চলাফেরা না করলে তার সম্পর্কে বোঝা যায় না,, তবে এক বছরের বেশি তার সাথে চলাফেরা করে বুঝতে পেরেছি যতটুকু তাই বলছি,, ক্যান্টিন চালাতে হলে বিভিন্ন ধরনের সমস্যার মুখে পড়তে হয়,, এবং সেখানে বিভিন্ন ধরনের মানুষ ওঠা-বসা করে বা যাতায়াত করে সেগুলো সামাল দিতে হয়।
আমার তো মনে হয় না এটা সবার দ্বারা সম্ভব হয় তবে তার ধৈর্য পরিশ্রম দিয়ে সে টিকে আছে,, অনেক মানুষ এই বাহিরে থেকেও টাকা না দিয়ে চলে যায়,, ব্যবসা করতে গিয়ে আমরা জানি লাভ লস অবশ্যই থাকে,, তবে এই যে কিছু মানুষ টাকা না দিয়ে চলে যাই চুরি করে এগুলো সামাল দিতে অনেক কষ্ট হয়ে যায়।
ঠিক তেমনি একটি ঘটনা আজকে ঘটে যায়,, আসলে এখান থেকে এক থেকে দুই মাস আগে কিছু মানুষ এখান থেকে চলে যায়,, যাওয়ার সময় তারা বলে গিয়েছিল অল্প কিছু দিনের মধ্যে এখানে আবার আসবে,, তাদের কাছে টাকা পাবে ৫ হাজার রিংগিত।
তাদের বিশ্বাস করে ক্যান্টিনের মালিক যেতে দিয়েছিল কিন্তু দুই মাস হয়ে গিয়েছে তাদের খোঁজ ছিলো না। ফোন দিলে তাদের ফোনে খুঁজে পাওয়া যায় না,,, তাই তাদের সাথে কোন যোগাযোগ ক্যান্টিন থেকে কেউ করতে পারে না।
তবে কথায় আছে রাখে আল্লাহ মারে কে তারা চুরি করে কাজ করতে এসেছিল আজকে,,, এবং এটা তো সবাই জানেন ভালো মানুষের বন্ধুর অভাব হয় না বা মানুষ কখনো খারাপ চায় না।
তারা চুরি করে কাজ করতে আসলেও ক্যান্টিনের মালিকের কাছে খবর যেতে সময় লাগে নাই। সে খবর পাওয়ার সাথে সাথে সেখানে চলে যায়। এবং ক্যান্টিনের মালিকের একটি গ্যাংস্টার আছে তার সাথে যোগাযোগ করে তাদেরকে নিয়ে আসে ক্যান্টিনে।
আমি আসলে ছিলাম কাজে দুপুরে খাওয়ার সময় এসে দেখতে পেলাম তার ক্যান্টিনে অনেক মানুষ আছে,, তাই সেখানে গিয়ে সবকিছু শুনে বুঝে,, বুঝতে পারলাম তাদেরকে কেনো নিয়ে আসা হয়েছে।
যাই হোক যে মানুষদের নিয়ে আসা হয়েছে তাদের সাথে কথা বলে জানতে পারলাম,, তারা টাকা শোধ করে রেখেছে তাদের মালিকের কাছে,,আসলে তারা কাজ করে বাংলাদেশের মানুষের সাথে,, তবে বাংলাদেশের সেই ভাইটি টাকা গুলো নিয়ে আর ক্যান্টিনে পরিশোধ করে নাই।
এবং এই মানুষ গুলো জানতো তারা টাকা পরিশোধ করে দিয়েছে,, কিন্তু এখানে এসে জানতে পারে টাকা পরিশোধ করা হয়নি,, একটি সময় তাদের মালিকের কাছে ফোন দিয়ে আসার জন্য বলা হলো,, কিন্তু সে বিভিন্ন ধরনের কথার মাধ্যমে ঘুরিয়ে ফিরিয়ে চলছিল।
এবং পরবর্তীতে জানা গেলো সেই মালিকের একটি বোনের ছেলে এখানে আছে,, যখন তাকে বলা হলো তুমি বলো তোমার মামাকে তোমার উপরে অত্যাচার করছে,, তখন সেই মানুষটি গুরুত্ব দিয়ে কিছু মানুষ এখানে পাঠিয়ে দেয় কিন্তু টাকা অর্ধেক নিয়ে আসে।
পরবর্তীতে জানতে পারলাম তাদের কাছ থেকে মোবাইল নিয়ে রাখা হয়েছে ,, এবং বলা হয়েছে টাকা দিয়ে মোবাইল নিয়ে যাওয়ার কথা,, আসলে আমি সেখানে থাকতে পারি নাই,, কারণ সেখানে গ্যাংস্টার ছিলো,, যার জন্য সেখানে আমাদের যাওয়াটা ঠিক হবে না তবে যতটুকু শুনেছি এতটাই।
আসলে এই যে অতিরিক্ত লোভ বা অতিরিক্ত কিছু পাওয়ার আশা করে,, অল্প সময়ের জন্য চলে যাওয়া বা মানুষের ভরসা মিটিয়ে ফেলা,, এটা ঠিক নয় কারণ বাংলাদেশের মানুষ হয়ে এমন কাজ করলে আরো কিছু বাংলাদেশের মানুষের নাম খারাপ হয়ে যায়।
বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যে খারাপ এটা কিন্তু নয়,, এই বিদেশের মাটিতে আরো অনেক ভালো ভালো মানুষ আছে,, তবে এই ধরনের কিছু মানুষের জন্য আমাদের বাংলাদেশের মানুষের নাম অনেকটা খারাপ হয়ে যাচ্ছে।
https://x.com/MDbayez29442036/status/1895155829441229252?t=JVEC8nxWwxrF3OLeI5USfw&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অতিরিক্ত লাভ করা মোটেও ঠিক না অন্যের টাকা মেরে খাওয়া কখনোই সম্ভব না আল্লাহ তাআলা কখনো আপনাকে ছেড়ে দেবে না কথাটা অবশ্যই মাথায় রাখতে হবে কিন্তু এখানে আমি বলব ওই ভাইদের কোন দোষ নেই তারা তো তাদের মালিকের কাছে টাকা পরিশোধ করে দিয়েছে।
কিন্তু তাদের মালিক সঠিক মতো টাকা পরিশোধ করেনি এটাই হচ্ছে বড় ঝামেলার বিষয় যাইহোক পরবর্তীতে সব সমস্যার সমাধান হয়েছে আশা করি ওই ক্যান্টিনের মালিক তার পরবর্তী টাকাগুলো ফিরে পাবে অসংখ্য ধন্যবাদ বিষয়টা আমাদের সাথে তুলে ধরার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সময় আমাদের জেনে না জেনে অনেক সমস্যা হয়।। অনেকে ইচ্ছে করে অন্যের টাকা মেরে দেওয়া ধান্দা করে এটা কখনোই ঠিক না।। কিন্তু হ্যাঁ জেনে ভালো লাগলো সকল সমস্যার সমাধান হয়েছে আশা করি সে ব্যক্তি তার টাকা ফিরে পাবে।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit