মাঝে মাঝে এমনো কিছু সময় চলে আসে তখন মনে হয় আবারো ফিরে যাই সেই শৈশবে। মাঝে মাঝে কিছু দৃশ্য চলে আসে তখন শৈশবের কথা অনেক মনে পড়ে। ছোট্ট বাচ্চাদের খেলনার জিনিস দেখলে সেই শৈশব জীবনের খেলার কথা মনে পড়ে। মনে হয় যদি তাদের সাথে খেলতে পারতাম তাহলে ভালো লাগতো। শুধু দেখে আফসোস করতে হয় শৈশব জীবনে ফিরে যাওয়ার জন্য।
গতকাল কাজের মধ্য থেকে ছোট্ট বাচ্চাদের খেলনার জায়গা দেখতে পেয়েছিলাম। মালয়েশিয়ায় যে কোনো বিল্ডিংয়ে ছোট বাচ্চাদের সময় কাটানোর জন্য খেলার জায়গা তৈরি করে দেওয়া হয়। আমরা এই খেলার জায়গার পাশে কাজ করছি গতকাল কিছুটা সময় পেয়েছিলাম বসে থাকার জন্য। আমার সাথে আরও একটি ভাই ছিলো আমরা দুই জন এক সাথে কাজ করছিলাম সেখানে।
যে ভাইটি ছিলো সে আমাকে বলে চলো সেখান থেকে ঘুরে আসি। আমারও খেলনার জায়গার ওখানে যাওয়ার ইচ্ছা ছিলো। কিন্তু কাজের জন্য যেতে পারিনি যেহেতু সময় পেয়েছি তাই তাকে বললাম চলো যাই। সেখানে গিয়ে প্রথমে সেই ভাইটি বলল আমার কয়েকটি ছবি ধারণ করে দেও। তার কয়েকটি ছবি আমি ধারণ করে দিয়েছিলাম। এবং তাকে বললাম আমারও কয়েকটি ছবি তুলে দাও। ছবি তুলতে গিয়ে মনে হলো কিছু সময় এখানে বসে খেলা করতে পারলে ভালো লাগতো।
কিন্তু খেলা করার মতো সময় তো আর এখন নেই জীবনে কাজের দায়িত্ব চলে এসেছে। বয়স হয়তো বা বেড়েছে কিন্তু মনটা এখনো অনেক ছোট আছে। তাইতো এই ছোট মানুষের খেলার জায়গায় কিছু সময় খেলা করার মতো সময় করতে চেয়েছিলাম। কিন্তু ওই ভাইয়ের ছবি ধারণ করতে গিয়ে এবং আমার ছবি তুলতে গিয়ে আমাদের কাজের সময় আবারও চলে আসে। তাই খেলা করার মতো সময় আর আমরা পেলাম না বলে সেখান থেকে চলে এসেছি।
একটি কথা গতকাল বুঝতে পেরেছি আমি। আমরা বড় যতই হই না কেনো শৈশবের জীবন আমরা সবাই মিস করি। কারণ গতকাল যখন এই খেলার জায়গা দেখি তখন আমি অনেক বেশি আগ্রহী ছিলাম যে সেখানে খেলা করব। ঠিক তেমনি যতই আমি খেলার জিনিস দেখতে পাই ছোট বাচ্চাদের। তখন সেই খেলার জিনিস নিয়ে কিছুটা সময় হলেও খেলা করি। এখান থেকে কয়েক দিন আগে একটি পোস্টে উল্লেখ করেছিলাম। এমনই একটি জায়গায় গিয়ে শৈশবের কথা অনেক বেশি মনে পড়েছিল আমার।
কারণ সেখানে গিয়ে দেখতে পেলাম ছোট বাচ্চারা দল বেঁধে খেলা করছে। এবং সেখানেও এমন ধরনের খেলনার জায়গা করা আছে। যেখানে দাঁড়িয়ে আমিও কিছু সময় খেলা করেছিলাম এবং ছবি ধারণ করেছিলাম। আমরা প্রত্যেকটা মানুষ আমাদের শৈশব ভুলতে পারি না। কারণ আমাদের শৈশব ছিলো আমাদের মধুর দিন। তাইতো বারবার আমরা সেই শৈশবে ফিরে যেতে চাই। শৈশব আমাদের জীবনে একটি স্মৃতি হয়ে আছে। যে স্মৃতি গুলো আমরা কখনো মন থেকে মুছতে পারবো না।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মালয়েশিয়াতে প্রায়ই জায়গায় বাচ্চাদের খেলা করার জন্য এমন স্থান করে থাকেন। এটা যেমন বাচ্চাদের মানসিকতা উন্নতি হয় তেমনি শারীরিক এক্সারসাইজও হয়ে যায়।
কিছু কিছু সময় বাচ্চাদের খেলা দেখলে স্বাভাবিক আমাদের শৈশবের কথা খুবই মনে পড়ে তাদের মত আমরা একসময় কতই না দৌড়াদৌড়ি করেছি খেলা করেছি তার শেষ নেই। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ শৈশবের কিছু স্মৃতি পুনরায় আমাদের সাথে উপস্থাপনা করার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ছোট বাচ্চাদের এই খেলনার স্থান আমিও অনেক জায়গায় দেখেছি মালের সাথে কম বেশি এবং বিশেষ করে প্রোজেক্টে 1,2 টি করে খেলনা জিনিস তৈরি করা আছে এবং এটা সত্যি দেখে সেই শৈশবের কথা আমার মনে পড়ে যায়। যাই হোক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য ভালো এবং সুস্থ থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের জীবনে চলার পথে হয়তো সকলেরই একবার না একবার মনে হয় যদি শৈশবে ফিরে যেতাম তাহলে কত না ভালো হতো। তবে এখনকার বাচ্চাদের যা যা খেলা জিনিস কিংবা খেলার জায়গা রয়েছে সত্যিই দেখতে খুব ভালো লাগে। কিন্তু আমাদের সময় এইসব কিছুই ছিল না। আমরা হয়তো এই ধরনের জিনিসের সাথে একদমই পরিচিত ছিলাম না। অনেক সময় বাচ্চাদের এমন এমন খেলনা জিনিস দেখি সেগুলো দেখে আমরা নিজেরাই ভাবি যদি ছোটবেলায় আমরাও এসব জিনিসগুলো পেতাম তাহলে কতই না মজা হত। শৈশবকালে বাচ্চাদের এই মধুর সময় সত্যিই একদমই ভুলবার নয়। আমারো চলার পথে শৈশবে অনেক কথাই মনে পড়ে যায়। আপনার সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদমই তাই আপু আমরা যখন খেলা করেছি শৈশবের সময় তখন আমাদের সময় যে খেলনার জিনিস গুলো আমরা দেখি নাই সেই জিনিস গুলো বর্তমানে আমরা দেখতে পাই। তাইতো বর্তমানে এখন ডিজিটাল যুগ বলা হয়ে থাকে নিত্যনতুন ভাবে আমরা খেলনা জিনিস দেখতে পাচ্ছি এবং এই খেলা জিনিস গুলো দেখে সত্যি আবারো শৈশবের দিন ফিরে পেতে খুব ইচ্ছা করে।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালো - মন্দ অনেক পরিস্থিতির ভিতর জীবন পার করে থাকি তবে হয়ত সেগুলো কয়েকদিন পর ভুলে যাই তবে শৈশবের মধুর স্মৃতিগুলো সত্যি কখনও ভোলার নয়। আমি ছোটবেলায় ফুটবল খেলতে ভালোবাসতাম এবং নিজেরও ফুটবল ছিলো। যখন কাউকে খেলার সঙ্গী হিসাবে পেতাম না তখন মাকে সঙ্গী নিয়ে ফুটবল খেলতাম। এই কমেন্টটা লিখতে লিখতে সেগুলো চোখের সামনে ভেসে উঠছে। সত্যি আর কখনও ফিরে পাবো না সেই দিনগুলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শৈশবের সময় আমরা এই কাজটি অনেকেই করে থাকি যখন খেলার সঙ্গে না পাই হয়তো বা বড় ভাই বা মায়ের সাথে বা বড় বোনের সাথে খেলার সঙ্গে তৈরি করে নিতাম। অবশ্যই লিখতে লিখতে আপনার সেই কথা গুলো মনে পড়বে কারণ এটা তো আমাদের জীবনের একটি স্মৃতি। আপনার মন্তব্য পেয়ে আমি আনন্দিত ধন্যবাদ ভালো এবং সুস্থ থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের শৈশবের কথা আমরা কখনোই ভুলে যেতে পারবো না। আমার তো প্রতিমুহূর্তেই মনে পড়ে। যখন দেখি ছোট বাচ্চারা খেলাধুলা করছে তখন মনে হয় যদি শৈশবে আবারো ফিরে যেতে পারতাম, তাহলে কতই না ভালো ছিল, ওই দিনগুলোকে অনেক মিস করি ওই দিনগুলো কত আনন্দ উপভোগ করতাম, কোন চিন্তা ছিল না কোন ভাবনা ছিল না। দিব্যি ঘুমিয়ে থাকতাম আবার উঠে খেলাধুলা করতাম। সত্যি আজকে আপনার পোস্ট পড়ে ওই দিনগুলোর কথা অনেক মনে পড়ে গেল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মানুষের জীবনে শৈশব একটি স্মৃতি মানুষের জীবনের শৈশব একটি আনন্দের মুহূর্ত যে মুহূর্ত কখনো আমরা ভুলতে পারবো না এবং এখন হয়তো বা আগের মতো সেই খেলনা দেখা যায় না বা আমরা যে সব খেলা করেছি সেই খেলা গুলো করে না কিন্তু তবুও ছোট বাচ্চাদের খেলা দেখে মনে হয় আমরাও যদি আবারো তাদের মতো শৈশবে থেকে খেলা করতে পারতাম তাহলে কতই না ভালো লাগতো যাইহোক সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit